★ পবিত্র বেদ সর্বদাই দান করাকে উত্‍সাহিত করে। 🌿

★ পবিত্র বেদ সর্বদাই দান করাকে উত্‍সাহিত করেছে। 

আজ আমরা বেদ ও অন্যান্য শাস্ত্র হতে কয়েকটি মন্ত্র/শ্লোক নিয়ে আলোচনা করবো-

🔶১। শত হস্ত সমাহার,সহস্র হস্ত সং কির।
(অথর্ববেদ ৩.২৪.৫)
অনুবাদ- আয় করতে হাতটিকে শতটিতে বৃদ্ধি কর আর দান করতে তাকে সহস্রটিতে রুপান্তরিত কর!

🔶২।‘ধনীদের উচিত দুঃস্থদের দান করা,তাদের দুরদৃষ্টিসম্পন্ন হওয়া উচিত কেননা ধনসম্পদ হল রথের চাকার মত,এখন যা এখানে পরমূহুর্তেই তা অন্যখানে গতিশীল হয়।’
(ঋগ্বেদ ১০.১১৭.৫)

🔶৩। মোঘমন্নং বিন্দতে অপ্রচেতাঃ সত্যং ব্রবীমি বধ ইত স তস্য।
নার্যমণং পুষ্যতি নো সখায়ং কেবলাঘো ভবতি কেবলাদী।।
(ঋগ্বেদ ১০.১১৭.৬)
অনুবাদ- যে ব্যক্তি দুঃস্থদের সাহায্য করেনা,অজ্ঞানী এবং অন্তঃদৃষ্টিহীন তার সকল উন্নতি ই বৃথা,সকল সম্পত্তি ই অনর্থক। যে অন্যদের সাহায্য করেনা,অভুক্ত রেখে কেবল নিজে খায় সে মূলত পাপ ই ভোজন করে।

🔶৪। কিন্তু অপাত্রে দান আবার ঠিক নয়। যে দান থেকে প্রাপ্ত সম্পদের অপব্যবহার করে তার অপকর্মের দায় কিন্তু দানকারীর ও বটে।এজন্য ই কিন্তু যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলে গিয়েছেন-
‘দান করা কর্তব্য এই চিন্তা করে, প্রতিদানের আশা না রেখে সত্‍পাত্রে, উপযুক্তস্থানে, সঠিককালে যে দান করা হয় তাই সাত্ত্বিক (উত্‍কৃষ্ট) দান।’
(গীতা ১৭.২০)

🔶৫। মহর্ষি মনু বলেছেন,-
‘যে ব্যক্তি পাথরের তৈরী নৌকায় চড়ে জলপথ পাড়ির চেষ্টা করেন তার সমাপ্তি যেমন সলিলসমাধিতে হয় ঠিক তেমনি অযোগ্য গ্রহীতাতে দানকারী অযোগ্য দাতাও অজ্ঞানতার গভীরে নিমজ্জিত হন।’

🔶৬। সর্ব্বেষামেব দানানাং ব্রহ্মদানং বিশিষ্যতে।
বার্য্যন্নগোমহীবাস্তিলকাঞ্চনসর্পিষাম্।।
(মনুসংহিতা ৪.২৩৩)
অনুবাদ- যত ধরনের দান এই পৃথিবীতে আছে,জলদান,অন্নদান, ধেনুদান,ভূমিদান,বস্ত্রদান,তিলদান,স্বর্ণদান,এই সকল দানের মধ্যে বেদের দান/বেদশিক্ষা দান সর্বশ্রেষ্ঠ দান!

🔶৭। এনা বিশ্বান্যর্য দ্যুম্নানি মানুষাণাম্। সিষাসন্তো বনামহে।।
(ঋগ্বেদ ৯/৬১/১১)
অর্থাৎ- অপরকে না দিয়ে যে স্বার্থপর ব্যক্তি কেবল নিজেই ধন, অন্ন আদি ভোগ করে, সে পাপের ভাগী হয়।

🔸৮। দাতা রাধাংসি গুস্তুতি 
----------------ঋগ্বেদ ১.২২.৮

যে দান করে, সে যেন দানকৃত বস্তুরই শোভা বর্ধন করে।

🔸৯। তদিৎসমানমাশাতে বেনন্তা ন প্র যুচ্ছতঃ ধৃতব্রতায় দাশুষে
-------------ঋগ্বেদ ১.২৫.৬

দানকারী ব্যক্তি দীর্ঘায়ু লাভ করেন ও মানব সমাজে অমর হন।

🔸১০। মা বাং রাতিরুপ দসৎকদা চনাস্মুদ্রাতিঃ কদা চন 
---------ঋগ্বেদ ১.১৩৯.৫

হে মানবজাতি! তোমাদের দেওয়া দান কখনো নষ্ট হয় না, কখনো কমে যায় না অর্থাৎ দান করলে ধন হ্রাস হয় না।

🔶১১।যো মে পৃণাদ্ যো দদদ্ যো নিবোধাৎ 
--------------------ঋগ্বেদ ২.৩০.৭

যে ব্যক্তি সম্পদ বা সুখ বা জ্ঞান নিঃস্বার্থভাবে দান করে, সে-ই প্রকৃত মিত্র।

🔸১২। ন স্রেধন্তং রয়ির্নশৎ 
-------------- সামবেদ ৮৬৮

অসহায়দের দান না করে, তাদেরকে আঘাতকারী ব্যক্তির কখনোই প্রকৃত সম্পদ লাভ হয় না।

★জয় বেদমাতা

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

🔸সনাতন ধর্ম ও নারী 💐

সনাতন ধর্মে কি গোমূত্র পানের উল্লেখ রয়েছে ⁉️

▪️একাদশী" কি শাস্ত্র সম্মত ❓