[১/৮৫
"চারযুগে(সত্য,ত্রেতা, দ্বাপর,কলি)দায়িত্বের রকমভেদ রয়েছে কারন প্রতি যুগে মানুষের আয়ু হ্রাস পাচ্ছে"
১/৮৬
""সত্য যুগে তপস্যা, ত্রেতায় জ্ঞান, দ্বাপর এ যজ্ঞাদি ও কলিতে দান ই শ্রেষ্ঠ ধর্ম।'
(যদিও অনেক অপপ্রচারকারীরাই বলেন কলিতে নাকি হরিনাম ই একমাত্র ধর্ম!!!)
১/৮৭
"কিন্তু মহাবিশ্বের ভারসাম্য রক্ষার্থে সবসময় ই চার ধরনের পেশা ভাগ করা হয়েছে"
১/৮৮
"ব্রাক্ষ্মনরা নিজ স্বার্থত্যগ করে কাজ করবে,বেদ পরবেএবং তা অপরকে শেখাবে"
১/৮৯
"ক্ষত্রিয়রা বেদ পরবে,লোকরক্ষা ও রাজ্যপরিচালনায় নিযুক্ত থাকবে"
১/৯০
"বৈশ্যরা বেদ পরবে,ব্যবসা ওকৃষিকর্মে নিজেদের নিযুক্তকরবে"
১/৯১
"শুদ্ররা বেদ পাঠ করবে এবং সেবামুলক কর্মকান্ডে নিযুক্ত থাকবে"।
সমগ্র মহাবিশ্ব ধ্বংস বা পুনঃসৃষ্টি হলেও বেদ সকল কালের জন্য প্রযোজ্য ও সর্বদা অপরিবর্তিত যুগ...।""
ঋগবেদ ১০/১৯০/১-৩]