গীতায় সাত্ত্বিক, রাজসিক ও তামসিক সুখ ⁉️


গীতায় সাত্ত্বিক, রাজসিক ও তামসিক সুখ ⁉️

🕉️🙏নমস্কার🙏🕉️

➡️ মনুষ্য জন্ম থেকে শুরু করে মৃত্যু অবধি সুখের অন্বেষণ করে। কিন্তু সে সুখ যেন অধরা। শ্রীমদ্ভগবদগীতায় ভগবান শ্রীকৃষ্ণ সে সুখের ব্যাখ্যা করেছেন সাত্ত্বিক, রাজসিক ও তামসিক অর্থে। 

➡️সাত্ত্বিক: 
"যত্তদগ্রে বিষমিব পরিণামেহমৃতোপমম্।। 
তৎসুখং সাত্ত্বিকং প্রোক্তমাত্মবুদ্ধিপ্রসাদজম্"।। 
- গীতা ১৮/৩৭ 

অর্থাৎ, যে সুখ প্রথমে বিষের মতো কিন্তু পরিণামে অমৃততুল্য এবং আত্মনিষ্ঠ বুদ্ধির নির্মলতা থেকে জাত, সেই সুখ সাত্ত্বিক বলে কথিত হয়। 
 
➡️রাজসিক:
বিষয়েন্দ্রিয়সংযোগাদ্-যত্তদগ্রেহমৃতোপমম।
পরিণামে বিষমিব তৎসুখং রাজসং স্মৃতম্।।
- গীতা ১৮/৩৮

অর্থাৎ, বিষয় ও ইন্দ্রিয়ের সংযোগের ফলে যে সুখ প্রথমে অমৃতের মতো এবং পরিণামে বিষের মতো অনুভূত হয়, সেই সুখ রাজসিক সুখ বলে কথিত হয়। 

➡️তামসিক: 
যদগ্রে চানুবন্ধে চ সুখং মোহনমাত্মনঃ। 
নিদ্রালস্যপ্রমাদোথং তত্তামসমুদাহৃতম্।।
- গীতা ১৮/৩৯

অর্থাৎ, যে সুখ প্রথমে ও শেষে আত্মার মোহজনক এবং যা নিদ্রা, আলস্য ও প্রমাদ থেকে উৎপন্ন হয়, তা তামসিক সুখ বলে কথিত হয়। 

জীবনের লক্ষ্য অর্জনে শ্রীমদ্ভগবদগীতার আদর্শ হোক আমাদের পথনির্দেশক। সে পথনির্দেশ যা আমাদের বেদ এর পথে চলতে অনুপ্রেরণা দেয়।

✅ VEDA
ও৩ম্ শান্তি: শান্তি: শান্তি: 

#sanatanihindu #hinduism #vadic #SanatanaDharma #vedanta #mantra #vedicknowledge #veda #sanatan #gita #bhagwatgeeta

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

🔸সনাতন ধর্ম ও নারী 💐

সনাতন ধর্মে কি গোমূত্র পানের উল্লেখ রয়েছে ⁉️

▪️একাদশী" কি শাস্ত্র সম্মত ❓