"বেদামৃতবিন্দু"
• ঋতস্য পথ্যা অনু [ঋগ্বেদ ৩.১২.৭]
হে মানব! সত্যের পথ অনুসরণ করো।
• অহ ধীতিমশ্যাঃ [ঋগ্বেদ ২.৩১.৭]
হে মানব! ধৈর্য ধারণ করো।
• ধর্ম প্র যজা চিকিত্বঃ [ঋগ্বেদ ৩.১৭ ৫]
হে জ্ঞানী! তুমি ধর্মের আচরণ করো।
• দুঃশংসো মর্তো রিপুঃ [ঋগ্বেদ ২.৪১.৮]
কুচিন্তক ও নিন্দুক ব্যক্তি শত্রুর সমান।
• যজ্ঞং নো যক্ষতামিমম্ [ঋগ্বেদ ১.১৮৮.৭]
উপকারীকে সম্মান করা উচিৎ।
• প্রশস্তিমম্ব নস্কৃষি [ঋগ্বেদ ২,৪,১৬]
হে মাতা! তুমি আমাদের সন্তানদের প্রশংসার যোগ্য করে তোলো।
• দসনাভ্যঃ বৃহৎ [ঋগ্বেদ ৩,৩.১১]
কর্ম (পরিশ্রম) করার মাধ্যমেই মানুষ ধন
সম্পদ লাভ করে।
• মহস্তিঃ কর্মভিঃ সুশ্ৰুতঃ [ঋগ্বেদ ৩.৩৬.১]
মানুষ কর্ম দ্বারাই জগতে মহত্ত্ব ও প্রসিদ্ধি লাভ করে।
• তব প্রণীতী তব শূর শর্মন্না বিবাসন্তি কবয়ঃ সুযজ্ঞাঃ [ঋগ্বেদ ৩.৫১.৭]
উত্তম কর্মকারী ব্যক্তিই পরমাত্মার আশ্রয়
লাভ করে।
• উপ নঃ সূনবো গিরঃ শৃণ্বত্ত্বমৃতস্য যে [ঋগ্বেদ ৬.৫২.৯]
আমাদের সন্তান অবিনাশী বেদবাণী শ্রবণ
করুক।
• মা ব এনো অন্যকৃতং ভুজেম [ঋগ্বেদ ৬.৫১.৭]
আমরা অন্যের সঞ্চিত পাপের কর্মফল ভোগ করি না।
• বিশ্বদানীং সুমনসঃ স্যাম [ঋগ্বেদ ৬.৫২.৫]
আমরা সর্বদা মন দ্বারা উত্তম চিন্তা করবো।
• ঋতস্য জিহ্বা পবতে মধু প্রিয়ম্ [ঋগ্বেদ ৯.৭৫.২]
সত্য বচন মাধুর্য ও প্রেম উৎপন্ন করে।
• ঋতস্য পন্থাং ন তরন্তি দুস্কৃতঃ [ঋগ্বেদ ৯.৭৩.৬]
👉সত্যের পথে পাপী ব্যক্তি যাত্রা করতে পারে না।👈
তথ্যসূত্রঃ "বেদামৃতবিন্দু"
✍️"অয়ন বণিক"
ও৩ম্ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ