"নমস্কার"
অধিষ্ঠাতা-১ঃ
য়ো ভূতং চ ভব্যং চ সর্বং যশ্চাধিতিষ্ঠতি। স্বর্য়স্য চ কেবলং তস্মৈ জ্যেষ্ঠায় ব্রহ্মণে নমঃ ।। ১
পদার্থঃ- (যঃ) যিনি (ভূতম্) ভূতকালে (চ) এবং (ভব্যম্) ভবিষ্যৎকালের (চ) এবং (সর্বম্) সব জগতের (অধিতিষ্ঠতি) অধিষ্ঠাতা (চ) এবং (স্বঃ) সুখ (যস্য) যাঁহার (কেবলম্) কেবল স্বরূপ (তস্মৈ) সেই (জ্যেষ্ঠায়) শ্রেষ্ঠ (ব্রহ্মণে) পরমেশ্বরকে (নমঃ) নমস্কার ।
[অথববেদ ১০/৮/১]
বঙ্গানুবাদঃ- যিনি ভূতকাল, ভবিষ্যৎ কাল এবং নিখিল জগতের অধিষ্ঠাতা, সুখই যাঁহার কেবল স্বরূপ সেই সর্বশ্রেষ্ঠ পুরুষ ব্রহ্মকে নমস্কার।
বিশ্বরূপ-২ঃ
যস্য ভূমিঃ প্রমান্তরিক্ষমুতোদরম্।
দিবং যশ্চক্রে মুর্ধানং তস্মৈ জ্যেষ্ঠায় ব্ৰহ্মণে নমঃ ।। ২
পদার্থঃ- (ভূমিঃ) ভূমি (যস্য) যাঁহার (প্রমা) পাদমূল (উত) এবং (অন্তরিক্ষ) অন্তরিক্ষ (উদর) উদর (দিবম্) দ্যুলোককে (যঃ) যিনি (মুর্ধানম্) মস্তক (চক্রে) রচনা করিয়াছেন (তস্মৈ) সেই (জ্যেষ্ঠায়) শ্রেষ্ঠ (ব্ৰহ্মণে) ব্রহ্মকে (নমঃ) নমস্কার। [অথববেদ ১০/৭/৩২]
বঙ্গানুবাদঃ- ভূমি যাঁহার পাদমূল সদৃশ, অন্তরিক্ষ যাঁহার উদর সদৃশ, দ্যুলোককে যিনি মস্তক সদৃশ সৃষ্টি করিয়াছেন সেই সর্বশ্রেষ্ঠ পুরুষ ব্রহ্মকে নমস্কার ।
চক্ষু-৩ঃ
যস্য সূর্যশ্চক্ষুশ্চন্দ্রমাশ্চপুনর্ণবঃ । অগ্নিং যশ্চক্র আস্যং তস্মৈ জ্যেষ্ঠায় ব্ৰহ্মণে নমঃ ।। ৩
পদার্থঃ- (যস্য) যাঁহার (সূর্যঃ) সূর্য (চক্ষুঃ) চক্ষু (চন্দ্রমাঃ) চন্দ্র (চ) এবং (পুনর্ণবঃ) পুনরায় নতুন (অগ্নিম্) অগ্নিকে (যঃ) যিনি (চক্রে) রচনা করিয়াছেন (আস্যম্) মুখ (তস্মৈ) সেই (জ্যেষ্ঠায়) শ্রেষ্ঠ (ব্ৰহ্মণে) ব্রহ্মকে (নমঃ) নমস্কার ।
[ অথর্ববেদ ১০/৭/৩৩ ]
বঙ্গানুবাদঃ- সৃষ্টির আদিতে বার বার নব নব রূপ ধারণ করিয়া সূর্য চন্দ্রকে যাঁর নেত্র সদৃশ, অগ্নিকে যিনি মুখ সদৃশ সৃষ্টি করিয়াছেন, সেই শ্রেষ্ঠ পুরুষ ব্রহ্মকে নমস্কার।
প্রাণাপান-৪ঃ
যস্য বাতঃ প্রাণাপানৌ চক্ষুরঙ্গিরসোহভবন্। দিশো যশ্চক্রে প্রজ্ঞানী তম্মৈ জ্যেষ্ঠায় ব্ৰহ্মণে নমঃ ।। ৪
পদার্থ (বাতঃ) বায়ু (য়স্য) যাঁহার (প্রাণাপানৌ) প্রাণ ও আপন, (চক্ষুঃ) চক্ষু (অঙ্গিসঃ) রশ্মিসমূহ (অভবন) হইয়াছে (দিশঃ) দিক্ সমূহ (যঃ) যিনি (চক্রে) রচনা করিয়াছেন (প্রজ্ঞানীঃ) প্রজ্ঞাসমূহ (তস্মৈ) সেই (জ্যেষ্ঠায়) শ্রেষ্ঠ (ব্রহ্মণে) ব্রহ্মকে (নমঃ) নমস্কার।
[অথর্ববেদ ১০/৭/৩৪]
বঙ্গানুবাদঃ- বায়ু যাঁহার প্রাণ ও অপান সদৃশ, রশ্মিসমূহ যাঁহার চক্ষু সদৃশ, দিক সমূহ যাহার প্রজ্ঞা সদৃশ, সেই শ্রেষ্ঠ পুরুষ ব্রহ্মকে নমস্কার।
শঙ্কর-৫ঃ
নমঃ শম্ভবায় চ ময়োভবায় চ নমঃ শঙ্করায় চ। ময়স্করায় চ নমঃ শিবায় চ শিবতরায় চ ৷৷ ৫
পদার্থঃ- (নমঃ) নমস্কার (শস্তবায়) কল্যাণ দাতাকে (চ) এবং (ময়োভবায়) সুখদাতাকে (চ) এবং (নমঃ) নমস্কার (শঙ্করায়) মঙ্গলময়কে, (চ) এবং (ময়স্করায়) সুখ-স্বরূপকে (চ) এবং (শিবায়) মঙ্গল স্বরূপকে (চ) এবং (শিবতরায়) কল্যাণ স্বরূপকে (চ) এবং (নমঃ) নমস্কার।
[যর্জুবেদ ১৬/৪১]
বঙ্গানুবাদঃ- কল্যাণ ও সুখের কারণকে নমস্কার! কল্যাণদাতা ও সুখদাতাকে নমস্কার। কল্যাণময় ও সুখময়কে নমস্কার।
তথ্যসূত্রঃ বেদসার।
✍️ হৃদয় সূত্রধর
ও৩ম্ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ
0 মন্তব্যসমূহ