সন্ন্যাস গ্রহণ কি কেবলমাত্র ব্রাহ্মণেরই ধর্ম, না ক্ষত্রিয় প্রভৃতিরও ধর্ম ?

প্রশ্নঃসন্ন্যাস গ্রহণ কি কেবলমাত্র ব্রাহ্মণেরই ধর্ম, না ক্ষত্রিয় প্রভৃতিরও ধর্ম ?

উত্তরঃ– ব্রাহ্মণেরই অধিকার, কারণ সকল বর্ণের মধ্যে যিনি পূর্ণ বিদ্বান, ধার্মিক এবং পরোপকার প্রিয় তাঁর নাম 'ব্রাহ্মণ' । পূর্ণ বিদ্যা, ধর্ম, পরমেশ্বরের নিষ্ঠা এবং বৈরাগ্য ব্যতীত সন্ন্যাস গ্রহণ করলে সংসারে বিশেষ উপকার হতে পারে না । এজন্য জনশ্রুতি আছে যে, কেবলমাত্র ব্রাহ্মণেরই সন্ন্যাসে অধিকার, অন্যের নয় । মনুস্মৃতিতে মনু মহারাজও বলেছেন -

মনুসংহিতাঃ 

এষ বোऽভিহিতো ধর্মো ব্রাহ্মণস্য চতুর্বিধঃ।
পুণ্যোऽক্ষয়ফলঃ প্রেত্য রাজধর্মং নিবোধত।।

                                      - মনুঃ ৬|৯৭ শ্লোক 

অর্থাৎ, ‘হে ঋষিগণ ! এই চতুর্বিধ অর্থাৎ‍ ব্রহ্মচর্য্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস আশ্রম পালন করা ব্রাহ্মণের ধর্ম । বর্তমানে, পুণ্যস্বরূপ এবং দেহত্যাগের পর মুক্তিস্বরূপ অক্ষয় আনন্দপ্রদ এই সন্ন্যাস ধর্ম । এর পর আমার নিকট রাজধর্ম শ্রবণ কর । এতদ্বারা সিদ্ধ হল যে, প্রধানতঃ ব্রাহ্মণেরই সন্ন্যাস গ্রহণের অধিকার এবং ক্ষত্রিয় প্রভৃতির জন্য ব্রহ্মচর্য্য আশ্রম ।

ও৩ম্ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন