অযোধ্যা নগরী পর্ব :-২


রামায়ণ ⚡

▪️অযোধ্যা নগরী পর্ব :-২ 

সামন্তরাজসঙ্ঘৈশ্চ বলিকর্মভিরাবৃতাম্ ( রাজস্বদানে কর্মরত সামন্তরাজাগণে পরিবৃত ছিল এই অযোধ্যা নগরী)

নানাদেশনিবাসৈশ্চ বনিগভিরুপশোভিতাম্ (বিভিন্ন দেশের বনিকগণ দ্বারা সমাবৃত) - (বাল্মীকি রামায়ণ, আদিকান্ড, সর্গ ৫ শ্লোক ১৪)

পর্বতসদৃশ প্রাসাদসমূহ সুশোভিত রত্ন দ্বারা সুশোভিত ছিল। (প্রাসাদৈরত্নবিকৃতৈঃ পর্বতৈরিব শোভিতাম্ - ৫.১৫)

চিত্রামষ্টাপদাকারাং বরনারীগণাযুতাম্। সর্বরত্নসমাকীর্ণাং বিমানগৃহশোভিতাম্।।
(বাল্মীকি রামায়ণ, আদিকান্ড, সর্গ ৫ শ্লোক ১৬)

- বিচিত্র শোভাসম্পন্ন, শ্রেষ্ঠ সুন্দরী নারীগণদ্বারা সমাবৃত, সর্বপ্রকার রত্নে পরিপূর্ণ, স্বর্ণবর্ণবিশিষ্ট সপ্ততল প্রাসাদসমূহে সুশোভিত।

সমভূমিতে অবস্থিত পরস্পর গাঢ় সন্নিবিষ্ট অট্টালিকাদ্বারা সমাবৃত (গৃহগাঢ়ামবিচ্ছিদ্রাং সমভূমৌ নিবেশিতাম্)

শালিতণ্ডুলসম্পূর্ণাম (শালি ধানের চাউলে সমৃদ্ধ)

ইক্ষুকাণ্ডরসোদকাম্ (ইক্ষুরসের ন্যায় সুমিষ্ট পানীয় জলে পূর্ণ ছিল এই অযোধ্যা নগরী -৫.১৭)

দুন্দুভীভির্মৃদঙ্গৈশ্চ বীণাভিঃ পণবৈস্তথাঃ। নাদিতাং ভৃশমত্যর্থং পৃথিব্যাং তামনুত্তমাম্।
(বাল্মীকি রামায়ণ, আদিকান্ড, সর্গ ৫ শ্লোক ১৮)

- দুন্দুভি-মৃদঙ্গ-বীণা-পণবাদির নিনাদে মুখরীত ছিল পৃথিবীর সর্বোৎকৃষ্ট পুরী অযোধ্যা। অযোধ্যা নগরীর জণগণ ছিলেন গীতবাদ্যাদি নিপুণ সংস্কৃতিমান। 

যে চ বাণৈর্ন বিধ্যন্তি বিবিক্তমপরাপরম্। শব্দবেধ্যং চ বিততং লঘুহস্তা বিশারদাঃ।
সিংহব্যাঘ্রবরাহাণাং মত্তানাং নদানাং বনে। হন্তারো নিশিতৈঃ শস্ত্রৈর্বলাদ্ বাহুবলৈরপি।
তাদৃশানাং সহস্রৈস্তামভিপূর্ণাং মহারথৈঃ। পুরীমাবাসয়ামাস রাজা দশলথস্তদা।।
(বাল্মীকি রামায়ণ, আদিকান্ড, সর্গ ৫ শ্লোক ২০-২২)

- সৈনিকেরা ছিল ক্ষিপ্রহস্ত, অস্ত্রপ্রয়োগে পারদর্শী। ভয়ত্রস্ত পলায়নপর ও শব্দশ্রবণেই ভীত শত্রুকে বাণবিদ্ধ করতো না (হত্যা করতো না)। পরন্তু অরণ্যে চিৎকাররত ভয়ংকর সিংহ-ব্যাঘ্র-শূকরদের, বাহুবলে বা শাণিত অস্ত্রে ক্ষিপ্রহস্তে হত্যা করতে সমর্থ, এইরুপ সহস্র সহস্র মহারথ সৈন্যে পরিপূর্ণ অযোধ্যা পুরীতে রাজা দশরথ বাস করতেন। 

তামগ্নিমদ্ভির্গুণবদ্ভিরাবৃতাং (অগ্নিহোত্রী, শমদমাদি গুণসম্পন্ন)

দ্বিজোত্তমৈ (দ্বিজ শ্রেষ্ঠ)

র্বেদষড়ঙ্গপারগৈঃ (ষড়বেদাঙ্গ-নিষ্ণাত)

সহস্রদৈঃ (সহস্রদাতা- প্রচুর পরিমাণে দানকারী ব্যক্তি)

সত্যরতৈর্মহাত্মভি র্মহর্ষিকল্পে র্ঋষিভিশ্চ কেবলৈঃ (সত্যনিষ্ঠ, মহর্ষি তুল্য মহাত্মা ঋষিদের দ্বারা কেবল পরিপূর্ণ - ৫.২৩) ছিলো এই অযোধ্যা নগরী। 

🖋️ अन्तु आर्य

প্রচারে: VEDA 
#veda #ramayana

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন