▪️আমি কোন পথে যাবো ❓
🙏নমস্কার🙏
📑✍️হে মনুষ্য, তোমার মানুষ হও এবং অন্যকে মানুষ হিসেবে গড়ে তোলো। এমনই উত্তম শিক্ষা পবিত্র বেদ আমাদের প্রদান করে। কিন্তু আমরা বহু মতে দ্বিধা বিভক্ত। শাস্ত্র পরিত্যাগ করে শুধু অজ্ঞ লোককে অনুসরণ করে চলেছি। সে সকল তথাকথিত পথপ্রদর্শকেরা নিজস্ব মত প্রচার করতে গিয়ে পদস্খলন করছেন বৈদিক ধর্ম থেকে। কেউ আবার প্রচার করছেন যত মত তত পথ। আসলে কি তাই আমাদের সঠিক পথ কোনটি। যত মত তত পথ এ কি আসলে গ্রহণযোগ্য তত্ত্ব। পবিত্র বেদ অনুসারে আমাদের সত্য পথ অনুসন্ধান করবো।
সত্য সঠিক পথ, অসত্য কখনো নির্বচনীয় হতে পারে না। সত্য তাহা যা বেদ এবং যা বেদ তাহাই ধর্ম। এজন্য মনুসংহিতা অনুযায়ী,
"বেদোঃ অখিলো ধর্মমূলম্" - মনুসংহিতা ২.৬ 📖🌿
অর্থাত্ বেদ সকল ধর্মের(মানবতা, ন্যায়পরায়নতা) মূল।
অর্থাৎ বেদ বিরুদ্ধ কোনো কিছুই ধর্ম নয়। সেটা শুধু পথভ্রষ্টকারী উপায় মাত্র। বেদই সত্য, তাহাই সঠিক পথ।
সেজন্য বেদ বিরুদ্ধকারীদের নাস্তিক বলেছেন মহর্ষি মনু,
" নাস্তিকো বেদনিন্দকঃ" -মনুসংহিতা ২.১১ 📖🌿
অর্থাৎ বেদনিন্দুক ই নাস্তিক।
আমাদের চলতে তবে ধর্মের পথে ধারণ করতে হবে ধর্মের লক্ষণ সমূহ,
"ধৃতিঃ ক্ষমা দমোহস্তেয়ং
শৌচমিন্দ্রিয়-নিগ্রহঃ।
ধীর্বিদ্যা সত্যমক্রোধো
দশকম্ ধর্মলক্ষণম্"
-মনুসংহিতা, ৬/৯২
অর্থাত্, সহিষ্ণুতা,ক্ষমা ,চুরি না করা ,শুচিতা ,ইন্দ্রিয়সংযম,শুদ্ধ বুদ্ধি,জ্ঞান,সত্য এবং ক্রোধহীনতা-এইটি দশটি ধর্মের লক্ষণ।
আমাদের লক্ষ্য হবে সত্যকে প্রাপ্ত করা। এ অমৃত জ্ঞান অর্জন করে এই মানবহিতৈষী কর্মে নিজেকে উৎসর্গ করে উত্তম মর্যাদা লাভ করা।
"সত্যবাদ্যতি ত্বং সৃজন্তু" - অথর্ববেদ ৪/১৬/৬📖🌿
অর্থাৎ, নিজেকে সত্যবাদী হিসেবে সৃজন করো।
"যত মত তত পথ" এমন তত্ত্ব সত্য নয়। যেখানে বেদই ধর্মের মূল সেখানে বেদ এর সাথে সাংঘর্ষিক কোনো পথ পরমার্থ সাধনের সঠিক পথ হতে পারে না। কারণ শুধুমাত্র পবিত্র বেদ জাতি, গোষ্ঠী বা সংকীর্ণতা থেকে মুক্ত হয়ে সাম্যের কথা বলে।
"শৃন্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাঃ" - ঋগ্বেদ ১০/১৩/১
অর্থাৎ, শোন হে বিশ্ববাসী, তোমরা সকলে অমৃতের সন্তান।
"অজ্যেষ্ঠাসো অকনিষ্ঠাস এতে সং ভ্রাতরো বাবৃধুঃ" - ঋগ্বেদ ৫/৬০/৫
অর্থাৎ তোমরা সকলে ভাই ভাই, কেউ ছোট নয়, কেউ বড় নয়।
হে মনুষ্য! ওঠো, আমরা কোনো দ্বিধা বিভক্ত সত্তা নই৷ ঈশ্বর আমাদের একই মন্ত্রে বেঁধেছেন। হাজারো পথ নয় শুধু বেদ বিহিত কর্মে মোক্ষ প্রাপ্তি সম্ভব।
🌿📖 জয় সনাতন 📖🌿
প্রচারেঃ VEDA
🌿 ----------ওঁ শান্তি শান্তি শান্তি ----------🌿
মন্তব্যসমূহ