যজ্ঞের মহিমা




                                
যজ্ঞের মহিমা

কেউঃ যজ্ঞের আত্মা কি? 

উত্তরঃ - যজ্ঞের আত্মা স্বাহা।

কেউঃ  স্বাহা মানে কি?

উত্তরঃ- স্বাহা মানে (1) সু + আ + হা। অর্থাৎ সু = ভালো জিনিসের আগমন = সম্পূর্ণ হা = হ্যাঁ সম্পূর্ণভাবে = ত্যাগ করা।

স্বাহা নামের অর্থ - (২) মিষ্টি কথা বলা, প্রিয় ও উপকারী কথা বলা, তিক্ত ও তিক্ত কথা না বলা।

স্বাহা মানে ( ৩) নিজের প্রতি আহ - নিজেকে বলা। অন্তর্বিশ্লেষণ, নিজের প্রতিফলন। আমি কে, কোথা থেকে এলাম, কোথায় যাবো, ইত্যাদি চিরন্তন প্রশ্নে আত্মদর্শন করা, আত্মদৃষ্টিতে চিন্তা করা।

এর একটা অর্থ আছে - (৪) ত্যাগ কিন্তু শুধু ত্যাগই নয়, আমি যা করছি, আমি চিন্তা করে এবং করার পর ঠিক করছি, এটিও অর্থ। ,

স্বাহা এর আরেকটি অর্থ আছে যে ( ৫) নিজের জিনিস নিজের বলে বলা, পরের জিনিস নিজের বলে বলার অধিকার নেই।

কেউঃ কখন স্বাহার সাথে উৎসর্গ করা উত্তম?

উত্তরঃ স্বাহা পাঠের শেষে নৈবেদ্য প্রদান করা উত্তম।

কেউঃ যজ্ঞের জীবন কি?

উত্তরঃ - যজ্ঞের জীবন "ইদন্ন মম।"

কেউঃ ইদন্ন মম মানে কি?

উত্তরঃ - "ইদন্ন মম" মানে - এটা আমার নয়।

🔸অনেক মন্ত্রের শেষে ইদন্ন বলা হয়, এটা আমার নয়, আমি এর কৃতিত্ব পাই না।

তিনি সকল ভালো ও শুভ কাজের প্রেরক,। তাঁর করুণা, অনুগ্রহ, শক্তি, জ্ঞান এবং অনুপ্রেরণায় আমরা যে কোন শুভ কাজ করতে সক্ষম।


🖋️ হৃদয় সূত্রধর

ও৩ম্ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

🔸সনাতন ধর্ম ও নারী 💐

সনাতন ধর্মে কি গোমূত্র পানের উল্লেখ রয়েছে ⁉️

▪️একাদশী" কি শাস্ত্র সম্মত ❓