🌱মাতৃ মর্যাদা,🌱


🙏🌿 নমস্কার 🌿🙏

✍️🍁 মা শব্দ অতি মধুর। মায়ের তুলনা শুধু মা হয়। পৃথিবীতে মায়ের স্থান সর্বোচ্চ মহান ঈশ্বরের পরে। প্রত্যেক মহাপুরুষ মায়ের প্রতি জানিয়েছেন তাদের শ্রেষ্ঠতম সম্মান। কিন্তু বর্তমান সময়ে আধুনিক সমাজ ব্যবস্থায় সন্তানের সাথে মাতৃ জননীর দূরত্ব সৃষ্টি হয়েছে। আজ সৃষ্টি হয়ে বৃদ্ধাশ্রম। যেখানে হাজারো মায়ের স্থান হয়েছে। কিন্তু পবিত্র বেদ বা বৈদিক শাস্ত্র সমূহ কি আমাদের সেই নির্দেশ দিয়েছে?
পবিত্র বেদ ও বৈদিক শাস্ত্রে মাতৃ মর্যাদা:- 

📖🍁-মনুসংহিতা-🍁📖

📖🌿 উপাধ্যায়ান্ দশাচার্য্য আচার্য্যণাং শতং পিতা ।
সহস্রন্ত্ত পিতৃন্মাতা গৌরবেণাতিরিচ্যতে ।।
 -মনুসংহিতা, ২/১৪৫

অর্থাৎ,  দশজন উপাধ্যায় থেকে একজন আচার্যের গৌরব বেশি । একশত আচার্যের থেকে পিতার গৌরব বেশি এবং সহস্র পিতা অপেক্ষা মাতা সম্মানার্হা ।

পিতা মাতার ঋণ সন্তান শত সহস্র জন্মেও শোধ করতে পারে না ।

📖🌿 যংমাতাপিতরৌ ক্লেশং সহতে সম্ভবে নৃণাম্ ।
ন তস্য নিষ্কৃতিঃ শক্যা কর্তুং বর্ষশতৈরপি ।।
- মনুসংহিতা, ২/২২৭

অর্থাৎ, সন্তান জননে পিতামাতা যে ক্লেশ সহ্য করেন পুত্র শত শত বৎসরে, শত শত জন্মেও সেই ঋণ পরিশোধ করতে সমর্থ নয় । এ ছাড়া শাস্ত্রে আরও বলা হয়েছে মাতৃভক্তি দ্বারা এই ভূলোক জয় করা সম্ভব ।

📖🌿  ইমং লোকং মাতৃভক্ত্যা
- মনুসংহিতা, ২/২৩৩

অর্থাৎ, মানুষ মাতৃভক্তি দ্বারা এই ভূলোক জয় করতে পারে ।

📖🍁-মহাভারত-🍁📖

📖🌿 নাস্তি মাতৃসমাচ্ছায় নাস্তি মাতৃসমা গতিঃ
নাস্তি মাতৃসমৎ তাণৎ নাস্তি মাতৃসমা প্রিয়।
- মহাভারত শান্তিপর্ব,,,, ২০৬/৩১

অর্থাৎ  মাতার তুল্য আশ্রয় নাই,
মাতার সমান উপায় নেই,
মাতার ন্যায় রক্ষক নেই,
এবং মাতা সদৃশ্য প্রিয় আর কেউ নেই।

📖🌿  সমর্থ বাসমর্থ বা কৃশং বাপ্যকৃশং তথা,
রক্ষত্যে সুতং মাতা নান্য পোষ্ট বিধানতঃ
  - মহাভারত শান্তপর্ব ২৬৬/২৯

অর্থাৎ,  সন্তান সমর্থ হোক বা অসমর্থ হোক,
দূর্বল হোক বা সফল হোক,মাতাই তাকে রক্ষা করেন।
মা ছাড়া কেউ তাকে যথাযথভাবে পালন পোষণ করতে পারে না। 

📖🍁-পবিত্র বেদ-🍁📖

📖🌿  ️মাতা চ মে ছদয়থঃ সমা বসো বসুৎবনায় রাধসে।   - ঋগ্বেদ৮/১/৬

অর্থাৎ,  পরমেশ্বরের তুলন শুধু মাত্র মায়ের সাথে করা যায়।কারণ পরমেশ্বর আর মাতা উভয় আমাদের ধারণ করেন,আমাদের পালন ও পোষণ করেন,এবং বিদ্যাশিক্ষার মাধ্যমে সদগুণরূপ ধন ও ঐশ্বর্য প্রদান করে আমাদেরকো রক্ষা করেন।

📖🌿 " মা নো বধীঃ পিতরং মোত মাতরম্"
 -যজুর্বেদ ১৬/১৬

অর্থাৎ,  মাতার স্থান ঈশ্বরের পরেই।তিনি জগতের  মাতৃমতি দেবী।
সন্তানের কর্তব্য হলো মাকে শ্রদ্ধা, ভক্তি, সম্মান ও সেবা করা।
 

📖🌿 জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপী গরিয়সী

অর্থাৎ, মা ও মাতৃভূমি স্বর্গের চেয়েও মহান।  

🌿 সনাতন ধর্মের পাঁচ যজ্ঞের মধ্যে পিতৃযজ্ঞ অন্যতম। যা প্রত্যেক মনুষ্যর অবশ্যই পালনীয়। 

✍️🍁 ঈশ্বর পবিত্র বেদ এর মাধ্যমে আমাদের জীবন এর পথনির্দেশনা দিয়েছেন। উক্ত নির্দেশ লংঘন শুধু বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং সুখময় পৃথিবীকে অন্ধকারের দিকে ধাবিত। তাই প্রত্যেক সন্তানের উচিত। তারা যেন তাদের পিতা মাতার প্রতি কর্তব্য পালন করে। এই আধুনিক সমাজের আমরা যেন আমরা ঈশ্বর প্রদত্ত মূল্যবোধকে না ভুলে যাই। ঈশ্বর সবার মঙ্গল করুক। 

প্রচারেঃ VEDA 

⚔️🌿.-----------ওঁ শান্তি শান্তি শান্তি -----------🌿⚔️

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন