🔸সনাতন ধর্ম ও নারী 💐

🙏নমস্কার🙏

নারী ও তার মর্যাদা বর্তমান সমাজে সব থেকে আলোচিত বিষয়। বর্তমান সমাজ ব্যবস্থায় নারী অনেক ক্ষেত্রে তার অধিকার ও প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত। বহু মতবাদে বিভক্ত এ পৃথিবীর মানব সমাজ বহু আদর্শে নারীকে ভূষিত করে। কিন্তু নারীর অধিকার ও মর্যাদা প্রদানে পবিত্র বেদই সর্বশ্রেষ্ঠ। কেননা বেদই ধর্মের মূল এবং অপুরুষেয় গ্রন্থ।  

📖 নারীর অধিকার বিষয়ে পবিত্র বেদ ও স্মৃতির প্রমাণ সমূহ: 

🪔🌿 কল্যাণ ও মঙ্গলের প্রতীক: 

✍️ "কেতুরহং মূর্ধাহমুগ্রা বিবাচনী, মমেদনু ক্রতুং পতিঃ সেহানায়া " - ঋগ্বেদ- ১০/১৫৯/২

অর্থাৎ, নারী জ্ঞানবতী, গৃহে মূখ্য স্থানীয়া ধৈর্য্য শালিনী, বক্তৃতাকারিনী ও শত্রুনাশিনী। 

✍️ "পুরুষেভ্যো গোভ্যো অশ্বেভ্যঃ শিবা"
 -অথর্ববেদ--৩/২৮/৩ 

অর্থাৎ, তারা সর্বভূতের কল্যণদায়িনী, সর্ববিজয়া। 

🪔🌿 নারীর প্রতি মর্যাদা : 

✍️ "য়ত্র নার্য়্যস্ত পূজ্যন্তে রমন্তে তত্র দেবতাঃ।  য়ত্রৈতাস্তু ন পূজ্যন্তে সর্বাস্তত্রাফলাঃ ক্রিয়াঃ"।। - মনুস্মৃতি ৩/৫৬ 

অর্থাৎ, যেখানে নারীদের যথাযথ শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা হয়, সে সমাজ দিব্য গুণ তথা দিব্য ভোগ (উত্তরোত্তর সমৃদ্ধি) লাভ করে। যে সমাজে নারীদের যোগ্য সম্মান করে না, তারা যতই মহৎ কর্ম করুক না কেন, তার সবই নিষ্ফল হয়ে যায়। 

✍️ "তস্মাদেতাঃ সদা পূজ্যা ভূষণাচ্ছাদনাশনৈঃ। ভূতিকামৈর্নরৈর্নিত্যং সৎকরেষূউসর্বেষু চ" 
 £ - মনুস্মৃতি৩/৫৯

অর্থাৎ, একজন পিতা, ভাই, পতি যারা ঐশ্বর্য কামনা করে, তারা স্ত্রীলোকদের সম্মান প্রদর্শন তারাপ্রসন্ন রাখবে এবং পোশাক ও খাদ্য দ্বারা আবৃত রাখবে। স্ত্রী জাতিকে সর্বদা পবিত্র হিসেবে গভীরভাবে শ্রদ্ধা করবে। 

🪔🌿 নারীর প্রতি অপরাধের দন্ড: 

✍️ "পুরুষাণাং কুলীনানাং নারীণাং.... হরণে বধং অর্হতি"।। - মনুস্মৃতি-৮/৩২৩

অর্থাৎ, নারী অপহরণকারীদের মৃত্যুদণ্ড হবে। 

✍️ " পরদারাভিমর্ধেষু প্রবৃত্তান্নৃন্মহীপতিঃ। উদ্বেজনকরৈর্দন্ডৈশ্চিহ্নয়িত্বা প্রবাসয়েৎ" 
 -মনুস্মৃতি- ৮/৩৫২ 

 অর্থাৎ, যারা নারীদের ধর্ষণ করে বা উত্ত্যক্ত করে বা ব্যভিচারে প্ররোচিত করে, তাদের এমন শাস্তি দিতে হবে যাতে তা অন্যদের মধ্যে ভীতি সঞ্চার করে এবং কেউ তা করতে আর সাহস না পায়। 

🪔🌿 নারীর শালীনতা:

✍️"অধঃ পশ্যস্ব মোপরি সন্তরাং পাদকৌ হর।
মা তে কশপ্লকৌ দৃশন্ স্ত্রী হি ব্রহ্মা বভূবিথ"।।
 -ঋগ্বেদ: ৮/৩৩/১৯ 

অর্থাৎ, হে নারী! তুমি সর্বদা নিচে দৃষ্টি স্থাপন কর, বিনয়ী হও। সর্বদা পদযুগলকে একত্রে রাখ। তোমার শরীরের সমস্ত গোপানঙ্গ সর্বদা বস্ত্র দ্বারা ঢেকে রাখ। সভ্য জাতি গড়ে তোলো। কেননা নারীই নির্মাণকর্ত্রী হয়ে থাকে।
.
ভাবার্থ: হে নারী তোমাদের দৃষ্টি সবসময় হোক ভদ্র ও অবনত। তোমাদের চলন হোক সংযত, দেহ হোক পোষাকে আবৃত, নগ্নতা হোক পরিত্যজ্য।।

🪔🌿 নারীর মর্যাদা:

✍️"ন গৃহাণি ন বস্ত্রাণি ন প্রাকারাস্ত্তিরক্রিয়া।
নৈদ্দৃশ্য রাজসৎকারা বৃত্তমাবরণং স্ক্রিয়া।।"
 -(বাল্মিকী রামায়ণ ৬.১১৪.২৭)

অর্থাৎ, গৃহদ্বারা নয়, পোশাক নয়, কোনো প্রকার আবদ্ধ দেয়ালে লোকচক্ষু থেকে আবৃত থাকা নয়, নয় কোনো রাজ আভিজাত্য, চরিত্রই একজন নারীর প্রকৃত আবরণ।

✍️ "যথা সিন্ধুর্ণদীনাং সাম্রাজ্যং সুষুবে বৃষা।
এবা ত্বং সম্রাজ্ঞ্যেধি পত্যুরস্তং পরেত্য"।।
 -অথর্ব্ববেদ ১৪/১/৪৩।
অর্থাৎ,  হে বধূ! যেমন বলবান সমুদ্র নদী সমূহের উপর সাম্রাজ্য স্থাপন করিয়াছে তুমিও তেমন পতিগৃহে গিয়া সম্রাজ্ঞী হইয়া থাকো। 

★ তাই বর্তমান বহুদলে বিভক্ত মানব সমাজকে একমাত্র পথ দেখাতে পারে পবিত্র বেদ। মহান ঈশ্বর কতৃক যে সম্মান, মর্যাদা ও অধিকার প্রদান করা হয়েছে নারীকে তা কোনো মত বা পথ দেয়নি। তাই প্রত্যেক মানুষকে পবিত্র বেদের নির্দেশ মেনে চলতে হবে এবং সুন্দর ধরিত্রীর নির্মাণে ভূমিকা পালন করতে হবে। 

⚔️------------------ ওঁ শান্তি শান্তি শান্তি ------------------⚔️

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন