মঙ্গলময় বিশ্বজগৎ💐
🙏🌿নমস্কার🌿🙏
📑✍️ ধরিত্রীর মাঝে আমরা সকল প্রাণীর বসবাস। তবে হিংসাত্মক হয়ে নয় পরমাত্মা আমাদের শান্তি, সৌহার্দ্য এবং প্রেমময়ের সাথে একত্রিত হয়ে থাকার উপদেশ দিয়েছেন। সকল প্রাণী কুলের মঙ্গলের কামনা করা, সবার প্রতি ভালোবাসা এটাই সনাতন ধর্ম তথা পবিত্র বেদ এর শিক্ষা। আজকে এই মঙ্গলময় দিনে সৃষ্টির মঙ্গলের জন্য পবিত্র বেদ ও বেদাদি শাস্ত্রের শিক্ষা সম্পর্কে জানতে পারব।
সকলকে মিত্রের দৃষ্টি দেখো:-
"মিত্রস্যাহং চক্ষুষা সর্বাণি ভূতানি সমীক্ষে"
- যজুর্বেদ ৩৬/১৮ 📖🌿
অর্থাৎ, সকল জীবকে মিত্রের চোখে দেখবে।
সকলের মঙ্গল কামনা:-
তন্মে মনঃ শিবসংকল্পমস্তু
-যজুর্বেদ ৩৪/১📖🌿
অর্থাৎ, সর্বভূতের কল্যাণের মহৎ চিন্তায় নিজের মনস্থির করো।
প্রেমময় জগৎ হোক :-
"সমানী ব আকুতিঃ সমানা হৃদয়ানি বঃ।
সমানমস্তু বো মনো য়থা বঃ সু সহাসতি"।।
- ঋগ্বেদ ১০/১৯২/৪📖🌿
অর্থাৎ, হোক সবার হৃদয় তথা সংকল্প অবিরোধী সদা। মন ভরে উঠুক পূর্ণপ্রেমে, বৃদ্ধি হোক সুখ সম্পদ।।
"সংগচ্ছধ্বং সংবদধ্বং সং বো মনাংসি জানতাম্।
দেবাভাগং য়থাপূর্বে সং জানানা উপাসতে"।।
- ঋগ্বেদ ১০/১৯১/২📖🌿
অর্থাৎ, প্রেমপূর্বক চল সবাই, যেন মোরা জ্ঞানী হই।
পূর্ব্বজ বিদ্বানদের অনুসরণে, কর্তব্য পালনে ব্রতী হই।।
📑✍️ ঈশ্বর পূর্ণ মঙ্গলের স্বরুপ। তিনি সকলের মঙ্গল বিধানকারী। এ বিশ্ব প্রকৃতি থেকে আমরা বেঁচে থাকার উপাদান পেয়ে থাকি। তাই পঞ্চ মহাযজ্ঞের অন্যতম একটি যজ্ঞ হলো নৃযজ্ঞ। যা বিশ্ব প্রকৃতি ও প্রাণীদের মঙ্গলের কথা বলে। তাই ঈশ্বর আমাদের প্রকৃতি কল্যাণের উপদেশ দিয়েছেন।
🌿প্রকৃতির প্রতি ভালোবাসা ও মঙ্গল কামনা :-
"মাপোমৌস্রাদ্ধিহিন্স্রী" -যজুর্বেদ ৬/২২📖🌿
অর্থাৎ, পুকুর,নদী,খাল,বনাঞ্চল এসব দূষিত বা ধ্বংস করোনা।
"পৃথ্বীম মা হিন্সিম" - যজুর্বেদ ১৩/১৮📖🌿
অর্থাৎ,মাটির দূষন করোনা।
📑✍️পবিত্র বেদ শুধু একটি নির্দিষ্ট জাতি বা ভৌগোলিক কেন্দ্রিক নয়। এ শিক্ষা সর্বজনীন। সকল মানবের জন্য ঈশ্বর কতৃক প্রদত্ত উপদেশ। তাই পৃথিবীর প্রতিটা প্রাণী কুলের মঙ্গলের কামনা করা হয়েছে যজুর্বেদ এ।
🌿বিশ্বজগৎের মঙ্গল কামনা :-
"ওঁ দ্যৌঃ শান্তিরন্তরিক্ষং শান্তিঃ পৃথিবী শান্তিরাপঃ শান্তিরোষধয়ঃ শান্তি। বনস্পতয়ঃ শান্তিবির্শ্বে দেবাঃ শান্তিবর্হ্ম শান্তিঃ সৰ্ব্বং শান্তিঃ শান্তিরেব শান্তিঃ সামা শান্তিরেধি"।। -যজুর্বেদ ৩৬/১৭📖🌿
অর্থাৎ, দ্যুলোক,, অন্তরিক্ষলােক ও পৃথিবীলোক শান্তিময় হউক। জল, ঔষধি ও বনস্পতি শান্তিময় হউক। সব বিদ্বান, বেদপাঠ এবং যাহা কিছু, সবই শান্তিময় হউক। সর্বত্র শান্তিময় হউক। সেই শান্তি আমি যেন প্রাপ্ত হই।।
📑✍️ ঈশ্বর আমাদের প্রাণ প্রকৃতি ও সকলের মঙ্গল কামনার শিক্ষা দিয়েছেন তাই আমরা কোনো জাতি গোষ্ঠীর প্রতি নয় বরং সমগ্র বিশ্ব তথা মানবজাতির মঙ্গল কামনা করি।
"ওঁ সর্বে ভবন্তু সুখিনঃ
সর্বে সন্তু নিরাময়াঃ।
সর্বে ভদ্রাণি পশ্যন্তু
মা কশ্চিৎ দুঃখভাগভবেৎ।
ওঁ শান্তিঃ ওঁ শান্তিঃ ওঁ শান্তিঃ"
অর্থাৎ, জগতের সবাই যেন সুখী হয়, সকলে যেন নিরাময় হয়, সকল মানুষ পরম শান্তি লাভ করুক, কশ্মিনকালেও যেন কেহ দুঃখ বোধ না করেন। ঈশ্বর আমাদেরকে আধ্যাত্মিক, আধিদৈবিক ও আধিভৌতিক এই তিন প্রকার দুঃখ হতে শান্তি প্রদান করুন।
📑✍️ হে মনুষ্য! পবিত্র বেদ এর দিকে ফিরে এসো। পবিত্র বেদ একমাত্র সকল মানুষের মাঝে সমতার কথা বলে, প্রেমময় জগৎের কামনা করে। সংঘাত নয় শান্তির কথা বলে। বসুধৈব কুটুম্বকম, এ বিশ্ব আমাদের পরিবার এমন বিশ্ব শান্তির আদর্শ সনাতনধর্মই দেয়। পবিত্র বেদ এ সংঘাতময় ও হিংসাত্মক পৃথিবী থেকে আমাদের মুক্ত করে শান্তিপূর্ণ ধরিত্রী উপহার দিতে পারে।
"ওতম্ অসতো মা সদ্গময়।
তমসো মা জ্যোতির্গময়।
মৃত্যোর্মামৃতং গময়"।।
- বৃহদারণ্যক উপনিষদ্ ১।৩।২৮ 📖🌿
অর্থাৎ, অসত্য থেকে আমাকে সত্যে নিয়ে যাও,
অন্ধকার থেকে আমাকে আলোতে নিয়ে যাও, মৃত্যু থেকে আমাকে অমৃতে নিয়ে যাও।
প্রচারেঃ VEDA
🌼🌿--------ওঁ শান্তি শান্তি শান্তি --------🌿🌼
মন্তব্যসমূহ