আমি কেন নমস্কার বলবো ❓
📑✍️নমস্কার কেন বলবো? হরে কৃষ্ণ, জয় গুরু, রাম রাম, জয় নিতাই এগুলো কি বলার কথা বলা হয়েছে। অভিবাদন এর জন্য বহু শব্দ রয়েছে। তবে আপনি নমস্কারই কেন বলবেন তা পিছনে রয়েছে ২ টি যুক্তি। ১. শাস্ত্রীয় ব্যাখ্যা ২. বৈজ্ঞানিক ব্যাখ্যা। যা আপনার জন্য মঙ্গলকর। তাহার উপদেশ দেয় শাস্ত্র। নিম্ন ব্যাখ্যা করা হলো:
📑 শাস্ত্রীয় যুক্তি:-
"নমো জ্যেষ্ঠায় চ কনিষ্ঠায় চনমং পূর্বজায় চাপরজায় চনমো মধ্যমায় চাপগল্ভায় চনমো জঘন্যায় চ বুধ্যায় চ"।। -যজুর্বেদ১৬/৩২📖🌿
অর্থাৎ, নমস্তে জ্যেষ্ঠদেরকে,নমস্তে কনিষ্ঠদেরকে, নমস্তে উচ্চবিত্ত,মধ্যবিত্ত,ধনী-গরীব,জ্ঞানী,স্বল্পজ্ঞানী সকলকে।
"নমো নমস্তেহস্তু সহস্ৰকৃত্বঃ পুনশ্চ ভূয়োহপি নমো নমস্তে"। -গীতা ১১/৩৯📖🌿
অর্থাৎ আপনাকে পুনঃ পুনঃ নমষ্কার, সহস্রবার নমষ্কার, পুনরায় আবারও নমষ্কার।"
"সা হোবাচ ব্রাহ্মণ্য ভগবন্তস্তদেব বহু মন্যেধ্বং যদস্মান্নমস্কারেণ মুচ্যেধ্বং ন বৈ জাতু যুন্নাকমিমং কশ্চিদ্ ব্রহ্মদ্যেং জেতেতি ততো হ বাচক্সব্যুপররাম"
- বৃহদারণ্যক উপনিষদ ৩/৮/১২📖🌿
অর্থাৎ, গার্গী বললেন, শ্রদ্ধেয় ব্রাহ্মণগণ যদি যাজ্ঞবল্ক্যকে নমস্কার করে এনার কাছ থেকে নিষ্কৃতি পান তবে যথেষ্ট মনে করবেন। ব্রহ্মবিচারে আপনারা কেউই এনাকে পরাস্ত করতে পারবেন না।
🍂বৈজ্ঞানিক যুক্তি:-
📑 ২০০২ সালের জুন মাসে প্রকাশিত "ইন্ট্যারন্যশনাল ইয়োগা সোসাইটির" ম্যগাজিনে বলা;হয়েছে তারা বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে দেখেছেন যে নমস্তে ভঙ্গীতে অর্থাৎ, অঞ্জলি মুদ্ৰায় প্রানায়া বা ধ্যন করলে তা হাতের মাংসপেশীকে শিথিলকরে এবং এটি মাংসপেশী জনিতভব্যথা নিরাময়ে উপকারী।
এছাড়াও করোনাকালীন সময়ে আমরা দেখেছি বিশ্বনেতারা সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখার জন্য নমস্কার(হাত জোড়) এর ব্যবহার করেছেন।
✍️ আমরা মানুষ যার বিবেক ও প্রজ্ঞা সবার থেকে শ্রেষ্ঠ। উপযুক্ত যুক্তি ও প্রমাণ ব্যতীত আমরা কোনো কিছু গ্রহণ করতে ইচ্ছুক নই। তেমনি আমরা কি অভিবাদন হিসেবে নমস্কার এর ব্যবহার এর জন্য উপযুক্ত যুক্তি ও প্রমাণ আবশ্যক। তাই আসুন আমরা একে অপরকে নমস্কার বলি। নমস্কারই একমাত্র সর্বজনীন অভিবাদন।
প্রচারেঃ VEDA
🌿🍂------- ওঁ শান্তি শান্তি শান্তি --------🍂🌿
মন্তব্যসমূহ