হোলি উৎসবের শুভেচ্ছা💐

হোলি উৎসবে সবাইকে জানাই শুভেচ্ছা💐

◽সংস্কৃত বর্ষপঞ্জিতে চৈত্র মাস দিয়েই নতুন বছরের শুরু হয় বলেই চৈত্রের শুরুতে এই বসন্ত উৎসব।

▪️অশুভকে অগ্নিদগ্ধ করে শুভময় করে  নতুন বছরকে রঙ্গীন করে রাঙিয়ে দেওয়ার উৎসব।

◽সকলের মঙ্গল কামনা:- 


তন্মে মনঃ শিবসংকল্পমস্তু

-যজুর্বেদ ৩৪/১📖🌿


অর্থাৎ, সর্বভূতের কল্যাণের মহৎ চিন্তায় নিজের মনস্থির করো।


প্রেমময় জগৎ হোক :- 

"সমানী ব আকুতিঃ সমানা হৃদয়ানি বঃ।

সমানমস্তু বো মনো য়থা বঃ সু সহাসতি"।। 

- ঋগ্বেদ ১০/১৯২/৪📖🌿


অর্থাৎ, হোক সবার হৃদয় তথা সংকল্প অবিরোধী সদা। মন ভরে উঠুক পূর্ণপ্রেমে, বৃদ্ধি হোক সুখ সম্পদ।।


"সংগচ্ছধ্বং সংবদধ্বং সং বো মনাংসি জানতাম্। দেবাভাগং য়থাপূর্বে সং জানানা উপাসতে"।। 

- ঋগ্বেদ ১০/১৯১/২📖🌿


অর্থাৎ, প্রেমপূর্বক চল সবাই, যেন মোরা জ্ঞানী হই। পূর্ব্বজ বিদ্বানদের অনুসরণে, কর্তব্য পালনে ব্রতী হই।।

◽প্রকৃতির প্রতি ভালোবাসা ও মঙ্গল কামনা :- 


"মাপোমৌস্রাদ্ধিহিন্স্রী" -যজুর্বেদ ৬/২২📖🌿

অর্থাৎ, পুকুর,নদী,খাল,বনাঞ্চল এসব দূষিত বা ধ্বংস করোনা।


"পৃথ্বীম মা হিন্সিম" - যজুর্বেদ ১৩/১৮📖🌿


অর্থাৎ,মাটির দূষন করোনা।

📄✍️ নতুন ফসল সুফলা হওয়ার কামনা:

🌱শুনং সুফলা বি তুদন্তু ভুমিং শুনং কীনাশ অনু যন্তু বাহান্।
শুনাসোরা হবিষা তোশামানা সুপিপ্পলা ঔষধী কর্তমস্মৈ।।🌱

🍂(অথর্ববেদ ৩.১৭.৫)🍂

✍️অনুবাদ- কৃষক আমাদের দেয় পুষ্টির জোগান,যেন সে সমৃদ্ধির সাথে ভূ্মির চাষ করতে পারে।সেচের ষাঁড় ও ঘোড়াগুলো থাকুক সযত্নে।যজ্ঞের প্রার্থনায় সূর্য ও বায়ু আমাদের পূর্ণ করুক খাদ্যে ও শস্যে,ফুলে ও ফলে।🌱
[চৈত্র মাসের শুরুতে নতুন ফসল হয়, তাই নতুন ফসলের  উৎসব বলা হয়। ]

◽বিশ্বজগৎের মঙ্গল কামনা :-


"ওঁ দ্যৌঃ শান্তিরন্তরিক্ষং শান্তিঃ পৃথিবী শান্তিরাপঃ শান্তিরোষধয়ঃ শান্তি। বনস্পতয়ঃ শান্তিবির্শ্বে দেবাঃ শান্তিবর্হ্ম শান্তিঃ সৰ্ব্বং শান্তিঃ শান্তিরেব শান্তিঃ সামা শান্তিরেধি"।।  -যজুর্বেদ  ৩৬/১৭📖🌿 


অর্থাৎ, দ্যুলোক,, অন্তরিক্ষলােক ও পৃথিবীলোক শান্তিময় হউক। জল, ঔষধি ও বনস্পতি শান্তিময় হউক। সব বিদ্বান, বেদপাঠ এবং যাহা কিছু, সবই শান্তিময় হউক। সর্বত্র শান্তিময় হউক। সেই শান্তি আমি যেন প্রাপ্ত হই।। 

🗞️চলুন আমরা সবাই প্রকৃত বৈদিক জ্ঞান আহোরন করি। 

"অসতো মা সদ্ গময়

তমসো মা জ্যোতির্গময়

মৃত্যোর্মা অমৃতম্ গময়।"

=[] বৃহদারণ্যক উপনিষদ্‌: ১/৩/২৮ []=📖🌿


"অসত্য থেকে আমাকে সত্যে নিয়ে যাও,
অন্ধকার থেকে আমাকে জ্যোতিতে নিয়ে যাও, মৃত্যু থেকে আমাকে অমৃতে নিয়ে যাও।"


সকলকে হোলি উৎসবের  শুভেচ্ছা।💐

প্রচারেঃ VEDA

🌼---------ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ-------------🌼

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

🔸সনাতন ধর্ম ও নারী 💐

সনাতন ধর্মে কি গোমূত্র পানের উল্লেখ রয়েছে ⁉️

▪️একাদশী" কি শাস্ত্র সম্মত ❓