"মনুষ্যত্ব যখন ভুলন্ঠিত মানবহৃদয় থেকে" 💔😔
🔥 নমস্কার 🔥
📖🌼 এ জগৎ বহু জীব বৈচিত্র্যে পরিপূর্ণ। এ জগৎের মাঝে এখন পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে মানুষকে মনে করা হয়। এ জন্য মনুষ্যের রয়েছে কিছু দায়িত্ব ও কর্তব্য। কারণ মানুষের রয়েছে জ্ঞান, বুদ্ধি ও তা ব্যবহার করে উপযুক্ত কার্য সম্পন্ন করার ক্ষমতা। সেজন্য পবিত্র বেদ এ ঈশ্বর উপদেশ দিয়েছেন,
মনুর্ভব জনয়া দৈবং জনম্
ঋগ্বেদ, ১০/৫৩/৬।
অর্থাৎ, প্রকৃত মানুষ হও এবং অন্যকেও মানুষ হিসেবে গড়ে তোল।
😔💔 কিন্তু, দূর্ভাগ্যবশত মাঝে মাঝে মানুষ তার সে গুণাগুণ ভুলে গিয়ে অমানুষ হিসেবে আচরণ করে।
মনুষ্য গৃহে জন্ম গ্রহণ করেই কেউ মানুষ হয়ে উঠে না। তাকে প্রকৃত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হয়। শুধু মানুষ হিসেবে অপর মানুষের প্রতি কর্তব্য নয়। বরং সমগ্র সৃষ্টির প্রতি তার আচরণ হতে হয় সহানুভূতি সম্পন্ন। প্রতিটি জীবে তাকে সমদৃষ্টি সম্পন্ন হতে হয়।
সেজন্য পবিত্র বেদ আমাদেরকে উপদেশ দিয়েছে,
"মাপো মৌষধীর্হিংসীর্ধাম্নো ধাম্নো রাজঁস্ততো বরুন নো মুঞ্চ।
যদাহুরঘ্ন্যাৎইয়ি বরুণেতি শপামহে ততো বরুণ নো মুঞ্চ।
সুমিত্রিয়া নৎআপৎওষধয়ঃ সন্তু দুর্মিত্রিয়াস্তস্মৌ সন্তু যৌৎস্মান্ দ্বেষ্টি যং চ বয়ং দ্বিষ্মঃ"।।
- যজুর্বেদ ৬/২২📖🌼
অর্থাৎ, হে প্রজাগণের প্রতিপালক, জলকে কখনও দূষিত করিও না, বৃক্ষ এবং বনভূমি কখনও ধ্বংস করিও না। পানীয় এবং পুষ্টিবর্ধক উপাদানসমূহ সর্বদা সর্বত্র সহজলভ্য হউক।
হে ন্যায়ের প্রতিপালক! পানীয়, বৃক্ষ ও বনভূমি এবং গাভীসমূহ পবিত্র। তাহাদেরকে নষ্ট করিও না। আমরা সকলে ইহাতে কৃত সংকল্প হইতেছি, তুমিও সেইরূপ হও। তোমার অনুগ্রহে পানীয় এবং বৃক্ষসমূহ আমাদের মিত্রের ন্যায় সুখদায়ক হউক। কিন্তু যাহারা আমাদের উপর আঘাত হানে এবং আমাদের পবিত্রতাকে বিনষ্ট করে সেইসকল শত্রুদের নিকট বৃক্ষ এবং জল শত্রুবৎ প্রকটিত হউক।
"পৃথিবীং মা হিংসী" - যজুর্বেদ ১৩/১৮📖🌼
অর্থাৎ, মাটিকে দূষিত করো না।
"কাকংবীরমদ্বৃহ বনস্পতিমশস্তীর্বি হি নীনশঃ। মোত সূরো অহ এবা চন গ্রীবা আদধতে বেঃ"।। -ঋগ্বেদ ৬/৪৮/১📖🌼
অর্থাৎ, হে পুরবাসী! তোমরা জ্ঞানবান। বৃক্ষ উৎপাটন করোনা- তারা বিভিন্ন পক্ষীকে আশ্রয় দান করে। হ্যাঁ, নিশ্চিতভাবে তোমরা অপকারী এবং মনুষ্য সমাজে অপ্রয়োজনীয় ঝাড় এবং আগাছা থেকে মুক্তি পেতে পারো এবং উপরন্তু, পক্ষীদের শিকার ও হত্যা করো না। বৃক্ষের মতই তারা আমাদের টিকে থাকার জন্য গুরুত্বপূর্ণ!
📖✍️আমরা মানুষ হিসেবে বর্তমান সময় অতি নিকৃষ্ট কর্মে লিপ্ত হচ্ছি। প্রকৃতির প্রতি দায়িত্বকে ভুলে গিয়ে ক্ষতি করছি মাতৃস্বরূপ প্রকৃতিকে। প্রাণী সমূহকে ভালোবাসার পরিবর্তে তাদের প্রতি নির্দয় আচরণ করছি।
এটা প্রকৃত মানুষের আচরণ নয়!
এটা একজন ধার্মিক এর কর্ম নয়!
এটা একজন আর্যের কর্ম হতে পারে না!
পবিত্র আমাদের যে উপদেশ দিয়েছে তা পালন করে আমরা সকল প্রাণীর প্রতি সমদৃষ্টি সম্পন্ন হবো। সকলকে ভালোবাসবো। প্রাণীসমৃহের সংহার নয় যত্ন করবো। প্রকৃতি প্রতি এমন কর্ম থেকে বিরত থাকবো যা প্রকৃতির জন্য ক্ষতিকারক হতে পারে।
🙏ও৩ম্ কৃণন্তে বিশ্বমার্যম🙏
🔥🌼 ও৩ম্ শান্তি শান্তি শান্তি 🌼🔥
প্রচারে:- VEDA