What should be remembered at the time of death❓



🔥 নমস্কার 🔥

প্রতিটি ব্যক্তির জীবনে মৃত্যু একটি চিরন্তন সত্য। এই নশ্বর দেহের যেমন সৃষ্টি হয়েছে তেমনি প্রকৃতি নিয়ম অনুসারে জীবাত্মা এই দেহ ত্যাগ করে নতুন দেহে প্রবেশ করবে। সেজন্য শ্রীমদ্ভগবদগীতায় যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, 

"জাতস্য হি ধ্রুবো মৃত্যুর্ধ্রুবং জন্ম মৃতস্য চ। 
তস্মাদপরিহার্যেহর্থে ন ত্বং শোচিতুমর্হসি"।।
=[] গীতা: ২/২৭ []= 

অনুবাদ: যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্মও অবশ্যম্ভাবী।
অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়।

কিন্তু জীবাত্মা শরীর ত্যাগের সময় কি উচ্চারণ করা উচিত? ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন এ বিষয়ে? বহু মতে বিভক্ত সমাজে বহু মতের প্রচার। একেক মত খন্ডন করে আরেক মতকে। কিন্তু শ্রীমদ্ভগবদগীতায় বেদজ্ঞ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পবিত্র বেদ এরই কথা। মৃত্যুর সময় যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পরমাত্মার শ্রেষ্ঠ নাম ॐ স্মরণ করতে। 

"সর্ব্বদ্বারাণি সংযম্য মনো হৃদি নিরুধ্য চ।
মুর্দ্ধ্ন্যাধায়াত্মনঃ প্রাণমাস্থিতো যোগধারণাম্।।১২
ওমিত্যেকাক্ষরং ব্রহ্ম ব্যাহরন্ মামনুস্মরন্।
যো প্রয়াতি ত্যজন্ দেহং স যাতি পরমাং গতিম্"।।১৩
শ্রীমদ্ভগবদগীতা (৮-১২/১৩) 🔥🌿

অর্থঃ- সমস্ত ইন্দ্রিয়দ্বার সংযত করিয়া (ইন্দ্রিয়গণকে বিষয় হইতে প্রত্যাহৃত করিয়া), মনকে হৃদয়ে নিরুদ্ধ করিয়া, প্রাণকে ভ্রূযুগলের মধ্যে ধারণ করিয়া, আত্মসমাধিরূপ যোগে অবস্থিত হইয়া ওঁ এই ব্রহ্মাত্মক একাক্ষর উচ্চারণপূর্ব্বক আমাকে স্মরণ করিতে করিতে যিনি দেহ ত্যাগ করিয়া প্রস্থান করেন তিনি পরম গতি প্রাপ্ত হন।

কিছু মূর্খ ব্যক্তি ইহার সমালোচনা করে নিজস্ব মত প্রতিষ্ঠার প্রচার চালালেও তা সত্য নয়। কারণ তিনি পবিত্র বেদ এর বাণী পুনরায় ব্যক্ত করেছেন শ্রীমদ্ভগবদগীতায়। যা যজুর্বেদ এর ৪০ তম অধ্যায় এর ১৫তম শ্লোকে স্পষ্ট, 

"বায়ুরনিলমমৃতমথেদং ভস্মান্তং শরীরম্।
ও৩ম্ ক্রতো স্মর ক্লিবে স্মর কৃতং স্মর"।। 
-যজুর্বেদ ৪০/১৫📖🌿

অনুবাদঃ- হে কর্মশীল জীব! শরীর ত্যাগের সময় পরমাত্মার নাম "ও৩ম্" স্মরণ করো।আধ্যাত্মিক প্রাণ, আধিদৈবিক প্রাণ এবং পুনরায় সেই প্রাণস্বরূপ পরমাত্মাকে প্রাপ্ত হও। তৎপর এই ভৌতিক শরীর ভস্মে পরিণত হউক। 

কিন্তু আমাদের কি জন্যে ও৩ম্ স্মরণ করার কথা বলা হয়েছে? 
উত্তর: কারণ পরমাত্মার সর্বশ্রেষ্ঠ নাম ॐ। 

"ও৩ম্ ইতি একাক্ষরম্ ব্রহ্ম ব্যাহরন্ মাম্ অনুস্মরন্ ।
য়ঃ প্রযাতি ত্যজন্ দেহম্ সঃ যাতি পরামাম্ গতিম্"।।
- গীতা-৮/১৩📖🌿

পদার্থঃ  (ও৩ম্, একাক্ষরম্, ব্রহ্ম) 'ও৩ম্' হলো এক অক্ষর ব্রহ্ম অর্থাৎ ব্রহ্মের বোধক যে '🕉️' অক্ষর আছে উহাকে (ব্যাহরন্) কথন করে (মাম্, অনুস্মরন্) আমাকে এর অনন্তর স্মরণ করে অর্থাৎ এই পদের উপদেষ্টা হিসেবে জেনে  (য়ঃ) যে পুরুষ (দেহম্, ত্যজন্) দেহকে  ত্যাগ করে  (প্রযাতি) মৃত্যু হয় (সঃ) সে (পরামাম্, গতিম্, যাতি) পরম গতি কে প্রাপ্ত হয়।।

ভাবার্থঃ যে পুরুষ 'ও৩ম্' নামক ব্রহ্ম অক্ষর কে স্মরণ করতে করতে দেহ ত্যাগ দ্বারা প্রয়াণ করে সে পুরুষ পরম গতি কে প্রাপ্ত হয়।।

🚩📖 ও৩ম্ শান্তি শান্তি শান্তি 📖🚩

প্রচারে: VEDA

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

🔸সনাতন ধর্ম ও নারী 💐

সনাতন ধর্মে কি গোমূত্র পানের উল্লেখ রয়েছে ⁉️

▪️একাদশী" কি শাস্ত্র সম্মত ❓