Upanishad || উপনিষদ
🙏🕉️ নমস্কার 🕉️🙏
➡️জ্ঞানই আমাদেরকে অন্ধকার থেকে অমৃতের দিকে নিয়ে আসে। তাই সনাতন ধর্ম সর্বোপরি জ্ঞানস্বরুপ পরমাত্মার উপাসনা করে যিনি সর্বজ্ঞ। সনাতন ধর্ম তাহার দর্শনে শুধু জ্ঞানের স্থান দিয়েছে কারণ অজ্ঞানতা সকল জড়তা, মোহ ও পাপের মূল। সনাতন ধর্ম পবিত্র বেদ ব্যতীত আরো বহুল গ্রন্থের উপস্থিতি রয়েছে যা তাহার জ্ঞানের পরিধির পরিচয়কে প্রকাশ করে। বিজ্ঞান, দর্শন, জ্যামিতি, প্রকৃতি সকল বিষয়ের উন্মুক্ত আলোচনার স্থান দেয় সনাতন। তাই জন্য সনাতনে নাস্তিক্যবাদী চার্বাক দর্শনের প্রবক্তাকেও ঋষি বলে সম্বোধন করা হয়।
➡️উপনিষদ সনাতন ধর্ম শাস্ত্রের জ্ঞানের আলোক জৌতি স্বরুপ। উপনিষদ এর রয়েছে যেমন দার্শনিক ভিত্তি, তেমনি রয়েছে ধর্মের অনন্য আলোচনা। বৈদিক দর্শনের মুকুটরুপ এই গ্রন্থসমূহকে শোপেনহাওয়ার , জোসেফ শেলিং ,এমারসন , থরো সহ অসংখ্য পাশ্চাত্য পণ্ডিতগণ “মানবজ্ঞানের সর্বোচ্চ উৎকর্ষের বহিঃপ্রকাশ” বলে আখ্যায়িত করেছিলেন ।
বেদের অন্তে যে দর্শন পাওয়া যায় তাই বেদান্ত তথা উপনিষদ । উপনিষদ শব্দের অর্থ নিকটে এসে শোনা । প্রাচীন মহর্ষিদের তপোবনে গুরুগৃহে গুরুর নিকটে এসে শিষ্যদের প্রশ্ন ও গুরু কর্তৃক প্রদত্ত সেই প্রশ্নসমূহের উত্তর উপনিষদ এর আলোচ্য বিষয়বস্তু ।
➡️উপ' তথা 'নি' উপসর্গপূর্বক 'ক্বিপ্' প্রত্যয়ান্ত 'সদ্' ধাতু দ্বারা উপনিষদ্ শব্দ নিষ্পন্ন হয় 'সদ্' ধাতুর তিনটি অর্থ হয় - বিশরণ (নাশ), গতি (প্রাপ্তি ) তথা অবসাদন (অন্ত) । এজন্য উপনিষদের অর্থ হচ্ছে - সেই জ্ঞান যার দ্বারা অবিদ্যার নাশ হয়ে আত্মজ্ঞানের প্রাপ্তি এবং দুঃখের অন্ত হয় । কিছু বিদ্বানদের মত অনুসার 'সদ্' ধাতুর সাথে 'নি' উপসর্গ যোগে 'নিষীদতি' আদি প্রয়োগের আধারে জিজ্ঞাসুদের ব্রহ্মবিৎ গুরুর নিকটে (উপ) বসে ব্রহ্মজ্ঞান প্রাপ্তি করাও উপনিষদ্ শব্দ দ্বারা অভিপ্রেত ।
➡️একমেবাদ্বিতীয়ম , সত্যমেব জয়তে , মৃত্যুময় বিশ্বে হে অমৃতের সন্তানগণ , অহং ব্রহ্মাস্মি , বসুধৈব কুটুম্বকম,নেতি নেতি,সত্যস্য সত্যম,তৎত্বমসি,প্রজ্ঞানং ব্রহ্ম,সর্বং খল্বিদং ব্রহ্ম, ও৩ম্ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ সহ অসংখ্য সৃষ্টিসেরা চিরন্তন বাণীসমূহের জন্ম এই উপনিষদ থেকে। ব্রিটিশ গ্রন্থবিদ মার্টিন সেমোর-স্মিথ উপনিষদ্গুলিকে "সর্বকালের ১০০টি সবচেয়ে প্রভাবশালী বই"-এর তালিকাভুক্ত করেছিলেন । পবিত্র বেদ ও উপনিষদের জ্ঞানে মুগ্ধ হয়ে প্রখ্যাত জার্মান সংস্কৃত বিশারদ ম্যাক্স মুলার মন্তব্য করেন,
"পৃথিবীতে বেদ ও উপনিষদের মতো এত প্রণোদনাপূর্ণ এত অতিমানবীয় গ্রন্থ আর নেই।"
উপনিষদ সনাতন জ্ঞানের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। সনাতন ধর্মে জ্ঞান ও জ্ঞানীকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করার উপদেশ দেওয়া হয়েছে। তাই সনাতন ধর্ম তাহার জ্ঞান এর দ্বারা সমগ্র বিশ্বকে পথ দেখিয়েছেন এবং দেখাবে।
প্রচারে: VEDA
মন্তব্যসমূহ