সংশয় || Qualms || বৈদিক প্রশ্নোত্তর || Beauty of veda || Vedas
সংশয় || Qualms || বৈদিক প্রশ্নোত্তর || Beauty of veda || Vedas
🙏🕉️ নমস্কার 🕉️🙏
➡️ ভোরের আলোয় যেমন সকল অন্ধকার দূরীভূত হয়ে আলোকিত হয়ে উঠে তেমনি মনুষ্য তাহার জীবনে সনাতন ধর্মের আলোয় নিজেকে আলোকিত করে। এটা সত্য! মানুষ নাস্তিকতা বা ঈশ্বরের প্রতি বিশ্বাসহীন হয়ে বেঁচে থাকতে পারে এবং প্রগতি লাভ করতে পারে কিন্তু একজন ধার্মিক এর জীবন ততটাই সুশৃঙ্খল ও শ্রেষ্ঠত্ব পূর্ণ হয়ে উঠে যতটা একজন পথচারীর হাতে আলোর মশাল থাকলে তাহার চলার পথ সুগম হয়ে উঠে। রাত্রিকালীন সময়ে উভয় পথচারী গন্তব্যে পৌঁছতে ইচ্ছুক হলেও যাহার হাতে আলোর মশাল থাকে সে পথে হোঁচট না খেয়ে, সঠিক পথ অবলম্বন করে গন্তব্যে পৌঁছাতে পারে কিন্তু মশাল বিহীন ব্যক্তি তা পারে কি? সনাতন ধর্ম আমাদের জীবনে সে মশাল স্বরূপ যার আলোক জৌতি হলো পবিত্র বেদ ও বৈদিক শাস্ত্র সমূহের জ্ঞান এবং আমাদের লক্ষ্য বা গন্তব্য হলো মোক্ষ।
➡️ নিজেকে অন্ধকারে নিমজ্জিত রাখার মাঝে কোনো শ্রেষ্ঠত্ব নেই বরং নিজের মনে উত্থিত হওয়া প্রশ্ন বা সংশয় নিবারণ করার মাধ্যমে ব্যক্তি হতে পারে শ্রেষ্ঠ। জ্ঞানই সেই সকল সংশয় নিবারণ করতে পারে। একজন আদর্শহীন,মূল্যবোধহীন সংশয়ী কখনো আদর্শ সমাজ নির্মাণ করতে পারে না কারণ সে মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে পারে না। কিন্তু একজন প্রকৃত ধার্মিক নিজে মানুষ হয়ে অন্যকে মানুষ হয়ে উঠার জন্য অনুপ্রেরণা দেয় ঋগ্বেদ, ১০/৫৩/৬। । সে কাহারো প্রতি বিদ্বেষ বা হিংসায় লিপ্ত হয় না কারণ সে জানে এ বিশ্ব হলো একটি পরিবার (বসুধৈব কুটুম্বকম) । সকলে মানবে সে কখনো বিভেদ দেখে না কারণ সে সকলে সমদৃষ্টি সম্পন্ন হয়। তার নিকট সকলে অমৃতের সন্তান (ঋগ্বেদ ১০/১৩/ । একজন ধার্মিক এর নিকট সকলে ভাই, কেউ ছোট বড় নয় (ঋগ্বেদ ৫/৬০/৫)। তাহার নিকট কর্ম সকল প্রচেষ্টার মূল কারণ সে যানে তার এক হাতে রয়েছে কর্ম এবং অপর হাতে বিজয় (অথর্ববেদ ৭/৫০/৮)। একজন ধার্মিক মনুষ্য কর্মে লিপ্ত হয় শুধু দায়িত্ব পালন করার জন্য, সে সেই কর্মের ফল কি হবে তা নিয়ে আসক্ত নয়। কারণ সে শাস্ত্রজ্ঞ হওয়ায় সে জানে কর্মে তাহার অধিকার, কর্মফলে তাহার কোনো অধিকার নেই(শ্রীমদ্ভগবদগীতা ২/৪৭📖🕉️)। ধার্মিক সর্বদা প্রাণী মাত্রেরই সুখ ও সমৃদ্ধি কামনা করে (অথর্ববেদ ১৯/৭/৭) তাহার নিকট সকলে প্রাণ। একজন ধার্মিক কখনো কাউকে নিজের মত করে দলভারী করার প্রয়াস করে না বরং সে সকলকে আর্য অর্থাৎ শ্রেষ্ঠ করে তোলার চেষ্টা করে(ঋগ্বেদ ৯/৬৩/৫)। একজন ধার্মিক এর নিকট প্রকৃতি বড়ই আপন, নিজ মাতৃসম তাই সে প্রকৃতিকে দূষিত করা থেকে বিরত থেকে প্রকৃতির যত্ন করে (অথর্ববেদ ১৯/৭/৭) । ধার্মিক সে নিজ জন্মভূমির প্রতি দায়বদ্ধ এবং সর্বদা তার সেবায় নিয়োজিত কারণ সে অবগত নিজ মাতৃভূমি স্বর্গের চেয়েও মহান (অথর্ববেদ ১২/১/৬)। সে জ্ঞান অর্জনে সর্বদা সচেষ্ট কারণ এ জগৎে জ্ঞানই শক্তি এবং তাহার সদৃশ পবিত্র আর কিছুই নেই (শ্রীমদ্ভগবদগীতা৪/৩৮)।
➡️ সর্বোপরি, সে ধার্মিক/আর্য/অমৃতের সন্তান আপনি আমি। সে জ্ঞানের মশাল দিয়ে আমাদের অন্ধকার রাত্রি পথ পের হতে হবে এবং লক্ষ্যে পৌঁছাতে হবে। কারণ আমাদের অন্ধকার থেকে অমৃতের দিকে ফিরে আসতে হবে (বৃহদারণ্যক উপনিষদ্:১/৩/২৮)। তাই আসুন বৈদিক শাস্ত্র সমূহের অমৃত জ্ঞান অর্জন করে শ্রেষ্ঠ হয়ে উঠি।
প্রচারে:- VEDA
মন্তব্যসমূহ