মনুসংহিতা ও নারী


=[] মনুসংহিতা ও নারী []=

নমস্কার সকল অমৃতের সন্তানগণ 🕉️🙏।

নারী সর্বদা সম্মানিত এবং মর্যাদার আসনে আসীন। পৃথিবীতে যে জাতি নারীকে দিয়েছে সর্বোচ্চ মর্যাদা সে জাতি তৈরি করেছে সফলতা ও উন্নতির অগ্নিপথ। কারণ অগ্নিকন্যারা সে সফলতার অগ্নিরথের চালক। সেজন্য, পবিত্র বেদ নারীকে বলা হয়েছে, 

"উপোপ মে পরা মৃশ মা মে দভ্রাণি মন্যথাঃ।
সর্বাহমস্মি রোমশা গন্ধারীণামিবাবিকা"।।
- ঋগ্বেদ ১/১২৬/৭

 অর্থাৎ, রাজা যেমন রাজ্যের শাসনকর্তা হয়, রাণী তেমনি রাজ্যের রক্ষাকারিণী হয়, নারী সর্বপ্রকার গুণবতী হয়, নারীর কর্মক্ষমতাকে ছোট করে দেখো না, তার গুণ ও কর্মকে বিবেচনায় নাও।

পবিত্র বেদ সনাতন ধর্ম শাস্ত্রের মধ্যে প্রধান ধর্মগ্রন্থ। সকল শাস্ত্র সিদ্ধান্ত নেওয়ার জন্য পবিত্র বেদ মান্যতা প্রয়োজন হয়। নারী প্রতি শ্রেষ্ঠ সম্মান এবং মর্যাদা পবিত্র বেদ এ উল্লেখিত রয়েছে। কিন্তু পবিত্র বেদ ব্যতীত আরেকটি গ্রন্থে সর্ববিজয়া, জ্ঞানের ধারক নারীকে নিয়ে রয়েছে বিশদ আলোচনা। সে অসাধারণ ন্যায়শাস্ত্রের নাম মনুসংহিতা। বর্তমান সময়ে মনুস্মৃতি নিয়ে জনমনে রয়েছে সংশয়, দ্বিধা এবং দ্বন্দ্ব। কিন্তু এসকল ধারণা শুধুমাত্র অজ্ঞানতা থেকে উদ্ভূত। সেজন্য, আমাদের আলোর সন্ধানের জন্য অন্ধকার থেকে মুক্ত হতে হবে। 

মনুস্মৃতিতে নারীর প্রতি মর্যাদা : 

➡️ মনুস্মৃতির ৩য় অধ্যায়ের ৫৬তম শ্লোক শ্রবণ করলে আমাদের নিকট মনুস্মৃতিকে হয়তো নারীবাদী কোনো গ্রন্থ মনে হতে পারে। কিন্তু ইহা সত্য। মনুস্মৃতির মাঝে এরুপ বাণী ছড়িয়ে দিয়েছেন মহর্ষি মনু। 

"য়ত্র নার্য়্যস্ত পূজ্যন্তে রমন্তে তত্র দেবতাঃ।  
য়ত্রৈতাস্তু ন পূজ্যন্তে সর্বাস্তত্রাফলাঃ ক্রিয়াঃ"।।
 - মনুস্মৃতি ৩/৫৬ 

অর্থাৎ, যেখানে নারীদের যথাযথ শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা হয়, সে সমাজ দিব্য গুণ তথা দিব্য ভোগ (উত্তরোত্তর সমৃদ্ধি) লাভ করে। যে সমাজে নারীদের যোগ্য সম্মান করে না, তারা যতই মহৎ কর্ম করুক না কেন, তার সবই নিষ্ফল হয়ে যায়। 

➡️ বর্তমান সময়ে আমরা সকলে গৃহে নারীর প্রতি অমর্যাদাকর আচরণ, শারীরিক নির্যাতন কিংবা অবহেলা প্রত্যক্ষ করে থাকি। কিন্তু মহর্ষি মনু তাহার শাস্ত্রে গৃহে অবস্থানরত পিতা বা ভাই বা পতির প্রতি দিয়েছেন নারীর প্রতি সম্মান প্রদর্শনের নির্দেশনা। 

"তস্মাদেতাঃ সদা পূজ্যা ভূষণাচ্ছাদনাশনৈঃ। ভূতিকামৈর্নরৈর্নিত্যং সৎকরেষূউসর্বেষু চ"।। 
  - মনুস্মৃতি৩/৫৯

অর্থাৎ, একজন পিতা, ভাই, পতি যারা ঐশ্বর্য কামনা করে, তারা স্ত্রীলোকদের সম্মান প্রদর্শন তারাপ্রসন্ন রাখবে এবং পোশাক ও খাদ্য দ্বারা আবৃত রাখবে। স্ত্রী জাতিকে সর্বদা পবিত্র হিসেবে গভীরভাবে শ্রদ্ধা করবে।  

এবং মহর্ষি মনু এরুপ উল্লেখ করেছেন নারীর সুখেই সংসার সুখী হয় এবং নারীর অসুখে পরিবার বিনষ্ট হয়।  

"শোচন্তি জামযো যত্র বিনশ্যত্যশু তত্ কুলম
ন শোচন্তি তু যত্রৈতা বর্ধতে তদ্ধি সর্বদা"।
- মনুস্মৃতি ৩/৫৭

অর্থাৎ, যে পরিবারে পুরুষের অপকর্মের জন্য নারীরা অসুখী হয় সেই পরিবার ধ্বংস হতে বাধ্য। এবং যে পরিবারে নারী সদস্যরা সুখী সে পরিবারে সর্বদা সুখ সমৃদ্ধি বিরাজ করে।

➡️ মনুস্মৃতিতে নারীই কল্যাণ ও সৌভাগ্যের ধারক: 

"স্ত্রীলোকেরা নতুন প্রজন্ম বা উত্তরসূরির জন্ম দেয় ও পালন করে। তারা সৌভাগ্য ও আশীর্বাদ বয়ে আনে। তারাই গৃহের শ্রী"।৷  - মনুসংহিতা ৯/২৬

"মাতৃরূপে, কন্যারূপে, স্ত্রীরূপে, ভগ্নীরূপে কিংবা ধর্মকর্মে অংশীদাররূপে নারীই সকল কল্যাণের মূল উৎস"। - মনুসংহিতা ৯/২৮

"সহস্র পিতার চেয়ে একজন মাতার গৌরব বেশি"
- মনুস্মৃতি: ২/১৪৫

➡️ মনুস্মৃতিতে নারীর প্রতি অন্যায়ের শাস্তির বিধান: 

 "পুরুষাণাং কুলীনানাং নারীণাং.... হরণে বধং অর্হতি"।। - মনুস্মৃতি-৮/৩২৩

অর্থাৎ, নারী অপহরণকারীদের মৃত্যুদণ্ড হবে। 

" পরদারাভিমর্ধেষু প্রবৃত্তান্নৃন্মহীপতিঃ। উদ্বেজনকরৈর্দন্ডৈশ্চিহ্নয়িত্বা প্রবাসয়েৎ" 
 -মনুস্মৃতি- ৮/৩৫২ 

অর্থাৎ, যারা নারীদের ধর্ষণ করে বা উত্ত্যক্ত করে বা ব্যভিচারে প্ররোচিত করে, তাদের এমন শাস্তি দিতে হবে যাতে তা অন্যদের মধ্যে ভীতি সঞ্চার করে এবং কেউ তা করতে আর সাহস না পায়।

"পশুমাংসং দাহয়েৎ পাপং শয়নে তপ্ত আয়সে।
অভ্যাদধ্যুশ্চ কাষ্ঠানি তত্র দহ্যেত পাপকৃৎ।।"
--(মনুস্মৃতি--- ৮।৩৭২,বিশুদ্ধ -৮/২১৭)--
.
অনুবাদঃ সেই রূপে যে পুরুষ তাহার স্ত্রীকে পরিত্যাগ করিয়া পরস্ত্রী বা বেশ্যাগমন করে বা অন্য স্ত্রীলোককে ধর্ষণ করে, সেই পাপীকে উত্তপ্ত লৌহ পালঙ্কে শায়িত করিয়া বহুলোকের সম্মুখে জীবিত অবস্থায় ভস্মীভূত করিবে।

সনাতন ধর্মে নারীর মর্যাদা সর্বোচ্চ। ইতিহাস প্রমাণ দেয়, নারী মর্যাদা রক্ষার্থে মহাভারতের যুদ্ধ কিংবা মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম এর লঙ্কা বিজয় সাহসীকতার সাথে লড়াইয়ের। সনাতনে নারী দেবীর স্থানে বিরাজিত। তাই হে অমৃতের সন্তানগণ! নিজ শাস্ত্র অধ্যয়ন করে সকল সংশয় দূর করে এগিয়ে আসুন। 

=[]পর্ব ০১[]=

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

🔸সনাতন ধর্ম ও নারী 💐

সনাতন ধর্মে কি গোমূত্র পানের উল্লেখ রয়েছে ⁉️

▪️একাদশী" কি শাস্ত্র সম্মত ❓