উপবেদ
নমস্কার সকল অমৃতের সন্তানগণ। বৈদিক অমৃত জ্ঞান প্রচারে নিয়োজিত VEDA পেজ এ আপনাদের স্বাগতম। সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ পবিত্র বেদ চারভাগে বিভক্ত। ধর্মের প্রধান ধর্মগ্রন্থ চতুর্বেদ অপৌরুষেয় এবং অমৃত জ্ঞান সমৃদ্ধ। তবে সনাতন ধর্ম শাস্ত্রে পবিত্র বেদ ব্যতীত আরো বিভিন্ন বিষয়ক গ্রন্থ রয়েছে। যা উপবেদ নামে পরিচিত। উপবেদ জ্ঞানের বিভিন্ন শাখা নিয়ে জ্ঞানী ব্যাক্তিদের কর্তৃক রচিত গ্রন্থ । উপবেদ চারভাগে ভাগে বিভক্ত- আয়ুর্বেদ: আয়ুর্বেদ চিকিৎসাবিজ্ঞান সম্পর্কিত অসাধারণ এক শাস্ত্র। দেহ বিভিন্ন রোগ নিরাময়, সুস্বাস্থ্যের কৌশলসহ বহু শারীরিক বিষয় সম্পর্কে আলোচনা রয়েছে এই গ্রন্থে। যেমন-চরক সংহিতা,সুশ্রুত সংহিতা । ধনুর্বেদ: বর্তমান কিংবা প্রাচীন সময়ে সামরিক কৌশল বা যুদ্ধ সমভাবে গুরুত্বপূর্ণ। পবিত্র বেদ এর উপদবেদ ধনুর্বেদ এ আলোচনা করা হয়েছে সেই সকল রণকৌশল, শাসকের কর্তব্য, নাগরিক অধিকার ও দায়িত্ব এবং কূটনৈতিক সম্পর্ক বিষয় সম্পর্কে। গন্ধর্ববেদ: সঙ্গীত শুনে যেকোনো ব্যক্তির মন আন্দোলিত হয় না এরুপ ব্যক্তি খুঁজে পাওয়া কঠিন। সনাতন ধর্ম শাস্ত্র সঙ্গীতের চর্চা ও প্রসারের ভূ...