পোস্টগুলি

ফেব্রুয়ারী, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

যজ্ঞোপবীত মাহাত্ম্য

ছবি
"যজ্ঞোপবীত মাহাত্ম্য" নমস্কার! সকল অমৃতের সন্তানগণ। 🙏🚩 📜 মনুষ্য জন্ম গ্রহণ করে এবং বৃদ্ধি লাভ করে। সে জ্ঞান অর্জন করে, ন্যায়-অন্যায়, কর্তব্য ও অকর্তব্য এর বিষয় সিদ্ধান্ত নিতে সমর্থ হয়। তবে, মনুষ্য জন্মলাভ করে যেমন কিছু অধিকার প্রাপ্ত হয়, তেমনি সে কিছু ঋণের বন্ধনে আবদ্ধ হয়। যজ্ঞোপবীত মনুষ্যকে সেই ঋণের কথা স্মরণ করিয়ে দেয়। বৈদিক শাস্ত্র অনুসারে ষোড়শ সংস্কারের ১০ম সংস্কারের উপনয়ন এর মাধ্যমে শিষ্যকে গুরুর সাহচর্যে শিক্ষাগ্রহণ করে বিদ্বান ব্যক্তিতে পরিণত হয়।  এই সংস্কারের মাধ্যমে গুরু তার শিষ্যকে যজ্ঞোপবীত দিয়ে দীক্ষিত করেন। ➡️ পিতৃঋণ : মনুষ্যের প্রথম ঋণ পিতা মাতার নিকট যাঁরা তাকে জন্ম দিয়েছে। যজ্ঞোপবতীতের প্রথম সূত্র ধারণকর্তাকে 'পিতৃঋণ' এর কথা স্মরণ করিয়ে দেয়।  সেজন্য,  যজ্ঞোপবীত ধারণ করার সময়ে আমাদের পিতা-মাতার প্রতি দায়িত্বের কথা স্মরণ করায়।  ➡️ আচার্যঋণ: মনুষ্যের দ্বিতীয় ঋণ সেই পথপ্রদর্শক আচার্যের নিকট। যজ্ঞোপবীতের দ্বিতীয় সূত্র 'আচার্যঋণ' এর কথা স্মরণ করায়। কারণ, গুরুই শিষ্যকে তাহার প্রকৃত স্বরুপকে চিনতে এবং জীবনে শ্রেষ্ঠ ব্যক্তি হতে সহায়তা কর...