পোস্টগুলি

মে, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

"জ্ঞানেই মুক্তি, জ্ঞানেই সফলতা"

ছবি
"জ্ঞানেই মুক্তি, জ্ঞানেই সফলতা" নমস্কার সকল অমৃতের সন্তানগণ! জগৎ তার আপন ধারায় অগ্রসরমান। নদীর প্রবহমান জল যেমন তার পূর্ববর্তী স্থানে ফিরে আসে না, তেমনি প্রবহমান সময় একবার অতিবাহিত হলে তা আর ফিরে আসে না। সনাতন বৈদিক সভ্যতা গড়ে উঠেছিল সেই সময়ের পরিক্রমায় প্রাচীন ঋষি ও অমৃতের শ্রেষ্ঠ সন্তানদের স্বীয় প্রজ্ঞা ও কর্ম দ্বারা। কারণ, তাদের চেতনা গড়ে উঠেছিল জ্ঞানকে কেন্দ্র করে। জ্ঞানই একজন মনুষ্যকে শ্রেষ্ঠ হিসেবে গড়ে তোলে। সেজন্য, শ্রীমদ্ভগবদগীতায় যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন,   " ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে।  - শ্রীমদ্ভগবদ্গীতা ৪/৩৮ অর্থাৎ, এই জগতে জ্ঞানের সমান পবিত্রকারী নিঃসন্দেহে কিছুই নেই। পৃথিবীর ইতিহাস বহু সভ্যতা বহু অত্যাশ্চর্য নির্মাণ কিংবা কৃতিত্বের জন্য চিরস্মরণীয় হয়ে আছে। কিন্তু সেই সকল সভ্যতা আজ ধূলিকণার সাথে সুদূর অতীতের কোণে ঠাঁই নিয়েছে। কিন্তু কিছু জাতি,সভ্যতা, আদর্শ আজও তাদের জ্ঞানের জ্যোতি দ্বারা জগৎকে দিশা দেখিয়ে চলেছে। যা মূখ্যত জ্ঞানের বিকাশ ও তার গুরুত্বকে প্রায়োগিক প্রমাণ করে।  আমরা সনাতনী, আমরা হিন্দু, আমরা আর্য বহুবিধ পরিচয়ে আম...