"তুলসী ও ঔষধিগুণ"
"তুলসী - Holy Basil" তুলসী সনাতনীদের নিকট অতি পরিচিত অসামান্য গুণসম্পন্ন এক নাম। বহুবিধ গুণসম্পন্ন হওয়া তুলসীকে কুইন অব হার্বস বলা হয়ে থাকে। ইহার বৈজ্ঞানিক নাম: Ocimum Sanctum যা একটি ঔষধিগাছ। তুলসী অর্থ যার তুলনা নেই। তুলসী গাছ লামিয়াসি পরিবারের অন্তর্গত একটি সুগন্ধী উদ্ভিদ। বেদের অন্তর্গত উপবেদ - আয়ুর্বেদ এ তুলসী বিবিধ ব্যবহার সম্পর্কে বলা হয়েছে। সেজন্য সনাতনীদের নিকট এটি একটি পবিত্র উদ্ভিদ হিসাবে সমাদৃত। চরকসংহিতায় 'বিষ্ণুপ্রিয়া' হিসেবে সম্বোধন করা হয়েছে এই অসাধারণ ঔষধিগাছকে। আজ এই বিশেষ দিবসে তাই তুলসীপাতার উপকারিতা সম্পর্কে জানার প্রয়াস করি। ✍️সর্দি-কাশির মহৌষধ:- শিশু থেকে শুরু করে যেকোনো বয়সের মানুষের ঠান্ডা, সর্দি-কাশির ক্ষেত্রে তুলসী পাতা মহৌষধ। বাচ্চার সর্দি-কাশি থাকলে আধা চা–চামচ মধুর সঙ্গে তুলসী পাতার রস মিশিয়ে খাওয়ালে কাশি কমে যাবে। বুকে কফ বসে গেলে সকালবেলা এক গ্লাস পানিতে করুন, আরাম পাবেন। তুলসী পাতা ফুটিয়ে গড়গড়া করলে গলাব্যথায় আরাম পাওয়া যায়। ✍️মানসিক চাপ দূরীকরণে:- বেশির ভাগ দেশে তুলসীকে মানসিক চাপমুক্ত করার একটি ...