ধর্মান্তরের পূর্বে নিজেকে প্রশ্ন করেছেন কি ⁉️


ধর্মান্তরের পূর্বে নিজেকে প্রশ্ন করেছেন কি ⁉️

ধর্ম মোদের পরম আশ্রয়স্থল। সত্য, সুন্দর, ন্যায় এর মার্গ হলো ধর্ম। কামনা, লোভ, ভয়ে ভীত হয়েও ধর্মকে ত্যাগ করা কদাপি উচিত নয়। কারণ, ধর্মকে যে রক্ষা করে, ধর্মই তাকে রক্ষা করে। ধর্ম সে প্রকাশিত সূর্যের ন্যায় যে সদা প্রকাশিত, আলোকদায়িনী ও কল্যাণপ্রদ। তবে একজন মনুষ্য কি রুপে তাহার ধর্মত্যাগ করতে পারে ⁉️

বর্তমান সময়ে এসে কামনা, লোভ কিংবা ভয়ে ভীত হয়ে ধর্মত্যাগ বা ধর্মান্তর ক্রমশ বৃদ্ধি পেয়েছে। তবে সে ধর্মত্যাগকারী ভ্রষ্টগণ এই হীন কার্য করবার পূর্বে কি একবারও নিজেকে প্রশ্ন করেছেন, যে কি কারণে সে ধর্মত্যাগ করছে কিংবা সে কি সত্যি সদর্থক সিদ্ধান্ত গ্রহণ করেছে। 

সেজন্য, সংশয়ী ভ্রাতা-ভগিনীগণদের উদ্দেশ্য আজ ধর্মত্যাগের পূর্বে দর্পণ এর সম্মুখে দাঁড়িয়ে নিজেকে ০৩টি প্রশ্ন করার জন্য অনুরোধ থাকবে।

১. ধর্মের স্বরূপ কি ⁉️
২. সত্য সনাতন এর সিদ্ধান্ত যৌক্তিক নাকি বেদবিরুদ্ধ মত এর সিদ্ধান্ত যৌক্তিক 
৩. সনাতনীদের সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে সত্যি অবগত কি না। 

নিজেকে এই ০৩ প্রশ্নের সম্মুখীন করুন। সত্যকে উদঘাটন করুন, অন্ধকার থেকে আলোতে প্রত্যাবর্তন হোক এই সত্যান্বেষী হৃদয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

🔸সনাতন ধর্ম ও নারী 💐

সনাতন ধর্মে কি গোমূত্র পানের উল্লেখ রয়েছে ⁉️

▪️একাদশী" কি শাস্ত্র সম্মত ❓