"শ্রীকৃষ্ণ ও বন্ধুত্ব"
"শ্রীকৃষ্ণ ও বন্ধুত্ব" বন্ধুত্ব এই শব্দের মধ্যে রয়েছে একরাশ বিশ্বাস, আস্থা। রক্তের সম্পর্কে বাইরে আমরা যে সম্পর্কের চয়ন নিজে করি, তা হলো বন্ধুত্ব। একজন প্রকৃত বন্ধু সর্বদা নিজের জন্য যা ভাবে, অপর বন্ধুর জন্য তেমনি চিন্তা করে। সেজন্য, জীবনে বন্ধুত্বের গুরুত্ব অপরিসীম। সেজন্য, Thomas Aquinas বলেছিলেন, "There is nothing on this earth more to be prized than true friendship." – Thomas Aquinas "এই পৃথিবীতে সত্যিকারের বন্ধুত্বের চেয়ে মূল্যবান কিছু নেই।" তবে বন্ধুত্ব কখনো স্বার্থ কিংবা প্রয়োজনের জন্য হওয়া উচিত নয়। কারণ, নিঃস্বার্থ বন্ধুই সর্বদা হিতকারী। একজন প্রকৃত বন্ধু কখনো অপর বন্ধুকে অন্ধভাবে সমর্থন করে নাহ বরং তাহার জন্য মঙ্গল ও সঠিক পথের পথ নির্দেশক। যেরুপ পথনির্দেশক ছিলেন, যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। কখনো রাজসিংহাসনে থেকে দরিদ্র সুদামাকে জড়িয়ে ধরে বন্ধুত্বের দৃষ্টান্ত স্থাপন করা কিংবা রথের চালক হয়ে মিত্র অর্জুনকে যুদ্ধ ও জীবন উভয় স্থানে অজেয় করে তোলা মধ্যে প্রকৃত বন্ধুর মতো কর্তব্য পালন করার দৃষ্টান্ত যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যেই লক্ষণীয়। ভগবান শ্রী...