⚡বৈদিক শাস্ত্রমতে সরস্বতী কে ?


⚡বৈদিক শাস্ত্রমতে সরস্বতী কে ? 

উত্তর :- বৈদিক শাস্ত্রমতে পরমেশ্বরের একটি গুণবাচক(সর্বজ্ঞানী) নাম সরস্বতী।

ব্যাকরণগত বিশ্লেষণে :- সরস্বতী অর্থ "সরো বিবিধ জ্ঞানং বিদ্যতে যস্যাং সা সরস্বতী"
অর্থাত্‍,যিনি সমগ্র বিশ্বকে দেখেন,দর্শনীয় করান,যিনি সকল শোভার শোভা,যিনি বেদাদী শাস্ত্র,ধার্মিক বিদ্বান এবং যোগীদের সাধনার একমাত্র লক্ষ্য তাঁর নাম সরস্বতী।

| পবিত্র বেদ এ বলা হয়েছে, 

🌸একা চেতত্ সরস্বতী নদীনাং শুচিৰ্যতী গিরিজঃ
আ সমুদ্ৰাত।
রায়শেতন্তো ভূবনস্য ভুরেঘৃতং পয়ো দুদুহে
নাহুষায়||🌸

🪴(ঋগবেদ ৭|৯৫|২)🪴

✍️অর্থাৎ:-
যেমন এক নদী পর্বত থেকে পবিত্র সমুদ্র পর্যন্ত যায়। সেই প্রকার (সরস্বতী) এক অদ্বিতীয় সর্বশ্রেষ্ঠ বেদ বাণী জ্ঞানোপদেষ্টা গুরু দ্বারা জনসমূহ রূপ সমুদ্র পর্যন্ত যায় সংসার এবং জগতের প্রভূত ঐশ্বর্য জ্ঞান করিয়ে মানুষ মাত্রকে প্রকাশময়, পান করার যোগ্য রসের তুল্য জ্ঞান রস বাড়ায়।🌱

🔎Run with #veda

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ