• সামনা সামনি যাজ্ঞবল্ক ও গার্গী,,,,সেদিন জনক রাজার মহাযজ্ঞে ------সর্বশ্রেষ্ঠ জ্ঞানী কে ❓

সামনা সামনি যাজ্ঞবল্ক ও গার্গী,,,,সেদিন জনক রাজার মহাযজ্ঞে ------সর্বশ্রেষ্ঠ জ্ঞানী কে? বিদেহ রাজা জনকের রাজসভা। সভাসদ ও আগত অজস্র ব্রহ্মজ্ঞানী ঋষি, ব্রাহ্মণদের উপস্থিতিতে সভা পরিপূর্ণ। মহাযজ্ঞ সমাপ্ত। এবার রাজা সভায় উপস্থিত শ্রেষ্ঠ ব্রহ্মবিদকে সোনা দিয়ে বাঁধানো শিঙওলা এক হাজার গাভী দান করবেন। "বলুন, জ্ঞানীজনেরা, আপনাদের মধ্যে ব্রহ্মিষ্ঠ কে? তাকে আমি গাভীগুলি দান করে পুণ্য অর্জন করতে চাই।" ঋষি, ব্রাহ্মণেরা নিশ্চুপ। ঐ মহতী সভায় কে দাবি করবেন, "আমিই শ্রেষ্ঠ ব্রহ্মবিদ"? আবার অপর কাউকে স্বীকৃতি দিতেও মন চায় না। সকল পন্ডিতই নিজের পান্ডিত্যে গর্বিত। অবশেষে উঠলেন যাজ্ঞবল্ক," মহারাজ, গাভীগুলি আমাকে দিন।" শোনা মাত্র রে রে করে উঠলেন বাকিরা, "আপনি নিজেকে সবার সেরা বলে দাবি করেন ?" যাজ্ঞবল্ক বললেন," না না। ব্রহ্মিষ্ঠকে আমি প্রনাম করি। আসলে গাভীগুলি আমার দরকার।" "বললেই হল দরকার? দরকার আমাদের সকলের। আপনি যদি গাভী নিতে চান তো আমাদের প্রশ্নের উত্তর দিয়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমান করুন।" দেখতে পাচ্ছেন সামান্য সোনার শিঙওলা হাজার গ...