☘️ আমাদের ধর্মে কি জাত-পাত ভেদাভেদ আছে ❓

☘️অনেকেই অনেক সন্দেহ প্রবণ হয়ে থাকেন, আমাদের ধর্মে কি জাত-পাত ভেদাভেদ আছে ❓

• প্রমাণ্য শাস্ত্র শ্রুতির আলোকে বলি, বিন্দুমাত্রও নেই। 

• যেখানে পরমাত্মার নিকটই সকলে সমান, সেখানে আমরা অনন্ত ব্রহ্মাণ্ডের একটি ক্ষুদ্রাংশের জীব হয়ে কিভাবে ভেদাভেদ করব?! 

"অজ্যেষ্ঠাসো অকনিষ্ঠাস এতে সং ভ্রাতরো বাবৃধুঃ" (ঋগ্বেদ ৫.৬০.৫)

পরমাত্মার নিকট কোন মানুষই বড় বা ছোট নয়। সকল মানুষই সমান এবং পরস্পরের ভ্রাতৃস্বরূপ।

"সমানো মন্ত্রঃ সমিতিঃ সমানী সমানং ব্রতং সহ চিত্তমেষাম্।
সমানেন বো হবিষা জুহোমি সমানং চেতো অভিসংবিশধ্বম্ "  (অথর্ববেদ ৬.৬৪.২)

অর্থাৎ তোমাদের চিন্তা-চেতনা এক হোক, তোমাদের মন এক হোক, তোমাদের সম্মেলন, আধ্যাত্মিকতা এক হোক, পান, ভোজন একসাথে হোক, সকলের লক্ষ্য এক হোক। 

"সং গচ্ছধ্বং সং বদধ্বং সং বো মনাংসি জানতাম্"
(ঋগ্বেদ ১.১৯১.২)

হে মনুষ্য! একসাথে চলো, একসাথে বলো, তোমাদের মন সমান বিচার-সম্পন্ন হোক।

তাই যারা জাত-পাত নিয়ে এখনো অহংকার ও অন্ধবিশ্বাসে ডুবে আছে তাদের ত্যাগ করা উচিত। 

ও৩ম্ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

🔸সনাতন ধর্ম ও নারী 💐

সনাতন ধর্মে কি গোমূত্র পানের উল্লেখ রয়েছে ⁉️

▪️একাদশী" কি শাস্ত্র সম্মত ❓