• প্রমাণ্য শাস্ত্র শ্রুতির আলোকে বলি, বিন্দুমাত্রও নেই।
• যেখানে পরমাত্মার নিকটই সকলে সমান, সেখানে আমরা অনন্ত ব্রহ্মাণ্ডের একটি ক্ষুদ্রাংশের জীব হয়ে কিভাবে ভেদাভেদ করব?!
"অজ্যেষ্ঠাসো অকনিষ্ঠাস এতে সং ভ্রাতরো বাবৃধুঃ" (ঋগ্বেদ ৫.৬০.৫)
পরমাত্মার নিকট কোন মানুষই বড় বা ছোট নয়। সকল মানুষই সমান এবং পরস্পরের ভ্রাতৃস্বরূপ।
পরমাত্মার নিকট কোন মানুষই বড় বা ছোট নয়। সকল মানুষই সমান এবং পরস্পরের ভ্রাতৃস্বরূপ।
সমানেন বো হবিষা জুহোমি সমানং চেতো অভিসংবিশধ্বম্ " (অথর্ববেদ ৬.৬৪.২)
অর্থাৎ তোমাদের চিন্তা-চেতনা এক হোক, তোমাদের মন এক হোক, তোমাদের সম্মেলন, আধ্যাত্মিকতা এক হোক, পান, ভোজন একসাথে হোক, সকলের লক্ষ্য এক হোক।
"সং গচ্ছধ্বং সং বদধ্বং সং বো মনাংসি জানতাম্"
(ঋগ্বেদ ১.১৯১.২)
হে মনুষ্য! একসাথে চলো, একসাথে বলো, তোমাদের মন সমান বিচার-সম্পন্ন হোক।
(ঋগ্বেদ ১.১৯১.২)
হে মনুষ্য! একসাথে চলো, একসাথে বলো, তোমাদের মন সমান বিচার-সম্পন্ন হোক।
তাই যারা জাত-পাত নিয়ে এখনো অহংকার ও অন্ধবিশ্বাসে ডুবে আছে তাদের ত্যাগ করা উচিত।
ও৩ম্ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ