ব্রাহ্মণ কাকে বলে Brahman kake bole Who is Brahmin #ব্রাহ্মণ কাকে বলে | #Brahman kake bole | Who is #Brahmin ?
পবিত্র বেদ মন্ত্র ও অন্যান্য ধর্ম গ্রহন্থের রেফারেন্স : 👍 👇👇👇👇👇
#পবিত্র বেদ ভাষ্য এবং বর্ণপ্রথা
সনাতনী সমাজের অধঃপতনের আরেক কারণ বর্ণপ্রথা। নামের শেষে টাইটেলের তকমা,আর সমাজ নিয়ন্ত্রন যেন এরাই করে।
আর কোথাও দেখতে পান বা না পান বিয়ের বাজারে টাইটেলের মুল্য কতখানি তা হারে হারে টের পাবেন!
আজ জেনে নিব, বেদভাষ্য মতে ব্রাহ্মণ কে??
যে ঈশ্বরের প্রতি গভীর ভাবে অনুরক্ত,অহিংস, সৎ, নিষ্ঠাবান, সুশৃঙ্খল, বেদ প্রচারকারী, বেদ জ্ঞানী, নিয়মিত বেদোক্ত অনুসারে ধ্যান যজ্ঞাদি কর্মে লিপ্ত, সে ব্রাহ্মণ।
ঋগ্বেদ ৭.১০৩.৭,৮,৯
ব্রহ্ম হি ব্রাহ্মণঃ
(শতপথ ব্রাহ্মণ ৫.১.১.১১)
অর্থাৎ, যিনি ব্রহ্মজ্ঞান সম্পন্ন, উত্তম কর্ম সম্পাদন কারী তিনিই ব্রাহ্মণ।
অধ্যাপনমধ্যয়নং যজনং যাজনং তথা।
দানং প্রতিগ্রহঞ্চৈব ব্রাহ্মণামকল্প্যত।।
(মনুসংহিতা ১.৮৭)
অর্থাৎ, অধ্যাপন,অধ্যয়ন, যজন, যাজন, দান ও প্রতিগ্রহ যারা করেন তারাই ব্রাহ্মণ।
শুধু বেদ নয়, গীতায় ও এ সম্পর্কে বলা হয়েছে,
শমো দমস্তপঃ শৌচং ক্ষান্তিরাজর্বমেম চ।
জ্ঞানং বিজ্ঞানমাস্তিক্যং ব্রহ্মকর্ম স্বভাবজ্ম।।
(গীতা ১৮.৪২)
অর্থাৎ শম(সংযম),দম, তপস্যা,শৌচ, ক্ষান্তি,সরলতা, জ্ঞান,বিজ্ঞান, ও আস্তিক্য এগুলো ব্রাহ্মণের স্বভাব উচিত।
গীতায় আবারো বলা হয়েছে,
চাতুরবর্ণং ময়া সৃষ্টং গুণকর্মবিভাগশঃ
অর্থাৎ, জন্ম বা কূল-বংশজোরে নয়, কর্ম ও গুনের ভিত্তিতেই বর্ণ নির্ধারিত হয়।
এছাড়াও মহাভারতে যুধিষ্ঠির কে প্রশ্ন করা হয়েছিল,
কিসে ব্রাহ্মণত্বের নির্ধারিত হয়? বংশে, বেদপাঠ, নাকি আচার্য এর কাছে শোনা বেদার্থবোধে?
তিনি উত্তর দিয়েছিলেন,
বংশ নয়, কূল নয়, নিয়ত বেদপাঠ এও অথবা গুরুর কাছে বেদার্থের ব্যাখা শুনেও ব্রাহ্মণত্ব তৈরি হয় না।
ব্রাহ্মণত্বের কারণ গুণ ও চরিত্র।
এছাড়াও মহাভারতে ভরদ্বাজ বলেছেন,
"ত্যাগ, তিতিক্ষা, দয়া, সমদৃষ্টি, সত্য, দান, ও অপরিগ্রহ এই সাতটি গুন যার মধ্যে থাকবে সেই ব্রাহ্মণ"।
তাহলে প্রিয় সনাতনী ধর্মাবলম্বীগন, আপ্নারা যারা নিজেদের ব্রাহ্মণের তকমা লাগিয়ে অপরকে ছোট করতে থাকেন তারা ভেবে দেখবেন উপরোক্ত গুন গুলি আপনার মাঝে আছে তো???
নমস্কার সবাইকে।