বিশ্ব বাবা দিবস ❣️


আজ বিশ্ব বাবা দিবস। ভাষা ভেদে শব্দ বদলায়। স্থান ভেদে বদলায় উচ্চারণ। তবে বদলায় না রক্তের টান। ইংরেজিতে যিনি ‘ফাদার’, বাংলায় তিনি ‘বাবা’। বিশ্ব বাবা দিবসে বিশ্বের সব বাবার প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।❣️


"বাবা"প্রতিটি সন্তানের চোখে প্রথম আদর্শের নাম। যার ব্যক্তিত্ব, সরলতা আকৃষ্ট করে প্রতিটি সন্তানকে। সন্তানের মাথার ওপর বটবৃক্ষের মতো ছায়ার নাম হলো  'বাবা'।

সন্তানের মুখের হাসি, সব আবদার পালনের জন্য জীবনের প্রায় সব কিছুই নির্দি্বধায় ত্যাগ করা, আদর-শাসন আর বিশ্বস্ততার নাম বাবা। বাবার তুলনা শুধু বাবাই। চির আপন, চিরন্তন এক সম্পর্কের  নাম হলো " বাবা"

মহাভারত শান্তিপর্বে বলা হয়েছে,,,,,,,,

महाभारत:

पिता भर्मः पिता स्वर्गः पिताहि परमान्तपः।
पितरि प्रीतिमापन्ने सर्बाः प्रीयन्ति देवताः।।


{महाभारत:- शान्तिपर्व २०६/२१}

পিতা ধর্ম্মঃ পিতা স্বর্গঃ পিতাহি পরমান্তপঃ।
পিতরি প্রীতিমাপন্নে সর্বাঃ প্রীয়ন্তি দেবতাঃ।।

বঙ্গানুবাদ:-পিতা ধর্ম স্বরূপ, পিতা স্বর্গ স্বরূপ এবং পিতাই পরম তপস্যা স্বরূপ। সুতরাং পিতার প্রীতি লাভ করলেই সমস্ত দেবতাই প্রীত হন।

{মহাভারত– শান্তিপর্ব ২০৬/২১ }

"বাবা" সন্তানের মাথার ওপর বৃক্ষের ছায়ার মতো, যার স্নেহ অবারিত ধারায় শুধু ঝরতেই থাকে। শিশু সন্তানের কচি হাতটি যখন বাবার হাতটি আঁকড়ে ধরে হাঁটতে থাকে তখন তাদের এ অটুট সম্পর্ক জানান দেয়।

আমাদের প্রত্যেকের কর্তব্য নিজের জন্মদাতা বাবাকে  যথাযথ সন্মান প্রর্শন করা ।

✍️হৃদয়  সূত্রধর 
ও৩ম্ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন