বিশ্ব সঙ্গীত দিবস। 🎵



বিশ্ব সঙ্গীত দিবস। 🎵

গানের মাঝেই প্রাণের সুর বাঁধা আছে। গানে গানে যেকথা সহজে বলে দেওয়া যায়, তা কথ্য ভাষায় ব্যক্ত করা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। একটা গান এক বীতশ্রদ্ধ জীবনকে সুন্দরের পথ দেখায়।

সেই সঙ্গীত সপ্তসুর পবিত্র সামবেদ থেকেই এসেছেঃ

বিশ্বের প্রথম সঙ্গীত বিদ্যার শ্রাস্ত্রঃ-
প্রাচীনতম হওয়ার কারণে সামবেদ কেবই ভারতেই নয়, বরং সমগ্র বিশ্বের সংগীত শ্রাস্ত্রের মূলস্রোত।  সেজন্যই এটিকে “সঙ্গীতবেদ” এবং এর উপবেদকে “গন্ধর্ববেদ” বলা হয়।  সামবেদে দুই প্রকারের গেয় ছন্দ-গাথা ও প্রগাথা এবং সাত গেয় স্বর সমূহের প্রয়োগ রয়েছে॥ সেই সাত গেয় স্বর হল-ষডজ,ঋষভ,গার্ন্ধব, মধ্যম, পঞ্চম, ধৈবত এবং নিষাদ॥  সেই স্বর আজ ও সঙ্গীত শ্রাস্ত্রে “সা, রে.গা,মা,পা,ধা,নি”-এসব সংক্ষিপ্তরূপে প্রচলিত এবং প্রসিদ্ধ রয়েছে ।।
সুতারাং সঙ্গীত শ্রাস্ত্রের সপ্তসুর পবিত্র সামবেদ থেকেই এসেছে।।

ও৩ম্ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

🔸সনাতন ধর্ম ও নারী 💐

সনাতন ধর্মে কি গোমূত্র পানের উল্লেখ রয়েছে ⁉️

▪️একাদশী" কি শাস্ত্র সম্মত ❓