নমস্কার আর নমস্তের মধ্যে পার্থক্য ❓



"নমস্তে" শব্দটি সংস্কৃত শব্দ । 'নম’ শব্দের অর্থ হল "নত হওয়া" / "শ্রদ্ধা" / "সম্মান" প্রদর্শন করা । যার সাথে ‘তে’ ধাতু যুক্ত হয় , এই 'তে' ধাতুর অর্থ হল "তোমাকে/আপনাকে" ।

তাহলে "নমস্তে" শব্দের সম্পূর্ণ অর্থটা হল "তোমার প্রতি শ্রদ্ধা/সম্মান রইলো" ।
আর ‘নমস্তে’ শব্দটির বাংলা অর্থ হল "তোমাকে/আপনাকে নমস্কার জানাই" ।
তাই যাঁরা শুধুমাত্র "নমস্কার" বলেন তাঁরা "নমস্তে"-র সম্পূর্ণ অর্থ প্রয়োগ করেন না ।

একমাত্র "নমস্তে" শব্দটিই সম্পূর্ণ , আর শুধু "নমস্কার" শব্দটি অর্ধপূর্ণ ।

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন