শুভ জন্মাষ্টমী 💐


 🪔শুভ জন্মাষ্টমী 🪔

🌿যেখানে সত্য, যেখানে ধর্ম, যেখানে লজ্জ্বা এবং যেখানে সরলতা থাকে, সেখানেই কৃষ্ণ থাকেন। আর যেখানে কৃষ্ণ থাকেন জয় সেখানেই থাকে।🌱

💐[মহাভারত -উদ্যোগ পর্ব  ৬৬/১]💐

যোগেশ্বর শ্রীকৃষ্ণের জন্ম তিথিতে সবাইকে শুভেচ্ছা 💐

🔸যোগেশ্বর শ্রীকৃষ্ণঃ

▪️শ্রীমদ্ভগবতগীতায় অর্জুনকে দেওয়া প্রতিটি উপদেশ তিনি নিজের জীবনের প্রতিটি ক্ষণে ক্ষণেই প্রয়োগ করেছিলেন। স্মরণ করছি আমার সর্বাপেক্ষা প্রিয় গীতার সেই শ্লোকটি-

🍂কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন।
মা কর্মফলহেতুর্ভূমা তে সঙ্গোহস্ত্বকর্মণি।।🍂
🌱(শ্রীমদ্ভগবদ্গীতা ২/৪৭)🌱

কেবল কর্মে তােমার অধিকার রয়েছেে, কর্মফলে নেই। কর্মের ফলের প্রতি যেন কখনও তােমার আসক্তি না হয়, আবার কর্মে অশ্রদ্ধাও যেন না হয়।

তিনিও তার জীবনে কেবল কর্ম করে গেছেন, ফলে আসক্তি তার ছিল না। কর্মে অশ্রদ্ধাও তার কখনো ছিল না। তিনি ছিলেন সর্বদা কর্তব্যপরায়ণ। 

🔸তিনি যেমন শত্রু ও অধার্মিকদের নাশ করেছেন, একইসাথে ধর্মের রক্ষা করেছেন, একইসাথে সংবেদনশীল, শান্তিপ্রিয়, কর্তব্যপরায়ণতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। শত সহস্র প্রণাম এই আর্যশ্রেষ্ঠ বীরকে যার জীবন জীবনে করা প্রতিটা কর্মই আমাদের কোনো না কোনো শিক্ষা দিয়ে গেছে। 

🔸শ্রীকৃষ্ণের আদর্শে অনুপ্রাণিত হোক সমগ্র ধরিত্রী

💐শুভ জন্মাষ্টমী 💐
▪️সবাইকে যোগেশ্বর শ্রীকৃষ্ণের জন্মতিথি/জন্মাষ্টমীর শুভেচ্ছা 💐

🖋️ হৃদয় সূত্রধর 
ও৩ম্ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন