যোগেশ্বর শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী 💐



🪔শুভ জন্মাষ্টমী🪔

💐যোগেশ্বর শ্রীকৃষ্ণের জন্মতিথি/জন্মাষ্টমীর শুভেচ্ছা 💐

🌼যোগেশ্বর শ্রীকৃষ্ণঃ

🪔কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন ।
মা কর্মফলহেতুর্ভূর্মা তে সঙ্গোহস্ত্বকর্মণি।।🪔  (গীতা ২/৪৭)

🌱অর্থঃ কৰ্মেই তোমার অধিকার, কৰ্মফলে কখনও তোমার অধিকার নাই। কৰ্মফল যেন তোমার কৰ্মপ্রবৃত্তির হেতু না হয় কৰ্মত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয়।🌱

 ▪️কেউ কর্ম না করিয়া ক্ষণকাল থাকিতে পারে নাঃ

🪔ন হি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্টত্যকর্মকৃৎ ।
কার্যতে হ্যবশঃ কর্ম সর্বঃ প্রকৃতিজৈর্গুণৈঃ।।🪔 (গীতা ৩/৫)

🌱অর্থঃ কেউ কখনো ক্ষণকাল কর্ম না করিয়া থাকিতে পারে না। কেননা, প্রকৃতির গুণে অবশ হইয়া সকলেই কর্ম করিতে বাধ্য হয়। 🌱

▪️কর্মফলের কথা চিন্তা না করে কর্ম করোঃঃ

🪔তস্মাদসক্তঃ সততং কার্যং কর্ম সমাচর ।
অসক্তো হ্যাচরন্ কর্ম পরমাপ্নোতি পুরুষঃ।।🪔 (গীতা৩/১৯)

🌱অর্থাৎ তুমি আসক্তিশূন্য হইয়া কর্ম সম্পাদন করো, অনাসক্ত হয়ে কর্মানুষ্ঠান করিলে পুরুষ পরমপদ (মোক্ষ) প্রাপ্ত হন।🌱

▪️যোগীঃ
🪔আত্মৌপম্যেন সর্বত্র সমং পশ্যতি যোহর্জুন। 
সুখং বা যদি বা দুঃখং স যোগী পরমো মতঃ।।🪔 (গীতা৬/৩২)

🌱 হে অর্জুন! যিনি সমস্ত জীবের সুখ ও দুঃখকে নিজের সুখ ও দুঃখের অনুরূপ সমানভাবে দর্শন করেন, আমার মতে তিনিই সর্বশ্রেষ্ঠ যোগী। 🌱

▪️যোগ যুক্ত অবস্থায় শ্রীকৃষ্ণ বলেছেনঃ

🪔ময্যাবেশ্য মনো যে মাং নিত্যযুুক্তা উপাসতে। 
শ্রদ্ধয়া পরয়োপেতাস্তে মে যুক্ততমা মতাঃ।।🪔 (গীতা ১২/২)

🌱অর্জুন! আমাতে মনকে একাগ্র করে, নিরন্তর আমাতে সংযুক্ত ভক্তগণ পরম-এর সঙ্গে সম্বন্ধ রেখে শ্রেষ্ঠ শ্রদ্ধার সঙ্গে যুক্ত হয়ে আমার ভজনা করেন, তাঁরাই আমার মতে অতি উত্তম যোগী।🌱

🪔অথ চিত্তং সমাধাতুং ন শক্নোষি ময়ি স্থিরম্।
অভ্যাসযোগেন ততো মামিচ্ছাপ্তুং ধনঞ্জয়।।🪔 (গীতা১২/৯)

🌱 হে ধনঞ্জয়! যদি তুমি স্থিরভাবে আমাতে চিত্ত সমাহিত করতে সক্ষম না হও, তা হলে অভ্যাস যোগের দ্বারা আমাতে প্রাপ্ত হতে ইচ্ছা কর🌱

▪️মহাভারতের শ্রীকৃষ্ণঃ                                                                              
🪔  সত্যেন রক্ষ্যতে ধর্মো, বিদ্যা যোগেন রক্ষ্যত্। মৃজয়া রক্ষ্যহ্র রূপং, কুলং বৃতুন রক্ষ্যত্।🪔

🌱সরলার্থ - সত্যের দ্বারা ধর্মের রক্ষা হয়। যোগের দ্বারা বিদ্যার রক্ষা হয় । পরিচ্ছন্ন থাকার দ্বারা রূপের (সৌন্দর্যের) রক্ষা হয় । এবং সদাচারের দ্বারা কুলের রক্ষা হয়ে থাকে  ল🌱

🌸[মহাভারত উদ্যোগ পর্ব ৩৪/৩৯]🌸

🌿যেখানে সত্য, যেখানে ধর্ম, যেখানে লজ্জ্বা এবং যেখানে সরলতা থাকে, সেখানেই কৃষ্ণ থাকেন। আর যেখানে কৃষ্ণ থাকেন জয় সেখানেই থাকে।🌱

💐[মহাভারত -উদ্যোগ পর্ব  ৬৬/১]💐

🔸শ্রীকৃষ্ণের আদর্শে অনুপ্রাণিত হোক সমগ্র ধরিত্রী

💐শুভ জন্মাষ্টমী 💐
▪️সবাইকে যোগেশ্বর শ্রীকৃষ্ণের জন্মতিথি/জন্মাষ্টমীর শুভেচ্ছা 💐

🖋️ হৃদয় সূত্রধর
ও৩ম্ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন