🙏🍁নমস্কার🍁🙏
🌼✍️পৃথিবী সত্যি আনন্দময়। এ ধরিত্রীর মাঝে সকলে আমরা প্রেমময় সম্পর্কে আবদ্ধ। একে অপরের প্রতি ভালোবাসার কারণে গড়ে উঠে কিছু সংস্কৃতি যা উক্ত সম্পর্ককে দেয় মজবুতি। এমনই একটি সংস্কৃতির নাম ভাতৃ দ্বিতীয়া। ভাই বোনের সম্পর্কে পৃথিবীতে অগ্নির মতোই পবিত্র। ভাই বোনের ভালোবাসা অটুট।
সে সম্পর্ককে সংস্কৃতি হিসেবে পালন করার অন্যনাম ভাতৃ দ্বিতীয়া।
🤝ভাতৃ দ্বিতীয়া:
কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে অর্থাৎ দীপাবলী উৎসবের দুই দিন পরে এই উৎসব অনুষ্ঠিত হয়। পশ্চিম ভারতে এই উৎসব ভাইদুজ নামেও পরিচিত। মহারাষ্ট্র,গোয়া ও কর্ণাটকে ভাই ফোঁটাকে বলে ভাইবিজ। এইসব অঞ্চলে ভাইবিজ একটি বর্ণময় অনুষ্ঠান এবং সেখানে এই উপলক্ষ্যে নানা পারিবারিক সন্মেলনের ও আয়োজন করা হয়।
শুভ ভাতৃ দ্বিতীয়ার স্তোত্র:-
" ভাইয়ের কপালে দিলাম ফোঁটা
যমের দুয়ারে পড়লো কাঁটা
যমুনা দেয় যমকে ফোঁটা
আমি দিই আমার ভাইদের ফোঁটা"
🌼✍️পৃথিবীতে ভাই বোনের প্রতি দায়িত্ব ও কর্তব্যের প্রতীক এমন উৎসব খুবই কম। তবে সনাতনধর্ম ও পবিত্র বেদ আমাদের যে উপদেশ দিয়েছে তা থেকে এমন সংস্কৃতির উৎস।
"মা ভ্রাতা ভ্রাতরং দ্বিক্ষণ্মা স্বসারমুতস্বসা।
সম্যঞ্চঃ সব্রতা ভূত্বা বাচং বদত ভদ্র্যয়া।।"
-অথর্ববেদ,৩/৩০/৩📖🌿
অর্থাৎ, ভ্রাতা ভ্রাতাকে দ্বেষ করিবে না।ভগ্নী ভগ্নীকে দ্বেষ করিবে না।তোমরা সকলে সম মতাবলাম্বী ও সম কর্মাবলম্বী হইয়া সৎভাবে বার্তালাপ করিবে।
🌼✍️ভাই বোনের ভালোবাসা সর্বদা অটুট থাকুক। ভাই ও বোন এক অপরের প্রতি হিংসা নয় ভালোবাসা পোষণ করবে। এমন শিক্ষা পবিত্র বেদ দেয়। বর্তমান বিশ্ব আজ যেন প্রতিহিংসার ভূমিতে পরিনত হয়েছে। ভাই ভাইকে শত্রু মনে করছে, বোন ভাইকে শত্রু হিসেবে গণ্য করছে। এমন পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে হলে পবিত্র বেদ এর উপদেশ মেনে চলতে হবে। তবে বিশ্ব ভাতৃত্ব বোধ ছড়িয়ে পড়বে।
প্রচারে: VEDA
🍁--------- ওঁ শান্তি শান্তি শান্তি ----------🍁