উত্তম শাসক


নমস্কার 

"A prince should combine both the qualities of a fox and a lion" - Machiavelli 

অনুবাদ: শাসককে হতে হবে শৃগালের মতো ধূর্ত এবং সিংহের মতো বলবান।   

📑✍️পৃথিবীতে আজ বহু দেশ নামক রাষ্ট্র ব্যবস্থায় বিভক্ত। কোথায় রাজতন্ত্র আবার কোথায়ও বা গণতন্ত্র। কিন্তু প্রত্যেক রাষ্ট্রের সরকার ব্যবস্থায় একজন শাসক রয়েছেন। তার দক্ষতা, গুণাবলি এর প্রভাবে একটি রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র হয়ে উঠে। অর্থাৎ, একটি উত্তম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজন একজন উত্তম সরকার বা শাসক। কিন্তু কি কি গুণাবলি একজন শাসকের হওয়া উচিত? বিভিন্ন দার্শনিক, রাজনীতিবিদ বিভিন্ন অভিমত ব্যক্ত করেছেন। যেমন, বিখ্যাত গ্রীক দার্শনিক প্লেটো একজন দার্শনিক রাজার স্বপ্ন দেখেছেন। কিন্তু প্রত্যেক মতবাদ হয়েছে সমালোচনার মুখোমুখি। কিন্তু পবিত্র বেদ অনুসারে একজন শাসকের প্রতি যেসব উপদেশ পরমাত্মা দিয়েছেন তা নিম্নে আলোচনা করা হলো: 

📑✍️শাসক কখনো স্বৈরাচারী হতে পারে না কারণ শাসক প্রজাকতৃক নির্বাচিত হয়ে থাকে। তাই শাসককে হতে জনগণের সেবক বা নেতা। যার নির্দেশ পবিত্র বেদ এ রয়েছে। 

🍂শাসক নির্বাচন:

"আ ত্বাহার্ষমন্তরেধি ধ্রুবস্তিষ্ঠা বিচাচলিঃ 
বিশ্বস্ত্বা সর্বা বাঞ্ছংতু মা ত্বদ্রাষ্ট্রমধিভ্রশৎ"  
-ঋগ্বেদ ১০/১৭৩/১📖🌿

অর্থাৎ, হে রাজন! তোমাকে আনিয়াছি, আমাদের মধ্যে এসো, স্থির থাকো, চঞ্চল হয়ো না।  তোমাকে সব প্রজারা চাহিতেছে। তোমার দ্বারা রাষ্ট্র যেন পতিত না হয়।

"ত্বাং বিশো বৃণতাং রাজ্যায় তামিমাঃ প্রদিশঃ পঞ্চ দেবীঃ।
বর্ম্মন্ রাষ্ট্রস্য ককুদি শ্রয়স্ব ততো ন উগ্রো বি ভজা বসুনি"।।  অথর্ববেদ ৩/৪/২📖🌿

অর্থাৎ, হে রাজন্! প্রজাগণ এবং পূর্ব-পশ্চিম-উত্তর -দক্ষিণ-উর্ধ্ব এই পাঁচ দিকের সামন্তরাজগণ 
রাজ্যের জন্য তোমাকে নির্বাচন করিতেছে। তুমি রাষ্ট্রের ঐশ্বর্যময় উৎকৃষ্ট স্থানে আশ্রয় গ্রহণ কর এবং বীরত্বের সহিত আমাদের ধন বিভাগ কর।

📑✍️প্রজা কতৃক নির্বাচিত শাসককে হতে হবে উত্তম। তাহার চরিত্র হবে সকলের জন্য হবে অনুসরণীয়। 

🍂উত্তম শাসকের গুণাবলি: 

"তাহি শ্রেষ্ঠ বর্চসা রাজানা দীর্ঘশ্রুত্তমা।
তা সৎ পতী ঋতাবৃধ ঋতাবানা জনে জনে"।।
-ঋগ্বেদ ৫/৬৫/২📖🌿

অর্থাৎ, শাসককে মহা তেজস্বী, অত্যন্ত জ্ঞানী, সুরক্ষক, সত্যের সহিত বর্ধ্বনশীল এবং প্রত্যেক সংঘে সত্যের প্রতিপালক হইতে হবে"। 

"ধৃতব্রতাঃ ক্ষত্রিয়া যজ্ঞ নিষ্কৃতো বৃহদ্বিবা অধ্বুরাণামভিশ্রিয়:।
অগ্নিহোতার ঋতসাপো অদ্রুহোহপো অসৃজন্ননু বৃত্রতূর্যে"।। - ঋগ্বেদ ১০/৬৬/৮📖🌿

অর্থাৎ, ব্রতনিষ্ঠ, যজ্ঞকর্তা, অত্যন্ত তেজস্বী, অহিংস কর্মা, অগ্নিহোত্রী, সত্যনিষ্ঠা, শঠতাহীন ক্ষত্রিয়রাই সম্মুখ সংগ্রামে কর্তব্য কর্ম সম্পাদন করিতে পারে। 
 
🍂উত্তম শাসকের কর্তব্য: 

"শগ্ধি পুর্ধি প্রযংসি চ শিশীহি প্রাস্যুদরম্। 
পুষন্নিহ ক্রতুং বিদঃ"।। - ঋগ্বেদ ১/৪২/৯📖🌿

অর্থাৎ, হে পোষক বীর! কর্ম ও বুদ্ধিকে লাভ কর, দেশোন্নতি করিতে সমর্থ হও, রাজকোষ পূর্ণ কর, অভাবগ্রস্থকে দান কর, অস্ত্রকে তীক্ষ্ণ কর এবং প্রজাদের উদর পূরণের ব্যবস্থা কর।

 "মা ত্বদ্রাষ্ট্রমধিভ্রশৎ"  -যজুর্বেদঃ ১২/১১📖🌿

অর্থাৎ, হে শাসক! তোমার মাধ্যমে যেন দেশের ক্ষতি না হয়।

📑✍️একজন শাসক তখনই তার রাজ কার্য সঠিকভাবে সম্পন্ন করবে যখন তার সভায় উত্তম ব্যক্তির অবস্থান থাকে। পক্ষপাতহীন হয়ে ব্যক্তির কর্ম ও মেধাকে সম্মান দিয়ে তাকে সহচররূপে রাখার উপদেশ পবিত্র বেদ দিয়েছে। 

"যে ধীবানো রথকারাঃ কর্ম্মারা যে মনীষিণঃ। 
উপস্তীন্ পর্ণ মহ্যং ত্বং সর্ব্বান্ কৃণ্বভিতো জনান্"।। 
অর্থববেদ ৩/৫/৬📖🌿

অর্থাৎ, হে প্রতিপালক রাজন! যাহারা বুদ্ধিমান, শকট নির্মাতা, লৌহ শিল্পী এবং মননশীল তাহাদিগকে চতুর্দিকে পোষণ কর।

"সপত্নক্ষয়ণো বৃষাভিরাষ্ট্রো বিষাসহিঃ।  
যথাহমেষাং বীরাণং বিরাজানি জনস্য চ"।।
অথর্ববেদ ১/২১/৬📖🌿

অর্থাৎ, যাহাতে শত্রুর বিনাশ করিয়া, বলবান হইয়া, সর্বদা বিজয়ী হইয়া রাষ্ট্রের সেবা করিতে পারি, বীর বৃন্দের মধ্যে এবং জনসাধারণের মধ্যে যাহাতে শির উচ্চ করিয়া থাকিতে পারি তাহার যত্ন করিব। 

📑✍️একজন শাসকের উত্তম গুণ দ্বারা যেমন রাষ্ট্র কল্যাণরাষ্ট্র হতে পারে তেমনি একজন স্বৈরাচারী শাসক এর দম্ভ এবং অত্যাচারের কারণে রাষ্ট্র ধ্বংসের দিকে ধাবিত হতে পারে। পবিত্র বেদ আমাদের সে বিষয় সতর্ক হওয়ার শিক্ষা দেয়। 

"তদ্বৈ রাষ্ট্রমাস্রবতি নাবং ভিন্নামিবোদকম্। 
ব্রাহ্মণং যত্র হংসন্তি তদ্রাষ্ট্রং হন্তি দুচ্ছুনাং"।।
- অথর্ববেদ ৫/১৮/৮📖🌿

অর্থাৎ, রাজার(শাসক) অত্যাচার রাষ্ট্রকে ধ্বংস করে যেমন জল জীর্ণ নৌকাকে নষ্ট করে। যেখানে জ্ঞানীদের উপর অত্যাচার হয় সে রাষ্ট্র  দুর্গতি প্রাপ্ত হইয়া বিনষ্ট হয়।

"রক্ষা মা কির্নো অঘশংস ঈশত মা নো দুশংস ঈশত।
মানো অদ্য গবাং স্তেনো মাহবীনাং বৃক ঈশত"।।
- অথর্ববেদ ১৯/৪৭/৬📖🌿

অর্থাৎ, হে প্রভু! আমাকে রক্ষা কর। কোন দুষ্ট পাপী আমার উপর যেন শাসনকার্য না চালায়। কোনো দুরাচারী যেন আমার উপর প্রভুত্ব করিতে না পারে। নিরীহ দরিদ্রদের উপর রাজা যেন ব্যগ্র না হয়। 

"যো নঃ পুষন্নঘো বৃকো দুঃশেব আদিদেশতি।
অপ স্ম তং পর্থো জহি"।। -ঋগ্বেদ ১/৪২/২📖🌿

অর্থাৎ, হে পুষ্টিদাতা প্রভু! যে ক্রুর সেবার অযোগ্য পাপী আমাদের উপর শাসনকার্য চালায় তাকে বহিষ্কার করো। 

📑✍️একজন শাসক একা কখনো দেশ বা স্বরাজ্যকে এগিয়ে নিয়ে যেতে পারে না। রাষ্ট্রের বিদ্বান, সভাসদ সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশ কল্যাণকর রাষ্ট্র তথা রাম রাজ্য হয়ে উঠে। এ বিষয়ে পবিত্র বেদ এর উপদেশ: 

"সভ্য চ মা সমিতিশ্চাবতাং প্রজাপতের্দুহিতরৌ সংবিধানে। 
যেনা সংগচ্ছা উপমাস শিক্ষাচ্চারু বদানি পিতরঃ সংগতেষু"।। অথর্ববেদ ৭/২১/১📖🌿

অর্থাৎ, লোকসভা ও রাষ্ট্রপরিষদ প্রজারক্ষক রাজার দুই দুহিতা সদৃশ। উভয় আমাকে রক্ষা করুক। উভয় সভাতেই প্রজার সম্মতির মিলন সংগঠিত হয়। রাজা এই দুই সভার সদস্যদের নিকট হইতে প্রজাদের সম্মতি জানিতে পারেন। হে প্রজারক্ষক সভাসদবৃন্দ!আমরা সকলে পক্ষপাতহীন বাক্য উচ্চারণ করিব। 

"আ যদ্ বামীয় চক্ষসা মিত্র বরং চ সূরয়ঃ।
ব্যচিষ্টে বহু পাষ্যে যতেমহি স্বরাজ্যে"।।
- ঋগ্বেদ ৫/৬৬/৬📖🌿

অর্থাৎ, হে মিত্র দূরদর্শী পুরুষগণ! আমরা সব বিদ্বানেরা মিলিয়া বিস্তৃত ও অনেকের সাহায্যে রক্ষার যোগ্য এই স্বরাজ্য ব্যবস্থার জন্য যত্ন করিব।

"যদজঃ প্রথমং সংবভুব স হ তৎ স্বরাজ্যমিয়ায়।
যস্মান্নান্যৎ পরমস্তি ভূতম"।। 
- অথর্ববেদ ১০/৭৩/১📖🌿

অর্থাৎ, যখন যে নেতা পূর্ব হইতেই সকলের সহিত সম্মিলিত হইয়া অগ্রসর হয় তখন সে নেতা স্বরাজ্য প্রাপ্ত হয়। এরুপ স্বরাজ্য হইতে শ্রেষ্ঠ স্বরাজ্য আর হয় না। 

📑✍️কিছু নৈরাজ্যবাদীগণ শাসকবিহীন দেশ এর কথা বলে। এ তত্ত্ব আসলে মূঢ় লোকের করতে পারে। মাঝি বিহীন নৌকা যেমন লক্ষ্যে পৌঁছাতে পারে না তেমনি শাসক বিহীন রাষ্ট্র ব্যর্থতার অন্ধকারে পতিত হয়। একজন উত্তম শাসকই পারে স্বরাজ্যকে কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করতে। পবিত্র বেদ একজন শাসকের সকল বিষয়ে উপদেশ দিয়েছেন। যা কিছু কল্যাণকর একজন শাসককে সে পদক্ষেপ নিতে হবে। প্রকৃত যোগ্য বিদ্বানদের যথাযথ মর্যাদায় আসীন করে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে হবে। পবিত্র বেদ মানব জাতির সংবিধান। জীবনের প্রত্যেক বিষয়ে এখানে আলোকপাত করা হয়েছে। 

বিঃ দ্রঃ উত্তম শাসকের পরে প্রজাদের কর্তব্য সম্পর্কে আলোচনা করা হবে। 📖🌿

🌼"কৃণন্তে বিশ্বমার্যম"🌼

প্রচারেঃ VEDA 

🌿----------ওঁ শান্তি শান্তি শান্তি ----------🌿

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

🔸সনাতন ধর্ম ও নারী 💐

সনাতন ধর্মে কি গোমূত্র পানের উল্লেখ রয়েছে ⁉️

▪️একাদশী" কি শাস্ত্র সম্মত ❓