🙏 নমস্কার 🙏
▪️বেদ ও বিজ্ঞান:- পর্ব ০১
📑✍️ পবিত্র বেদ অপৌরুষেয়। অর্থাৎ এ সৃষ্টি বা রচনা মানব কতৃক হয়নি এজন্য এই শ্রেষ্ঠ গ্রন্থে কোনো অবৈজ্ঞানিক তত্ত্বের ভুল থাকতে পারে না। বরং বহু বিজ্ঞানসম্মত তথ্যের উপস্থিতি রয়েছে পবিত্র বেদ এর মাঝে। আজকে এমনই এক সুবিখ্যাত বৈজ্ঞানিকভাবে প্রসিদ্ধ তত্ত্বের উল্লেখ পবিত্র এর মধ্য হতে প্রমাণ করার প্রচেষ্টা করব।
📑Big Crunch Theory:-
📑✍️প্রসিদ্ধ বিজ্ঞানী স্টিফেন হকিং তার "A Brief history of time" গ্রন্থে বলেছেন এ বিশ্ব পরিণতি বা Fate হবে যে এক সময় এ জগৎ যে বিন্দু থেকে বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছিল, তেমনি একসময় এ জগৎ আবার সংকুচিত হয়ে একটি বিন্দুতে বা ০ তে পরিণত হবে যা Big Crunch নামে পরিচিত।
The Big Crunch is one of the scenarios predicted by scientists in which the Universe may end. Just like many others, it is based on Einstein’s Theory of General Relativity. That is, if the Big Bang describes how the Universe most possibly began, the Big Crunch describes how it will end as a consequence of that beginning. - Wikipedia
এ বৈজ্ঞানিক তত্ত্বটি এক বাক্যে খুঁজে পাওয়া যায় পবিত্র বেদ এ,
"বেনস্তৎপশ্যন্নিহিতং গুহা সদাত্রবিশ্বং ভবত্যেকনীড়ম।
তস্মিন্নিদং সং চ বি চৈতু সর্বেং স আোতং প্রোতশ্চ বিভু প্রজাসু"।। -যজুর্বেদ ৩২/৮📖🌿
অর্থাৎ, জ্ঞানী ব্যক্তিরা সেই পরমাত্মাকে জ্ঞান দৃষ্টিতে দর্শন করেন যার মধ্যে এই সমগ্র জগৎ আশ্রয় গ্রহণ করেছে। তার মধ্যে এই সমগ্র জগৎ মিলিত হয় এবং তার মধ্য থেকে বিচ্ছিন্ন হয়।
ব্যাখ্যা:- তার মধ্যে হতে সমগ্র জগৎ বিস্ফোরণের মাধ্যমে জগৎ সৃষ্টি হয় এবং তার মধ্যে অন্তে সমগ্র জগৎ সংকুচিত হয়ে মিলিত হয়।
📑✍️পবিত্র বেদ জ্ঞানের অপার ভান্ডার। ইহার বাণী কখনো অসত্য ও অবৈজ্ঞানিক হতে পারে না। এ ধর্ম চিরন্তন শাশ্বত তাই তাহার গ্রন্থও চিরন্তন সত্যের উপর প্রতিষ্ঠিত। আসুন বেদ পড়ি এবং বেদ এর মহিমায় জীবন নির্বাহ করে শ্রেষ্ঠ হয়ে উঠি।
প্রচারে: VEDA 🌼🌿
🌼 --------- ওঁ শান্তি শান্তি শান্তি --------- 🌼
