▪️বেদ ও সরস্বতী

▪️বেদে সরস্বতী :- 🔸পরমেশ্বরের একটি গুণবাচক(সর্ব জ্ঞানী) সরস্বতী। ▪️ যিনি সমস্ত কিছুতে বিদ্যা রুপে প্রতিষ্ঠিত, যিনি অনন্ত ভূবনের জ্ঞান, যিনি সমস্ত কিছুর জ্ঞানস্রোত সেই মহান ঈশ্বর তার শোভাবর্ধনকারী অনন্ত গুণবাচক নামের মধ্যে এক নাম সরস্বতী। ▪️ব্যাকরণগত বিশ্লেষণে :- সরস্বতী অর্থ "সরো বিবিধ জ্ঞানং বিদ্যতে যস্যাং সা সরস্বতী" অর্থাত্,যিনি সমগ্র বিশ্বকে দেখেন,দর্শনীয় করান,যিনি সকল শোভার শোভা,যিনি বেদাদী শাস্ত্র,ধার্মিক বিদ্বান এবং যোগীদের সাধনার একমাত্র লক্ষ্য তাঁর নাম সরস্বতী। ♦ সরস্বতী অর্থ বেদবাণী :- ▪️নিঘন্টুর মধ্যে বাণীর ৫৭ টি যে নাম রয়েছে তার মধ্যে সরস্বতী একটি। ব্রাহ্মণ গ্রন্থের বেদ ব্যাখ্যার প্রাচীনতম গ্রন্থ। সেখানে সরস্বতীর অনেক অর্থ রয়েছে। ▪️ বাক সরস্বতী। বাণী সরস্বতী (শতঃ ৭|৫ |১|৩১) ▪️ জিহ্বা সরস্বতী (শতঃ ১২|৯।১।১৪) ▪️ সরস্বতী হি গৌ (শতঃ ২|৫|১|১০) গৌ সরস্বতী:- অর্থাৎ বাণী, রশ্মি,পৃথিবী,ইন্দ্ৰীয় আদি৷ ▪️ অথ যত অক্ষা কৃষ্ণং তত সারস্বতম (শতঃ ১২|৯|১|১২) চোখের কালো অংশ সরস্বতীর রূপ। ▪️ অথ যত স্ফুর্জয়ত্ন বাচমিব বদন দহতি (ঐতরীয় ৩|৪...