▪️বেদ ও সরস্বতী


▪️বেদে সরস্বতী :- 

 🔸পরমেশ্বরের একটি গুণবাচক(সর্ব জ্ঞানী)  সরস্বতী।

▪️ যিনি সমস্ত কিছুতে বিদ্যা রুপে প্রতিষ্ঠিত, যিনি অনন্ত ভূবনের জ্ঞান, যিনি সমস্ত কিছুর জ্ঞানস্রোত সেই মহান ঈশ্বর তার শোভাবর্ধনকারী অনন্ত গুণবাচক নামের মধ্যে এক নাম সরস্বতী। 


▪️ব্যাকরণগত বিশ্লেষণে :- সরস্বতী অর্থ 
"সরো বিবিধ জ্ঞানং বিদ্যতে যস্যাং সা সরস্বতী"

অর্থাত্‍,যিনি সমগ্র বিশ্বকে দেখেন,দর্শনীয় করান,যিনি সকল শোভার শোভা,যিনি বেদাদী শাস্ত্র,ধার্মিক বিদ্বান এবং যোগীদের সাধনার একমাত্র লক্ষ্য তাঁর নাম সরস্বতী।

♦ সরস্বতী অর্থ বেদবাণী :-

▪️নিঘন্টুর মধ্যে বাণীর ৫৭ টি যে নাম রয়েছে তার মধ্যে সরস্বতী একটি। 
ব্রাহ্মণ গ্রন্থের বেদ ব্যাখ্যার প্রাচীনতম গ্রন্থ। সেখানে সরস্বতীর অনেক অর্থ রয়েছে।

▪️ বাক সরস্বতী। বাণী সরস্বতী (শতঃ ৭|৫ |১|৩১)

▪️ জিহ্বা সরস্বতী (শতঃ ১২|৯।১।১৪)

▪️ সরস্বতী হি গৌ (শতঃ ২|৫|১|১০)

গৌ সরস্বতী:- অর্থাৎ বাণী, রশ্মি,পৃথিবী,ইন্দ্ৰীয় আদি৷ 

▪️ অথ যত অক্ষা কৃষ্ণং তত সারস্বতম (শতঃ ১২|৯|১|১২)

চোখের কালো অংশ সরস্বতীর রূপ।

▪️ অথ যত স্ফুর্জয়ত্ন বাচমিব বদন দহতি (ঐতরীয় ৩|৪)

অগ্নি যখন জ্বলে শব্দ করে সেই অগ্নি সরস্বতী রূপ।

▪️ সরস্বতী পুষ্টি (তৈঃ ২|৫৷৭৷৪)

▪️ এষাং বৈ অপাং পৃষ্ঠং যত সরস্বতী (তৈঃ ১|৭|৫|৫)

জলের পৃষ্ঠ সরস্বতী।

▪️ সরস্বতী তদ দ্বিতীয়ং বজ্র রূপং (কৌঃ ১২/২)

সরস্বতী বজ্রের দ্বিতীয় রূপ।

🔸 বেদবাণী:-

🌸একা চেতত্ সরস্বতী নদীনাং শুচিৰ্যতী গিরিজঃ
আ সমুদ্ৰাত।
রায়শেতন্তো ভূবনস্য ভুরেঘৃতং পয়ো দুদুহে
নাহুষায়||🌸

🪴(ঋগবেদ ৭|৯৫|২)🪴

✍️অর্থাৎ:-
যেমন এক নদী পর্বত থেকে পবিত্র সমুদ্র পর্যন্ত যায়। সেই প্রকার (সরস্বতী এক) এক অদ্বিতীয় সর্বশ্রেষ্ঠ বেদ বাণী জ্ঞানোপদেষ্টা গুরু দ্বারা জনসমূহ রূপ সমুদ্র পর্যন্ত যায় সংসার এবং জগতের প্রভূত ঐশ্বর্য জ্ঞান করিয়ে মানুষ মাত্রকে প্রকাশময়, পান করার যোগ্য রসের তুল্য জ্ঞান রস বাড়ায়।🌱



🔸বেদে সরস্বতী বলতে বেদের জ্ঞান বোঝানো হয়।  আবার পরমনিয়ন্তা যিনি এবং যার মাধ্যমে আমরা পরম জ্ঞান বেদ পেয়েছি তাঁকে সরস্বতী নামে ভূষিত করা হয়েছে।ব্যকরনগতভাবে এর অর্থ জ্ঞানের প্রবাহ।একজন সত্যান্বেষীর অন্বেষন এ হৃদয়ে যে ভাব আবিষ্ট হয় তা হচ্ছে এই জ্ঞান।এটাকে কখনো কখনো সত্যদ্রষ্টা সপ্তঋষিকেও প্রতীকিভাবে নির্দেশ করে।🌱

কেবল ফুল, তুলসিপাতা, তালের বড়ায় নয়, বেদজ্ঞানরুপি মহান পরমেশ্বর সরস্বতী অবস্থান করুক আমাদের হৃদয়ে ও আমাদের মননে। 
প্রচলিত পুরোহিত সরস্বতী পূজায় নিয়মের খুব ক্ষুদ্রপাঠে যখন বলেন  সবার উদ্দেশ্যে -

💥বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যা-স্থানেভ্য এব💥

▪️ এখানে বেদজ্ঞান প্রাপ্তির কথাই বলা হয়েছে। 


🔸তাই আমরা পরমেশ্বর নিকট  প্রার্থনা করি:-

🌸ও৩ম্ মেধাং মে বরুনো দদাতি মেধাগ্নিঃ প্রজাপতিঃ।
মেধামিন্দ্রশ্চ বায়ুশ্চ মেধাং ধাতা দদাতি মে স্বাহা।।🌸

🏵️(যজুর্বেদ ৩২.১৫)🏵️

✍️হে প্রকাশমান,প্রজাপালক প্রভু,আমি যেন মেধা প্রাপ্ত হই,মেধাবুদ্ধি ধারন করতে সক্ষম হই।হে সর্বব্যপক পরমাত্মা,আমি যেন চরাচর জগতের সত্য-অসত্য বিচারের বিবেকযোগ্য বুদ্ধি ও মেধা প্রাপ্ত হই।💐

প্রচারেঃ- VEDA
      ও৩ম্ শান্তিঃ ও৩ম্ শান্তিঃ শান্তিঃ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

🔸সনাতন ধর্ম ও নারী 💐

সনাতন ধর্মে কি গোমূত্র পানের উল্লেখ রয়েছে ⁉️

▪️একাদশী" কি শাস্ত্র সম্মত ❓