✅ বেদের অমৃত সুধা!

✅ বেদের অমৃত সুধা!

১. আমাদের বাণী মধুর হোক ও আমরা যেন মধুর বাণী শ্রবণ করি। 

✅ঋগবেদ ২/৩৯/৬.

২. হে মানব! ধৈর্য্য ধারণ করো। 

✅ঋগবেদ ২/৩১/৭.

৩. হে মানব! তুমি এই জগতে কল্যাণকারী ও সুখদায়ক বাণী বলো। 

✅ঋগবেদ ২/৪২/২.

৪. হে মানব! সত্যের পথ অনুসরণ কর। 

✅ঋগবেদ ৩/১২/৭.

৫. হে জ্ঞানী! তুমি ধর্মের আচরণ কর। 

✅ঋগবেদ ৩/১৭/৫.

৬. নিন্দা করো না। 

✅ঋগবেদ ৪/৫/২.

৭. যে ব্যক্তি অকারণে অন্যের নিন্দা করে, সে নিজেও নিন্দার পাত্র হয়। 

✅ঋগবেদ ৫/২/৬.

৮. হে মানব! হতাশ বা নিরাশ হইয়ো না। 

✅ঋগবেদ ৭/৭৫/৭.

৯. আমাদের সন্তান অবিনাশী বেদবাণী শ্রবণ করুক। 

✅ঋগ্বেদ ৬/৫২/৯.

১০. আমরা মন দ্বারা সর্বদা উত্তম চিন্তা করবো। 

✅ঋগ্বেদ ৬/৫২/৫.

১১. সম-মনমানসিকতা সম্পন্ন দম্পতিকে কে আলাদা করতে পারে।

✅ ঋগ্বেদ ১০/৯৫/১২.

১২. এই সংসার হলো পাথরময় নদী। একে পুরুষার্থ(কর্মের) দ্বারা পার করো। 

✅ঋগ্বেদ ১০/৫৩/৮.

১৩. পবিত্র ব্যক্তির ধন সম্পদও পবিত্র হয়। 

✅ঋগ্বেদ ১/১৩২/২.

১৪. মানুষ দুষ্কর্ম্মের দ্বারা নিজের সন্তান ও ধন বিনষ্ট করে। 

✅ঋগ্বেদ ৮/৯৭/৩.

১৫. আমরা সংসার সমুদ্র থেকে পারকারী শিক্ষারূপী নৌকায় আরোহন করি।

✅ ঋগ্বেদ ৮/৪২/৩.

১৬. ও৩ম্ প্রতিষ্ঠ।

✅ যজুর্বেদ-২/১৩
সর্বরক্ষক জগদীশ্বরকে নিজ হৃদয়-মন্দিরে প্রতিষ্ঠিত করো।

১৭. স্বঃ পশ্য। 

✅ যজুর্বেদ-৭/৪৫
নিজে নিজেকে জানো। 

১৮. সা প্রথমা সংস্কৃতির্বিশ্ববারা।

✅ যজুর্বেদ- ৭/১৪
বৈদিক সংস্কৃতি সংসারের সকল সংস্কৃতির [পূর্ব তথা] প্রথম সংস্কৃতি এবং সকল মনুষ্যের নিকট বরণীয়।

১৯. ঋতস্য পন্থা অনু। 

✅ যজুর্বেদ-৬/১২
হে মানব! তুমি সত্যের পথ অনুসরণ করো। 

২০. উগ্রম্ লোহিতেন্। 

✅ যজুর্বেদ-৩১/৯
উগ্রকে উগ্রতা (দণ্ড) দ্বারা বশ করো।

২১. নারাশংসেন তেজসা বেতু। 

✅ যজুর্বেদ-২৮/২
জনহিতকারী তেজ দ্বারা সেই শত্রুদেরকে আক্রমণ করো।

২২.নীচা তম্ ঘক্ষ্যতসম্ ন শুষ্কম্। 

✅ যজুর্বেদ-১৩/১২
শত্রুদের শুকনো গাছের (লাকড়ির) ন্যায় জ্বালিয়ে দাও।

২৩. ঊর্ধ্বচিতবঃ শ্রয়ধ্বম্ । 

✅ যজুর্বেদ-১২/৪৬
উন্নত চেতনাযুক্ত হও।

২৪. আত্মা যজ্ঞেন কল্পতাম্। 

✅ যজুর্বেদ-২২/৩৩
যজ্ঞ দ্বারা আত্মিক বল প্রাপ্ত হও।

২৫. ইন্ধানা অগ্নিম্ স্বরাভরন্তঃ। 

✅ যজুর্বেদ-১৫/৪৯
ঋষিগণ যজ্ঞ দ্বারা সুখলাভ করেন।

২৬. ইয়ম্ বেদিঃ পরো অন্তঃ পৃথিব্যা। 

✅ যজুর্বেদ-২৩/৬২
এই যজ্ঞবেদি পৃথিবীর পরম্ ধাম।

২৭. "ইহ রতিরিহ রমধ্বম্" 

✅ যজুর্বেদ-৮/৫১
যেথায় প্রেম রয়েছে, সেথায় প্রেমের সহিত থাকো।

২৮. অগ্নিম্ তম্ মন্যে য়ো বসুঃ। 

✅যজুর্বেদ-১৫/৪১
সূর্য্য অগ্নি স্বরূপ এবং বসু।

২৯. সমু বিশ্বমিদং জগত্ (সমাববর্তি)। 

✅যজুর্বেদ-২০/২৩
এই সারা এই সারা সংসার পরিক্রমা করে।

৩০. ভদ্রম্ মনঃ কৃণুষ্ব বৃত্রতূর্য্যে। 

✅যজুর্বেদ-১৫/৩৯
পাপ-নাশের জন্য নিজ মনকে পবিত্র করো।

ও৩ম্ শান্তি: শান্তি: শান্তি:

প্রচারে:- VEDA 

#sanatanihindu #SanatanaDharma #sanatan #hinduism #mantra #vadic #veda #vedanta

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

🔸সনাতন ধর্ম ও নারী 💐

সনাতন ধর্মে কি গোমূত্র পানের উল্লেখ রয়েছে ⁉️

▪️একাদশী" কি শাস্ত্র সম্মত ❓