হেন্দের নামানুসারে কি হিন্দুধর্ম নামকরণ করা হয়েছে ⁉️
📜 হেন্দের নামানুসারে কি হিন্দুধর্ম নামকরণ করা হয়েছে ⁉️ নমস্কার সকল অমৃতের সন্তানগণ! বৈদিক অমৃত জ্ঞান প্রচার নিয়োজিত VEDA পেজ এ আপনাদের স্বাগতম। ➡️ সভ্যতার উষা লগ্নে মনুষ্য জাতির শ্রেষ্ঠ সন্তানস্বরুপ ঋষিগণ ধ্যানের মাধ্যমে প্রাপ্ত করেন পরমাত্মার অমৃত জ্ঞান। যা মনুষ্য জাতির কল্যাণ, সমৃদ্ধি ও মুক্তি লাভের পথপ্রদর্শক হিসেবে অবতীর্ণ হয়। সেই অমৃত জ্ঞান অর্জন করে মনুষ্য উপলব্ধি করে এ জগৎ সৃষ্টি হয়েছে সেই সর্বশক্তিমান পরমাত্মা কর্তৃক। এ জগৎ এর শাশ্বত নিয়মের তিনি স্রষ্টা। এ জগৎ তারই বিভূতিতে আলোকময়। জগৎকে অনুধাবন করলে পরমাত্মার অশেষ দয়া ও প্রেমের উপলব্ধি হয় মানবমনে। পরমাত্মা মহাবিশ্বের সকল সৃষ্টিকে এক মহাজাগতিক নিয়মে সুশৃঙ্খলিত করেছেন। প্রকৃতির পঞ্চভূত থেকে চলমান প্রাণ সকল কিছুর মাঝে এক শৃঙ্খলা লক্ষ্য করা যায়। মনুষ্য সেই একই মহাজাগতিক নিয়মে আবদ্ধ। যা শাশ্বত ও সৃষ্টির শুরু থেকে বর্তমান। ইহার নাম ধর্ম। ➡️ ধর্ম: ধর্ম আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। আমাদের প্রাত্যাহিক কর্ম, আচরণ, খাদ্যাভাস এবং সংস্কৃতি বহুলাংশে আমাদের স্বধর্মের উপর নির্ভরশীল। আমরা কারো প্রতি কি আচরণ করবো, কি...