"তোমার সন্তান হোক, তোমার শক্তি"
"তোমার সন্তান হোক, তোমার শক্তি" সনাতনীরা সর্বদা জ্ঞান, বিজ্ঞান, রাজনীতিসহ বিবিধ বিষয়ে জগতের সাফল্যের স্মারক রেখে আসছে। কিন্তু সেই জগতকে আলোক জৌতি প্রদানকারী সনাতনীরা ধীরে ধীরে ক্রমশ সংখ্যালঘু সম্প্রদায়ে পরিণত হচ্ছে। কারণ বহু রয়েছে কিন্তু সংখ্যার দিক থেকে কমে যাওয়া সত্যি এক অশনি সংকেত। বিগত সময়ের পরিসংখ্যান বিশ্লেষণ করলে, সনাতনীদের সংখ্যা ক্রমশ হ্রাসের কারণ হিসেবে উঠে এসেছে সন্তান জন্মহার কম হওয়া। অন্যান্য, জনগোষ্ঠীর জনসংখ্যা যেখানে উচ্চ জন্মহারের কারণে জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে কিন্তু তার বিপরীতে সনাতনীদের সংখ্যা হ্রাস পেয়েছে নিম্ন-জন্মহারের কারণে। সেজন্য, বহু দেশ,রাজ্য,বিভাগ,জেলায় সনাতনীদের জনসংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। সনাতন ধর্মশাস্ত্র ভিত্তিস্বরুপ বেদে দশ সন্তানের জননী হওয়ার উপদেশ দেওয়া হয়েছে, "দশাস্যাম পুত্রানা ধেহি" -ঋগ্বেদ ১০/৮৫/৪৫ অর্থাৎ, দশ সন্তানের জননী হও। আমাদের মধ্যে সন্তান লালন পালন কিংবা যোগ্য হিসেবে গড়ে তোলার বিষয়ে সংশয় বিদ্যমান। কিন্তু রত্নগর্ভা মায়েরা তার প্রতিটি সন্তানকে যোগ্য ও শ্রেষ্ঠ করে তুলতে সক্ষম। সেজন্য, সমাজে দে...