অযোধ্যা নগরী পর্ব :- ৬


রামায়ণ ⚡

▪️অযোধ্যা নগরী পর্ব :- ৬ 

✨ রাজমন্ত্রীদের গুণ ও নীতির বর্ণনা:- 

তস্যামাত্যা গুণৈরাসন্নিক্ষ্বকোঃ সুমহাত্মনঃ। মন্ত্রজ্ঞাশ্চেঙ্গিতজ্ঞাশ্চ নিত্যং প্রিয়হিতে রতাঃ।। অষ্টৌ বভূবুর্বীরস্য তস্যামাত্যা যশস্বিনঃ। শুচয়শ্চ
অনুরক্তাশ্চ রাজকৃত্যোষু নিত্যশঃ।। ধৃষ্টির্জয়েন্তো বিজয়ঃ সুরাষ্টো রাষ্ট্রবর্ধনঃ। অকাপো ধর্মপালশ্চ সুমন্ত্রশ্চাষ্টমোঽর্থবিৎ- আদিকান্ড ৭.১,২,৩

- বীর ইক্ষ্বাকুবংশীয় মহাত্মা রাজা দশরথের ধৃষ্টি, জয়ন্ত, বিজয়, সুরাষ্ট, রাষ্ট্রবর্ধন, অকোপ, ধর্মপাল এবং অস্ত্রশাস্ত্রবেত্তা সুমন্ত্র- এই আটজন মন্ত্রী ছিলেন- যাঁরা ছিলেন রাজনৈতিক মন্ত্রণায় এবং ইঙ্গিতের দ্বারাই অপরের অভিপ্রায় বুঝতে অভিজ্ঞ, সর্বদাই রাজার প্রিয় ও হিতকর কার্যে রত, সর্বগুণান্বিত, কীর্তিমান, শুদ্ধাচারী এবং সর্বদায় রাজকার্যে অনুরক্ত। 

ঋত্বিজৌ দ্বাবভিমতৌ তস্যাস্তামৃষিসত্তমৌ। বসিষ্ঠো বামদেবশ্চ মন্ত্রিণশ্চ তথাপরে - ৭.৪

- বশিষ্ঠ এবং বামদেব নামে শ্রেষ্ঠ ঋষিদ্বয় তাঁর অতীব প্রিয় রাজপুরোহিত ছিলেন।

এছাড়াও অন্যান্য মন্ত্রীরা হচ্ছেন

সুযজ্ঞোঽপ্যথ জাবালিঃ কাশ্যপোঽপ্যথ গৌতমঃ। মার্কণ্ডেয়স্ত্ত দীর্ঘায়ুস্তথা কাত্যায়নো দ্বিজঃ- ৭.৫

- সুযজ্ঞ, জাবালি, কাশ্যপ, গৌতম, বর্ষীয়ান মার্কণ্ডেয় এবং দ্বিজ কাত্যায়ান। 

তাঁরা সকলেই 

বিদ্যাবিনীতা - বিদ্যাহেতু বিনয়ী,

হ্রীমন্তঃ - লজ্জাশীল,

কুশলা- কর্মকুশল,

নিয়তেন্দ্রিয়া - জিতেন্দ্রিয়

শ্রীমন্তশ্চ- শ্রীমন্ডিত

মহাত্মান- মহাত্মা, 

শাস্ত্রজ্ঞা - শাস্ত্রজ্ঞ,

দৃঢ়বিক্রমাঃ - দৃঢ়-পরাক্রমী,

কীর্তিমন্তঃ - কীর্তিমান

প্রণিহিতা - অপরের হিতে রত

যথাবচনকারিণঃ - প্রতিজ্ঞানুসারে সর্বদা কর্ম করতেন

তেজঃক্ষমাযশঃপ্রাপ্তাঃ - তেজ,ক্ষমা ও যশসম্পন্ন

স্মিতপূর্বাভিভাষিণঃ - মৃদু হাস্যপূর্বক কথা বলতেন 

ক্রোধাৎ কামার্থহেতোর্বা ন ব্রূয়রনৃতং বচঃ - ৭.৬-৮

- ক্রোধ, কাম বা স্বার্থের বশীভূত হয়ে কখনো মিথ্যা বলতেন না। 

তেষামবিদিতং কিঞ্চিৎ স্বেষু নাস্তি পরেষু বা। ক্রিয়মাণং কৃতংবাপি চারেণাপি চিকীর্ষিতম - ৭.৯

- এই সকল মন্ত্রীদের কাছে নিজেদের বা শত্রুপক্ষীয় রাজাদের কোনো কিছুই অবিদিত থাকত না। শত্রুপক্ষীয় রাজারা যা করছেন বা যা করতে ইচ্ছা করেন সবকিছুই তারা গুপ্তচরদের মাধ্যমে জানতে পারতেন। 

সেই মন্ত্রীগণ ছিলেন

কুশলা ব্যবহারেষু- আইনশাস্ত্রে সুপণ্ডিত, 

সৌহৃদেষু পরীক্ষিতাঃ - তাঁদের বন্ধুত্ব ছিল অকৃত্রিম। 

প্রাপ্তকালং যথাদণ্ডং ধারয়েষুঃ সুতেষ্বপি - ৭.১০

- এমনকি তাঁদের সন্তানগণ দণ্ডনীয় অপরাধ করলে তাদের প্রতি ও শাস্তিবিধানে তারা পশ্চাৎপদ হতেন না।

তাঁরা 

কোশসংগ্রহে যুক্তা বলস্য চ পরিগ্রহে - ৭.১১

- রাজকোষাগারে ধনবৃদ্ধি এবং সৈন্য সংগ্রহ ব্যাপারে সর্বদা নিযুক্ত থাকতেন। 

সেই মন্ত্রীগণ ছিলেন 

বীরাশ্চ - বীর 

নিয়তোৎসাহা - সর্বদাই উদ্যমশীল

রাজশাস্ত্রমনুষ্ঠিতা - রাষ্ট্রনীতি শাস্ত্রানুসারে কর্তব্যপরায়ণ। 

শুচীনাং রক্ষিতারশ্চ নিত্যং বিষয়বাসিনাম্ -৭.১২

- তাঁরা পবিত্র চরিত্র দেশবাসীদের সর্বদাই রক্ষা করতেন।

🖋️ अन्तु आर्य 

Run With Veda
প্রচারে: VEDA 
#veda #ramayana

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

🔸সনাতন ধর্ম ও নারী 💐

সনাতন ধর্মে কি গোমূত্র পানের উল্লেখ রয়েছে ⁉️

▪️একাদশী" কি শাস্ত্র সম্মত ❓