সনাতন সন্ন্যাসী ও কৃতিত্ব :- ৩


পণ্ডিত গুরুদত্ত বিদ্যার্থী : 

সনাতন সন্ন্যাসী ও কৃতিত্ব :- ৩

পন্ডিত গুরুদত্ত বিদ্যার্থী, অনন্য প্রতিভার সমৃদ্ধ, ঋষি দয়ানন্দের অনন্য ভক্ত ছিল। ২৬ বছরের ক্ষুদ্র জীবনে সাহিত্য ও শিক্ষা অঙ্গনে অসাধারণ কর্মের স্বাক্ষর রেখেছেন। ২৬ এপ্রিল, ১৮৬৪ সালে এই অসাধারণ প্রতিভাবান ব্যক্তিত্ব মুলতানে জন্মেছিলেন। মুলতান থেকে ম্যাট্রিক পরীক্ষায় পাশ করেছেন, সরকারি চাকুরিতে প্রবেশ করেছেন। 

কলেজ ছিলো লাহোরে। গুরুদত্ত জী বিজ্ঞানের ছাত্র ছিলেন। যদিও তিনি ইতিমধ্যেই আর্য সমাজ দ্বারা প্রভাবিত ছিলেন, কিন্তু ঋষি দয়ানন্দের মৃত্যুর দৃশ্য দেখে তাঁর মধ্যে বৈপ্লবিক পরিবর্তন আসে। ঈশ্বরের ক্ষমতা নিয়ে সন্দেহকারী গুরুদত্তের আদর্শ সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়।

ঋষি দয়ানন্দ সরস্বতীর স্মৃতি রক্ষার্থে DAV কলেজ প্রতিষ্ঠায় তার অবদান অনস্বীকার্য। বিজ্ঞান বিষয় নিয়ে গুরুদত্ত ছাত্র এম. এ পরীক্ষায় পাশ করেছেন, কিন্তু তার প্রতিভা এতটাই অনন্য ছিল যে তার সংস্কৃত ব্যাকরণেও জ্ঞানের কমতি ছিল না। DAV কলেজ, লাহোরে গণিত ও বিজ্ঞানে অধ্যাপনা করেছিলেন পণ্ডিত গুরুদত্ত বিদ্যার্থী।

পণ্ডিত গুরুদত্ত 'দ্য রিজেনারেটর অব আর্যাবর্ত' নামে একটি চিঠি প্রকাশ করেছেন যেখানে বেদ এবং আধুনিক বিজ্ঞান সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রবন্ধ প্রকাশিত হয়েছে। পাশ্চাত্য পণ্ডিত- ম্যাক্সমুলার এবং উইলিয়ামস কর্তৃক বেদের ত্রুটিপূর্ণ ভাষ্য অত্যন্ত দক্ষতার সহিত খণ্ডন করেছেন। উপনিষদের ব্যাখ্যা,  বেদ-মন্ত্রের বিজ্ঞানসম্মত অর্থ করেছেন। তাঁর কিছু পুস্তক অক্সফোর্ড বি. বি.-র ডিগ্রি ক্লাসে শেখানো হয়।

পণ্ডিত গুরুদত্ত বিদ্যার্থীর গভীর চিন্তাভাবনা, সহজাতভাবে বিভিন্ন বিষয় সমূহকে ব্যাখ্যা করার স্বতন্ত্র শৈলীর আশ্চর্যজনক, অমূল্য প্রতিভা, যা ঐশ্বরিক ব্যবস্থা দ্বারা খুব শীঘ্রই অকালে গ্রাসের শিকার হয়। মাত্রাতিরিক্ত লেখালেখি, প্রচারমূলক কাজ, চিন্তা, ভ্ৰমণ ও গবেষণামূলক কাজের কারণে তিনি স্বাস্থ্যের প্রতি খুব একটা নজরই দিতে পারেন নি। অতঃ ১৯ মার্চ ১৮৯০ সালে অকালে মৃত্যুবরণ করেন।

🔎Run with #veda

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

🔸সনাতন ধর্ম ও নারী 💐

সনাতন ধর্মে কি গোমূত্র পানের উল্লেখ রয়েছে ⁉️

▪️একাদশী" কি শাস্ত্র সম্মত ❓