রামায়ণ ⚡
▪️অযোধ্যা নগরী পর্ব :- ৭
✨ রাজমন্ত্রীদের গুণ ও নীতির বর্ণনা :-
রাজমন্ত্রীগণ...
ব্রহ্মক্ষত্রমহিংসন্তস্তে কোশং সমপূরয়ন্। সুতীক্ষ্ণদণ্ডাঃ সংপ্রেক্ষ্য পুরুষস্য বলাবলম্ - (বাল্মিকী রামায়ণ, আদিকাণ্ড, সর্গ ৭, শ্লোক ১৩)
- ব্রাহ্মণ-ক্ষত্রিয় আদি সকল বর্ণের প্রজাদের কষ্ট না দিয়ে ন্যায়নুসারে রাজকোশ পূর্ণ করতেন, অপরাধী ব্যক্তির ক্ষমতা-অক্ষমতা বিচার করে তাদের প্রতি কঠিন বা মৃদু দণ্ড বিধান করতেন।
মন্ত্রীগণ ছিলেন -
শুচীনামেকবুদ্ধীনাং সর্বেষাং সম্প্রজানতাম্
- পবিত্রচরিত্র, স্থিরবুদ্ধি এবং সম্যক জ্ঞানী।
তাঁদের অভিজ্ঞতায়
নাসীৎ পুরে বা রাষ্ট্রে বা মৃষাবাদী নরঃ ক্কচিৎ - (৭.১৪)
- অযোধ্যাপুরীতে এবং সমগ্র কোশলরাজ্যে কোনও ব্যক্তি মিথ্যাবাদী ছিলেন না।
ক্কচিন্ন দুষ্টস্তত্রাসীৎ পরদাররতির্নরঃ - কেউ দুষ্টুবুদ্ধিসম্পন্ন বা পরস্ত্রীগামী ছিল না।
প্রশান্তং সর্বমেবাসীদ্ রাষ্ট্রং পুরবরং চ তৎ - (৭.১৫)
- সেই অযোধ্যাপুরী এবং কোশলরাজ্যের সর্বদাই সর্বত্র শান্তি বিরাজ করত।
সুবাসসঃ - উত্তম বস্ত্র পরিহিত
সুবেষাশ্চ তে - সুসজ্জিত হয়ে
সর্বে শুচিব্রতাঃ - পবিত্রকর্মকারী
হিতার্থাশ্চ নরেন্দ্রস্য জাগ্রতো নয়চক্ষুষা - ৭.১৬
- রাজার হিতাকাঙ্ক্ষী সে মন্ত্রীরা নীতিরূপ চক্ষুকে উন্মীলিত রেখে সর্বদা সজাগ থাকতেন।
তাঁরা ছিলেন
গুরোর্গুণগৃহীতাশ্চ - গুরুজনদের গুণগ্রাহী
প্রখ্যাতাশ্চ - নিজগুণে সকলের নিকট সমাদৃত
পরাক্রমৈঃ - বীরত্বে প্রসিদ্ধ
বিদেশেষ্বপি - বিদেশেও সকলের কাছে সমাদৃত
বিজ্ঞাতাঃ সর্বতো বুদ্ধিনিশ্চয়াঃ - ৭.১৭
- সর্ববিষয়ে স্থির বুদ্ধিতে কার্য সম্পাদনকারী।
তাঁরা সকলেই ছিলেন...
অভিতো গুণবন্তশ্চ - গুণবান বলে প্রসিদ্ধ,
ন চাসন্ গুণবর্জিতাঃ - কেউই গুনহীন ছিলেন না,
সন্ধিবিগ্রহতত্ত্বজ্ঞাঃ - যুদ্ধনীতির সন্ধি-বিগ্রহ বিষয়ে রাজনীতি তত্ত্বজ্ঞ ও
প্রকৃত্যা সম্পদান্বিতাঃ - প্রকৃতই ঐশ্বর্যশালী - ৭.১৮
মন্ত্রসংবরণে শক্তাঃ - রাজকীয় মন্ত্রণা গোপন রাখতে সমর্থ
শক্তাঃ সূক্ষ্মাষু বুদ্ধিষু - বিচারে সূক্ষ্ম বুদ্ধিসম্পন্ন
নীতিশাস্ত্রবিশেষজ্ঞাঃ - নীতিশাস্ত্রে অভিজ্ঞ এবং
সততং প্রিয়বাদিনঃ - সর্বদাই প্রিয়ভাষী - ৭.১৯
ঈদৃশৈস্তৈরমাত্যৈশ্চ রাজা দশরথোঽনঘঃ। উপপন্নো গুণোপেতৈরন্বশাসদ্ বসুন্ধরাম্ - ৭.২০
- এইরূপ গুণবান মন্ত্রীদের সঙ্গে মিলিত হয়ে নিষ্পাপ রাজা দশরথ বসুন্ধরা তথা রাজ্য শাসন করতে লাগলেন।
🖋️ अन्तु आर्य
Run With Veda
প্রচারে: VEDA
#veda #ramayana