যারা সনাতন ধর্মকে ধারণ করে নাহ,তাদের পরিণতি কি হবে ⁉️


যারা সনাতন ধর্মকে ধারণ করে নাহ,
তাদের পরিণতি কি হবে ⁉️

ধর্ম এক ও অদ্বিতীয় এবং তা সনাতন। সনাতন ধর্ম দিব্য ও সত্য। সেজন্য বলা হয়ে থাকে, যা সত্য তাই সনাতন। তবে যারা ধর্মকে ধারণ করে নাহ তাদের বিষয়ে সনাতন ধর্ম শাস্ত্র কি বলে ⁉️

এ পৃথিবীতে কেউই ধর্মকে ধারণ না করে থাকতে পারে নাহ। কারণ ধর্মের লক্ষ্মণ আমাদের সকলের মধ্যে বিদ্যমান। কিন্তু পূর্ণমাত্রায় যদি কেউ ধর্মের সে লক্ষণ সমূহ ধারণ না করে তবে সে অধার্মিক হিসেবে পরিগণিত হয়ে থাকে। এজন্য, সনাতন ধর্মে শুধুমাত্র ধর্ম-অধর্ম কিংবা ধার্মিক-অধার্মিক এরুপ ধারণা বিরাজ করে। কিন্তু যারা এরুপ সংশয় প্রকাশ করে থাকে যে, যা সনাতন ধর্মকে ধারণ করে নাহ, তাদের পরিণতি কি হবে? তারা প্রকৃতপক্ষে বর্তমান সময়ে প্রচলিত বিভিন্ন ধর্মীয় মতাদর্শের আলোকে এমন উত্থাপন করে থাকেন। কিন্তু মতাদর্শ ও ধর্ম এক নয়। 

ফলস্বরূপ, এ জগতের প্রত্যেকে সনাতন ধর্মের অঙ্গীভূত। কিন্তু তবুও কেউ যদি এই সত্য সনাতন এর আদর্শ ধারণ না করে অধর্ম, অসত্য, অন্যায়কে বেছে নয়, তবে সে এই কর্মফলের বন্ধন থেকে কখনো মুক্তি পাবে নাহ। বরং জন্মান্তরবাদ অনুসারে সে বারংবার এই জীবদেহ লাভ করবে এবং নিজের কর্মফল ভোগ করবে। ঠিক ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত নাহ সে নিজের স্বরুপ, এই জন্মের উদ্দেশ্য সম্পর্কে জানতে না পারে এবং সে পথে অগ্রসর না হয়। 

কিন্তু অন্যান্য মতাদর্শের আলোকে বলা হয়েছে যে, যদি আপনি সে মতাদর্শের অঙ্গীভূত না হন, তবে আপনি নরক কিংবা শাস্তিমূলক স্থানে যাবেন।

সত্যিকার অর্থে সনাতন ধর্ম কোনো মতাদর্শ নয় বরং বিশ্বজনীন। সেজন্য, এখানে দলভারী করার প্রবণতা নেই। সনাতন ধর্ম দুটো সিদ্ধান্তের উপর নিরন্তর প্রবাহমান তা হলো "কর্মবাদ ও জন্মান্তরবাদ"। সেজন্য, এ পৃথিবীতে যেকোনো মানুষ হোক সে যদি প্রকৃত সত্যের দিকে ধাবিত না হয় এবং মোক্ষ অর্জনের মার্গে নিজেকে পরিচালিত না করে তবে সে এই বন্ধনে আবদ্ধ থাকবে এবং এই সুখ-দুঃখের অনুভূতির সঙ্গে সে বারংবার জন্মলাভ করবে। 

পরিশেষে এতটুকু বলার রয়েছে, ধর্ম ও রিলিজিয়নকে এক সঙ্গে চিন্তা করা ত্যাগ করতে হবে। ধর্ম শুধুমাত্র সত্যের দর্শন করায় কিন্তু মতাদর্শ নিজ সম্প্রদায়ের বৃদ্ধি ও শক্তিশালী করে আধিপত্য বিস্তারে মনোযোগ দিয়ে থাকে। সেজন্য, যে মনুষ্য হোক সে যদি ধর্মের প্রকৃত স্বরুপ না জেনে কর্মের বন্ধনে আবদ্ধ থাকে, তবে নিশ্চয়ই মোক্ষ অর্জন করতে সক্ষম হবে নাহ।

🔎Run with #veda

কথোপকথনে যোগ দিন

NextGen Digital... Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...