"ইতিহাসগ্রন্থ হতে ধর্মশিক্ষা - সদুপদেশ"
♻️ ইতিহাস জীবনের গভীরতম উপলব্ধি, সিদ্ধান্তের পথপ্রদর্শক, সংশয়ের নিবৃত্তি অন্যতম সহায়িকা। সেজন্য, আমরা জীবনে সর্বদা ধর্মগ্রন্থের পাশাপাশি, ইতিহাসে সু-মহান চরিত্রদের করণিক কর্মসমূহকে অনুসরণ করি এবং সিদ্ধান্ত গ্রহণে সচেষ্ট হই। ধর্ম-অধর্ম কিংবা ন্যায়-অন্যায়, আপদকালীন ধর্ম এরুপ বহুবিধ প্রেক্ষাপটে ইতিহাস হয়ে উঠে অন্যতম প্রধান নির্ণায়ক। সেজন্য,
"ইতিহাস আমাদের শিখায়, কিভাবে ভুল না করতে হয়। কিন্তু আমরা সেটা প্রায়ই উপেক্ষা করি"
- জন এফ. কেনেডি
▪️সনাতনীরা সে ইতিহাসগ্রন্থ বাল্মিকী রামায়ণ ও মহাভারত। যার প্রতিটি শ্লোকে শ্লোকে রয়েছে ধর্মকথা, জ্ঞানের উৎকৃষ্টতা, শিক্ষনীয় দৃষ্টান্ত, গৌরবের গাঁথা। ঐতিহাসিক শ্রেষ্ঠদের কৃত কর্তব্যের উদাহরণ যা আমাদের পথপ্রদর্শক। সে ঐতিহাসিক গ্রন্থ থেকে আমাদের প্রত্যহ চলার মার্গের কিছু বিষয় আমাদের জানা আবশ্যক। সে মার্গের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় "সদুপদেশ"
▪️যে উপদেশ ব্যক্তির কল্যাণ, ন্যায় ও সত্য মার্গে গমনের জন্য প্রদান করা হয়, তা সদুপদেশ। সদুপদেশ সর্বদা আমাদের সঠিক দিশার পথপ্রদর্শক এবং যে এরুপ উপদেশ প্রদান করে সে নিশ্চিতভাবে সত্য শুভাকাঙ্ক্ষী। যে ব্যক্তি সদুপদেশ গ্রহণ করে, নিজের সঠিক মার্গ নির্ধারণ করে সে সংসারে পতিত নয় বরং উন্নতিসাধন করা ব্যক্তি হয়ে উঠে। এই সত্যকে মহাভারতে বলা হয়েছে,
"যস্তু নিঃশ্রেয়সং শ্রুত্বা প্রাক্তদেবাভিপদ্যতে ।
আত্মনো মতমুৎসৃজ্য স লোকে সুখমেধতে ॥"
মহাভারত ৫।১২৪।২৪
অর্থাৎ, যে মানব নিজের জন্য কল্যাণজনক কথা শুনে নিজের মতের পক্ষ ত্যাগ করে প্রথমে সেই কথাকেই গ্রহণ করে সে সংসারে সুখপূর্বক উন্নতিশীল হয়।
▪️কিন্তু সকলেই এই সদুপদেশ গ্রহণ করতে ইচ্ছুক নয়। নিজ দম্ভ ও আত্মাভিমানী হয়ে ধার্মিকের দেওয়া উপদেশকে অগ্রাহ্য করে, দম্ভোক্তি প্রদর্শন করে নিজের কৃত সিদ্ধান্তে অটল থাকে। ফলস্বরূপ, সে ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত হয়। যেমন, বাল্মিকী রামায়ণে রাক্ষসরাজ রাবণ ভ্রাতা বিভীষণের উপস্থাপিত সদুপদেশকে তাচ্ছিল্যের সুরে ত্যাগ করে এবং মাতা সীতাকে ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানিয়ে যুদ্ধবাজ হয়ে উঠে। কিন্তু সে আত্মাভিমানী সিদ্ধান্তের ফলে স্বর্ণলঙ্কাসহ ধ্বংসপ্রাপ্ত হয়। এই পরিণাম সম্পর্কে সতর্ক করে দিয়ে মহাভারতে বলা হয়েছে,
"যোঽর্থকামস্য বচনং প্রাতিকূল্যান্ন মৃষ্যতে ।
শৃণোতি প্রতিকূলানি দ্বিষতাং বশমেতি সঃ ॥
সতাং মতমতিক্রম্য যোঽসতাং বর্ততে মতে ।
শোচন্তে ব্যসনে তস্য সুহৃদো নচিরাদিব ॥"
- মহাভারত ৫।১২৪।২৫-২৬
অর্থাৎ, যে তার ভালো চাওয়া বন্ধুর উপদেশ, পছন্দ না হওয়ার কারণে সহ্য করে না এবং অমিত্রদের বলা অহিতকর কথাই শোনে, সে শত্রুর অধীন হয়।
♻️ তাই হে অমৃতের সন্তানগণ! কদাপি দম্ভোক্তিকে হৃদয়ে ধারণ করে, আত্মাভিমানী হয়ে সদুপদেশকে অগ্রাহ্য করা সমীচীন হবে নাহ। নিজ জীবনে যদি উন্নতি এবং সুখ লাভের প্রয়াস করতে হয়, তবে সদুপদেশ শোনা ধর্মসঙ্গত কর্ম।
"ইতিহাসগ্রন্থ হতে ধর্মশিক্ষা" - ০১
🔎 Run with #veda #krishna