"ইতিহাসগ্রন্থ হতে ধর্মশিক্ষা" - ০৫
"ইতিহাসগ্রন্থ হতে ধর্মশিক্ষা - Meritocracy"
শাসক সর্বদা নিজ গুণাবলির উপর ভিত্তি করে শাসনকার্য পরিচালনা করতে পারে নাহ। উত্তম শাসন সেটাই - যেখানে শাসকের উপদেষ্টা কিংবা পরিচালনা পর্ষদে মেধাবী ও জ্ঞানীর সমাবেশ ঘটে। সে জ্ঞানী পার্ষদগণের অর্জিত জ্ঞান ও মেধা শাসককে উত্তম সিদ্ধান্ত গ্রহণ ও প্রজা কল্যাণের জন্য অগ্রসর হতে সহায়তা করে থাকে। গণতন্ত্র কিংবা সমাজতন্ত্র বা রাজতন্ত্র - প্রতিটি শাসনকার্যে মেধাতন্ত্র বা Meritocracy এর যথাযথ মূল্যায়ন হওয়া আবশ্যক। গনতন্ত্র বহুমত এর ভিত্তিতে আসা প্রতিনিধি কিংবা রাজতন্ত্রে রাজার প্রিয় ব্যক্তি যদি উত্তম গুণগত সম্পন্ন না হওয়া সত্ত্বেও নিয়োগপ্রাপ্ত হয় তবে সে রাজ্যের জন্য হিতকর কোনো কার্যক্রম করতে পারে নাহ। কিন্তু শাসক যদি উত্তম গুণগত ব্যক্তিকে পর্ষদে স্থান দেয়, তবে সে শাসক ও রাজ্যের জন্য উত্তম সিদ্ধান্ত বয়ে নিয়ে আসে। সেজন্য, শাসককে সর্বদা নিজ মূখ্যমন্ত্রীদের পরামর্শ গ্রহণ এবং শ্রেষ্ঠদের অভিমত বিবেচনা করা উচিত। যদি শাসক উত্তম ব্যক্তিদের পরিবর্তে অধম বা নীচব্যক্তিদের পরামর্শ গ্রহণ করে, তবে সে শাসকের পতন অনিবার্য। উদাহরণস্বরূপ, হস্তিনাপুরের রাজসভায় মহামতি বিদুর এর মতো জ্ঞানী ব্যক্তি থাকা সত্ত্বেও সম্রাট ধৃতরাষ্ট্র কুটিল ও ধূর্ত শকুনির প্ররোচনায় সকল সিদ্ধান্ত গ্রহণ করতেন। ফলস্বরূপ, কৌরব বংশের নাশ হয়ে যায় এবং হস্তিনাপুরের পতন ঘটে।
সে ঐতিহাসিক বাস্তবতা থেকে বর্তমান পর্যন্ত। এই ধারণার পরিবর্তন ঘটেনি। বিগত দশকেও এমন বহু শাসনের পতন অনিবার্য ভাবে হয়েছে। কারণ, শাসক উত্তম ব্যক্তিদের ত্যাগ করে নীচ দলের সাহচর্য গ্রহণ করেছেন। সেজন্য, আমাদের শাসকদের সে ঐতিহাসিক গ্রন্থ থেকে শিক্ষা নেওয়া আবশ্যক। মহাভারতে এরুপ পরিস্থিতির উদ্দেশ্যে বলা হয়েছে,
"মুখ্যানমাত্যানুৎসৃজ্য যোনিহীনান্নিষেবতে ।
স ঘোরামাপদং প্রাপ্য নোত্তারমধিগচ্ছতি ॥
যোঽসৎসেবী বৃথাচারো ন শ্রোতা সুহৃদাং সদা ।
পরান্বৃণীতে স্বান্দ্বেষ্টি তং গৌস্ত্যজতি ভারত ॥"
- মহাভারত ৫।১২৪।২৭-২৮
অর্থাৎ, যে নিজের মুখ্যমন্ত্রীদের ত্যাগ করে নীচব্যক্তিদের সাথে চলাচল করে সে ভয়ংকর ফেঁসে গিয়ে নিজের উদ্ধারের পথ দেখতে পায় না। যে দুষ্ট ব্যক্তিদের সাথী ও মিথ্যাবাদী হয়ে নিজের শ্রেষ্ঠ বন্ধুদেরশ্রেষ্ঠ কথা শোনে না, অন্যদের আপন করে এবং আত্মীয়-স্বজনদের প্রতি দ্বেষ মনোভাব রাখে তাকে এই পৃথিবী ত্যাগ করে।
সেজন্য, নিজ রাজ্যের কল্যাণে এবং শাসন সমুন্নত রাখতে সর্বদা মেধাতন্ত্রকে মূল্যায়ন করা উচিত।
"ইতিহাসগ্রন্থ হতে ধর্মশিক্ষা" - ০৫
🔎 Run with #veda #krishna
মন্তব্যসমূহ