"ইতিহাসগ্রন্থ হতে ধর্মশিক্ষা" - ০৭


"ইতিহাস হতে ধর্মশিক্ষা - মনুষ্যের অসম্পূর্ণতা"

এই পৃথিবীতে সকল মনুষ্য অধিকার এর দৃষ্টিকোণ থেকে সমান। সকলেই পরমাত্মার সন্তান। কিন্তু এই লোকসমাজে আমরা সামর্থ্যের ক্ষেত্রে সকলকে সমকক্ষ প্রত্যক্ষ করি নাহ। কেউ বুদ্ধিমান, কেউ বলশালী তো কেউ সরলতার প্রতিমূর্তি। তবে সেজন্য কাহারো প্রতি দ্বেষ কিংবা অসম ভাবাপন্ন হওয়া উচিত নয়। কারণ, সকললর মধ্যেই বল এবং পরাক্রম রয়েছে। এই সত্যকে স্বীকার করে মহাভারতে বলা হয়েছে, 

"মাবমংস্থাঃ পরান্ রাজন্নস্তি বীর্যং নরে নরে। 
সমং তেজস্ত্বয়া চৈব বিশিষ্টং বা নরেশ্বর॥"
- মহাভারত ২/২২/২১

অর্থাৎ, প্রত্যেক মানুষের মধ্যেই বল এবং পরাক্রম রয়েছে। কারো কিছুটা কম, কারো কিছুটা বেশি।

সেজন্য কাউকে দূর্বল ভাবা উচিত নয়। সকলের মাঝে বল ও পরাক্রম রয়েছে। সঠিক মার্গ প্রদর্শনের মাধ্যমে সে বল ও পরাক্রম সম্মুখে আসে।

"ইতিহাসগ্রন্থ হতে ধর্মশিক্ষা" - ০৭

🔎 Run with #veda #krishna

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

🔸সনাতন ধর্ম ও নারী 💐

▪️একাদশী" কি শাস্ত্র সম্মত ❓

সনাতন ধর্মে কি গোমূত্র পানের উল্লেখ রয়েছে ⁉️