"আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি ধর্মের সঠিক উত্তরদাতা"
"আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি ধর্মের সঠিক উত্তরদাতা"
"Artificial intelligence" বা এআই বর্তমান সময়ের আধুনিক সমাজব্যবস্থা ও টেকনোলজির যুগের অন্যতম প্রধান সঙ্গী। সোশ্যাল মিডিয়া বা নিরাপত্তা ব্যবস্থা কিংবা এডুকেশন সেক্টর প্রতিটি ক্ষেত্রে এআই এর দৃপ্ত পদচারণা। ফলস্বরূপ, এআই এখন হয়ে উঠেছে নির্ভরযোগ্য মাধ্যম। Chatgpt, Gemini, Deepseek বর্তমান সময়ে সার্চ ইঞ্জিনের নতুন ধারণা প্রদান করছে। একসময়, সাধারণ মানুষেরা কিছু খোঁজার জন্য গুগলের ক্রোম ব্রাউজার ব্যবহারে অভ্যস্ত ছিল। সেখানে, বর্তমান সময়ে মানুষ Chatgpt, Gemini, Deepseek এর মতো অ্যাপ ব্যবহার করে এআই এর সর্বোত্তর ব্যবহার নিশ্চিত করছে। কিন্তু Chatgpt, Gemini, Deepseek এর মতো মাধ্যম গুলো কি আমাদের একদম নির্ভূল সিদ্ধান্ত প্রদান করে থাকে ⁉ নাহ! Chatgpt, Gemini, Deepseek
এর মতো প্ল্যাটফর্ম সমূহ এখনো Under developing পর্যায়ে রয়েছে। সেজন্য, সকল উত্তর নিশ্চিতরুপে Chatgpt, Gemini, Deepseek দিতে সক্ষম নাহ। এই বিষয়টি Gemini এর মতো Google বেইসড এআই প্রথমে ব্যবহারকারীকে সতর্ক করে দেয় এই অনিশ্চয়তা সম্পর্কে। উদাহরণস্বরূপ, Chatgpt, Gemini, Deepseek কে যদি সংস্কৃত ভাষার ট্রান্সলেশন এর জন্য বলা হয় সে সঠিকভাবে সে ট্রান্সলেশন করতে পারবে নাহ। এই বিষয়ে বহুবার বিচার করার পরই এই সিদ্ধান্ত প্রদান করতে সক্ষম হয়েছি। এই বিষয়টি Chatgpt, Gemini, Deepseek এর ব্যর্থতা নয় বরং একটি প্ল্যাটফর্ম সম্পূর্ণ হতে সময় এর প্রয়োজন। যেমন, Google কিংবা Facebook এর মতো অনলাইন মাধ্যম সমূহ স্বল্প সময়ে এই পর্যায়ে এসে পৌঁছে যায়নি বরং দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে নিজেদের প্ল্যাটফর্ম উন্নত ও নিখুঁত করেছে।
বর্তমান সময়ে বহু ভ্রাতা-ভগিনী Chatgpt, Gemini, Deepseek ব্যবহার করে ধর্মের বিবিধ সংশয় নিবারন কিংবা উত্তর অনুসন্ধানের জন্য চেষ্টা করেন। কিছু ক্ষেত্রে আমাদের ইনবক্স কিংবা কমেন্ট সেকশনে নিজেদের পাণ্ডিত্য জাহির করে থাকেন। সত্যি! এগুলো শৈশবের বাল্যখিল্য আচরণ এর মতো। উদাহরণস্বরূপ, সম্প্রতি Chatgpt ব্যবহার করে একজন ভ্রাতা বেদ মন্ত্রের উদ্ধৃতি দিয়ে এরুপ প্রমাণ করতে সচেষ্ট যে, বেদে বলা হয়েছে পর্দা সম্পর্কে বলা হয়েছে,
ভুল : "সনাতনধর্মে কি নারীদের পর্দা'র বিষয়ে কিছু বলা হয়েছে?
ঋগবেদ অধ্যায় নাম্বার ৮ অনুচ্ছেদের ৩৩, পরিচ্ছেদ ১৯, বলা হয়েছেঃ
-যেহেতু ব্রহ্মা তোমাদের নারী করেছেন তাই দৃষ্টিকে অবনত রাখবে, উপরে নয় নিজেদের পা সামলে রাখো। এমন পোষাক পড়ো যাতে কেউ তোমার দেহ দেখতে না পায়।"
সঠিক: এখানে আমরা বেদের উদ্ধৃতি দেওয়া ত্রুটি দেখতে সক্ষম। কারণ, ঋগ্বেদের রেফারেন্স দেওয়ার নিয়ম হলো: মন্ডল-সুক্ত-মন্ত্র
মন্ত্রের প্রকৃত ব্যাখ্যা:-
"অধঃ পশ্যস্ব মোপরি সন্তরাং পাদকৌ হর।
মা তে কশপ্লকৌ দৃষান্তস্ত্রী হি ব্রহ্মা বভুবিথ।।"
- ঋগ্বেদ মন্ডল ৮, সুক্ত ৩৩ মন্ত্র ১৯
অনুবাদ- হে পুরুষ ও নারী,তোমাদের দৃষ্টি সবসময় হোক ভদ্র ও অবনত। তোমাদের চলন হোক সংযত,দেহ হোক পোষাকে আবৃত,নগ্নতা হোক পরিত্যজ্য।
স্পষ্টত প্রতীয়মান হয় যে, ঋগ্বেদের এই মন্ত্রে পর্দা প্রথাকে নয় বরং শালীনতা ও নগ্নতাকে বর্জন করতে বলা হয়েছে।
সত্যিকার অর্থে, চ্যাটজিপিটি সর্বদা এই উত্তরই প্রদান করে নাহ বরং প্রশ্নের উপর নির্ভর করে উত্তর প্রদান করে। ফলস্বরূপ, এই বিভ্রান্তি সৃষ্টি হয়। সেজন্য, ভ্রাতা-ভগিনীদের প্রতি অনুরোধ থাকবে আপনি ধর্মীয় জ্ঞান অর্জনের জন্য ধর্মশাস্ত্র অধ্যয়ন করুন। Chatgpt, Gemini, Deepseek এর মতো প্ল্যাটফর্ম সমূহ এখনো সে পর্যায়ে পৌঁছাতে সক্ষম হয়নি।
🔎Run with #veda
মন্তব্যসমূহ